Advertisement
১৭ মে ২০২৪

৭ সপ্তাহ পিছিয়ে অনার্স পার্ট থ্রি শুরু হবে ২৬ মে

শুধু কলকাতা বা পশ্চিমবঙ্গ নয়। সারা দেশেই লোকসভার ভোট পর্ব সাঙ্গ হওয়ার পরে ২৬ মে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অনার্স পার্ট থ্রি পরীক্ষা শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায় বলেন, “অন্যান্য রাজ্যের ছেলেমেয়েরাও কলকাতা বিশ্ববিদ্যালয়ের বহু কলেজে পড়ে। তাই ভোটের পুরো সময়টাই বাদ দিয়ে পরীক্ষাসূচি তৈরি করতে হল।” পরিবেশবিদ্যার পরীক্ষা দিয়ে পার্ট থ্রি অনার্স শেষ হবে ৭ জুন।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১১ মার্চ ২০১৪ ০৩:১৬
Share: Save:

শুধু কলকাতা বা পশ্চিমবঙ্গ নয়। সারা দেশেই লোকসভার ভোট পর্ব সাঙ্গ হওয়ার পরে ২৬ মে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অনার্স পার্ট থ্রি পরীক্ষা শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায় বলেন, “অন্যান্য রাজ্যের ছেলেমেয়েরাও কলকাতা বিশ্ববিদ্যালয়ের বহু কলেজে পড়ে। তাই ভোটের পুরো সময়টাই বাদ দিয়ে পরীক্ষাসূচি তৈরি করতে হল।” পরিবেশবিদ্যার পরীক্ষা দিয়ে পার্ট থ্রি অনার্স শেষ হবে ৭ জুন।

অনার্স পার্ট থ্রি পরীক্ষা ৯ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত হওয়ার কথা ছিল। কিন্তু লোকসভা নির্বাচনের জেরে তা সাত সপ্তাহ পিছিয়ে শুরু করতে হচ্ছে বলে জানান সহ-উপাচার্য (শিক্ষা)। কলকাতা-সহ দেশের ভোট শেষ হচ্ছে ১২ মে। ১৬ মে ফল বেরোবে। অনার্স পার্ট থ্রি পরীক্ষা শুরু হবে তারও ১০ দিন পরে। সহ-উপাচার্য (শিক্ষা) সোমবার বলেন, “জুলাইয়ের মাঝামাঝি ফল প্রকাশের চেষ্টা করা হবে।” সেই সঙ্গেই তিনি জানান, উচ্চতর শিক্ষার জন্য অনেক ছাত্রছাত্রীই দেশে বা দেশের বাইরের বিভিন্ন প্রতিষ্ঠানে যেতে চান। সেই জন্য কোনও পরীক্ষার্থী কলেজের অধ্যক্ষ মারফত আবেদন করলে জুলাইয়ের প্রথম সপ্তাহে গোপনীয় ভাবে তাঁর ফল জানিয়ে দেওয়া হবে।

গত বছর পঞ্চায়েত নির্বাচনের ধাক্কা লেগেছিল পরীক্ষায়। এ বার লোকসভা ভোটের ধাক্কায় পিছিয়ে যাচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা। যার জেরে নাকাল হতে হবে পার্ট ওয়ান, পার্ট টু, পার্ট থ্রি মিলিয়ে তিন লক্ষেরও বেশি ছাত্রছাত্রীকে।

বিকম অনার্স পার্ট টু পরীক্ষা ৩০ এপ্রিলের বদলে ১০ জুন শুরু হবে। বিএ, বিএসসি অনার্স পার্ট টু শুরু হবে ২৫ জুন। বিকম অনার্স পার্ট ওয়ান ৮ জুলাই এবং বিএ, বিএসসি অনার্স পার্ট ওয়ান শুরু হবে ৭ অগস্ট। অনার্স, জেনারেল ও মেজর পরীক্ষা কবে শুরু ও শেষ হবে, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.caluniv.ac.in থেকে তা জানা যাবে বলে জানান পরীক্ষা নিয়ামক দেবাশিস বিশ্বাস। আজ, মঙ্গলবার পার্ট থ্রি পরীক্ষার নির্ঘণ্ট ওয়েবসাইটে দেখতে পাবেন ছাত্রছাত্রীরা। পার্ট ওয়ান, পার্ট টু-র নির্ঘণ্টও ওয়েবসাইটে শীঘ্রই দেওয়া হবে বলে জানান পরীক্ষা নিয়ামক।

পরীক্ষা অনেকটা পিছিয়ে শুরু হলেও সূচি এমন ভাবে তৈরি করা হয়েছে, যাতে তা দ্রুত শেষ করা যায়। পরীক্ষা নিয়ামক এ দিন বলেন, “প্রথমার্ধ, দ্বিতীয়ার্ধে ভাগ করে জেনারেল পত্রের পরীক্ষা নেওয়া হবে। কার কোথায় আসন পড়েছে, কোন পত্রের পরীক্ষা কোন অর্ধে হবে, সবই লেখা থাকবে পরিক্ষার্থীদের অ্যাডমিট কার্ডে।”

পঞ্চায়েত নির্বাচনের জন্য পরীক্ষা পিছিয়ে যাওয়ায় পার্ট থ্রি-র ক্লাস শুরু হতে যাতে সমস্যা না-হয়, সেই জন্য গত বার ফল প্রকাশের আগেই ওয়েবসাইট মারফত অনার্স পত্রের নম্বর জানিয়ে দিয়েছিল বিশ্ববিদ্যালয়। এ বার পার্ট ওয়ান এবং পার্ট টু, দু’টি পরীক্ষারই অনার্সের নম্বর একই পদ্ধতিতে জানিয়ে দেবে তারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

part 3 honours calcutta university
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE