Advertisement
১৭ মে ২০২৪

শুক্রবারেই নতুন হাতে প্রেসিডেন্সি

বিদায়ী অস্থায়ী উপাচার্যের মেয়াদ বাড়ানো হয়েছিল ১৫ মে পর্যন্ত। সেই মেয়াদ ফুরোনোর অনেক আগেই, শুক্রবার, ২ মে দায়িত্ব নিচ্ছেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের প্রথম স্থায়ী উপাচার্য অনুরাধা লোহিয়া। সোমবার রাজভবনে আচার্য-রাজ্যপাল এম কে নারায়ণনের সঙ্গে দেখা করে বেরিয়ে এ কথা জানান তিনি। অনুরাধাদেবী বোস ইনস্টিটিউটের জৈব রসায়নের শিক্ষিকা। প্রেসিডেন্সির মান উন্নয়নে তাঁর যে বেশ কিছু পরিকল্পনা আছে, এ দিন সে-কথাও জানিয়ে দেন তিনি।

রাজভবন থেকে বেরোচ্ছেন অনুরাধা লোহিয়া। সোমবার।  —নিজস্ব চিত্র।

রাজভবন থেকে বেরোচ্ছেন অনুরাধা লোহিয়া। সোমবার। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০১৪ ০৩:০১
Share: Save:

বিদায়ী অস্থায়ী উপাচার্যের মেয়াদ বাড়ানো হয়েছিল ১৫ মে পর্যন্ত। সেই মেয়াদ ফুরোনোর অনেক আগেই, শুক্রবার, ২ মে দায়িত্ব নিচ্ছেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের প্রথম স্থায়ী উপাচার্য অনুরাধা লোহিয়া। সোমবার রাজভবনে আচার্য-রাজ্যপাল এম কে নারায়ণনের সঙ্গে দেখা করে বেরিয়ে এ কথা জানান তিনি। অনুরাধাদেবী বোস ইনস্টিটিউটের জৈব রসায়নের শিক্ষিকা। প্রেসিডেন্সির মান উন্নয়নে তাঁর যে বেশ কিছু পরিকল্পনা আছে, এ দিন সে-কথাও জানিয়ে দেন তিনি।

প্রেসিডেন্সির বর্তমান অস্থায়ী উপাচার্য মালবিকা সরকারের কার্যকাল শেষ হওয়ার কথা ছিল ১৫ মে। অসম্পূর্ণ কাজ শেষ করে কবে তিনি নতুন উপাচার্যকে দায়িত্ব বুঝিয়ে দিতে পারবেন, মালবিকাদেবীর কাছে তা জানতে চেয়েছিল রাজ্যের উচ্চশিক্ষা দফতর। সেই সূত্র ধরেই মালবিকাদেবী জানান, তিনি ১৩ মে দায়িত্ব থেকে অব্যাহতি নিতে চান। সংবাদমাধ্যমে, এমনকী সম্প্রতি একটি বণিকসভার অনুষ্ঠানেও ইংরেজির ওই প্রবীণ শিক্ষিকা জানান, ১৩ তাঁর কাছে সৌভাগ্যসূচক সংখ্যা। তাই প্রেসিডেন্সিতে কাজ করার মধুর অভিজ্ঞতাটা তিনি ওই তারিখেই শেষ করতে চান। কিন্তু পরবর্তী উপাচার্য দায়িত্ব নিচ্ছেন তার অনেক আগে।

উচ্চশিক্ষা দফতর সূত্রের খবর, মে মাসে তিন সপ্তাহের জন্য বিদেশ যাওয়ার কথা অনুরাধাদেবীর। সেই জন্যই মালবিকাদেবী কবে দায়িত্ব ছাড়তে পারবেন, তাঁর কাছে সে-কথা জানতে চাওয়া হয়। তবে আচার্যের নির্দেশে ১৫ মে-র পরে তাঁর কার্যকাল যে আর একটি দিনও বাড়ানো যাবে না, সে-কথাও জানিয়ে দেওয়া হয় মালবিকাদেবীকে। তখনই ১৩ মে অব্যাহতি নেওয়ার কথা বলেন তিনি। এ দিন অবশ্য এ-সব বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি মালবিকাদেবী। নতুন উপাচার্য কবে দায়িত্ব নেবেন, সেই ব্যাপারেও উচ্চশিক্ষা দফতরের তরফে তাঁকে কিছু জানানো হয়নি বলে বিশ্ববিদ্যালয় সূত্রের খবর।

নতুন দায়িত্ব নেওয়ার আগে, সোমবার বিকেল সাড়ে ৪টে নাগাদ রাজভবনে আচার্য-রাজ্যপালের সঙ্গে দেখা করতে যান অনুরাধাদেবী। বেরিয়ে তিনি বলেন, “আচার্য যত দ্রুত সম্ভব দায়িত্ব নিতে বলেছেন আমাকে। উপাচার্যের দায়িত্ব নেওয়ার এই সিদ্ধান্তকে উনি স্বাগত জানিয়েছেন। প্রেসিডেন্সিকে চেনার, ওই বিশ্ববিদ্যালয়ের অগ্রগতির জন্য নিজের সেরাটা দেওয়ার উপদেশ দিয়েছেন রাজ্যপাল।” তার পরেই তিনি ২ মে উপাচার্যের কর্মভার নেওয়ার কথা জানান। সেই সঙ্গে বলেন, “প্রেসিডেন্সির উন্নতির জন্য অনেক পরিকল্পনা আছে আমার।” যদিও সেই সব পরিকল্পনার ব্যাপারে বিস্তারিত ভাবে কিছু জানাননি।

মালবিকাদেবীর কার্যকাল নিয়ে গত জুলাই থেকেই বিতর্ক চলছে। গত ১৫ অগস্ট তাঁর ৬৫ বছর বয়স হয়ে যাওয়ায় তিনি আর উপাচার্য থাকতে পারবেন না, এই যুক্তিতে এক জন অস্থায়ী উপাচার্যকেই দায়িত্ব দিতে উদ্যোগী হয় রাজ্য সরকার। আচার্য-রাজ্যপালের হস্তক্ষেপে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত মালবিকাদেবীর কার্যকাল বাড়ানো হয়। ইতিমধ্যে সার্চ কমিটি গড়া সত্ত্বেও ১৫ ফেব্রুয়ারির মধ্যে প্রেসিডেন্সির স্থায়ী উপাচার্য বাছাই না-হওয়ায় ফের মালবিকাদেবীর কার্যকাল বাড়ানো হয়। রাজ্য সরকার আগামী অক্টোবর পর্যন্ত তাঁর কার্যকাল বাড়াতে চেয়েছিল। রাজ্যপাল অবশ্য তা বাড়ান ১৫ মে পর্যন্ত।

তার পরে সার্চ কমিটির সুপারিশ অনুযায়ী প্রেসিডেন্সির প্রথম স্থায়ী উপাচার্য হিসেবে টাটা ইনস্টিটিউট অব ফান্ডামেন্টাল রিসার্চের ‘ডিস্টিংগুইশ্ড প্রফেসর’ পদার্থবিদ সব্যসাচী ভট্টাচার্যকে বেছে নেন রাজ্যপাল। কিন্তু সব্যসাচীবাবু ওই দায়িত্ব নিতে অস্বীকার করেন। সার্চ কমিটির সুপারিশের তালিকায় থাকা দ্বিতীয় নাম ছিল অনুরাধাদেবীর। উপাচার্য হিসেবে তাঁকেই বেছে নেন রাজ্যপাল। শনিবার তাঁর নাম চূড়ান্ত করা হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

presidency vice-chancellor anuradha lohia
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE