শিলিগুড়িতে প্রতিবাদ। ছবি: পার্থপ্রতিম দাস।
রাতদখলে নামলো জুনিয়র ডাক্তার ফোরাম। আরজি কর-কাণ্ডের বিচারের দাবিতে রবিবার মধ্য রাতে শিলিগুড়ির বাঘাযতীন পার্ক ময়দানের গেটে ‘রাত দখলে’ জুনিয়র ডাক্তার ফোরাম। তাদের সঙ্গে ওই অবস্থানে যোগ দেন সাধারণ মানুষ ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা। নাচে-গানে প্রতিবাদে মুখর আন্দোলনকারীরা।
বিজেপি কর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের বচসা আসানসোলের ভগৎ সিং মোড়ে। আন্দোলনকারীরা ‘আজাদি, আজাদি’ স্লোগান দেওয়ার সময় বিজেপির কর্মীরা তাঁদের মাইক কেড়ে নেন। তার পরে তাঁরা দাবি রাখেন এই স্লোগান দেওয়া যাবে না। যাঁরা স্লোগান দিচ্ছিলেন তাঁরা এই দাবি মেনে নেওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণ হয়ে যায়। পুনরায় সকলে মিলে আর জি কর কাণ্ডে দোষীর শাস্তির দাবিতে স্লোগান দেওয়া শুরু করেন।
উত্তরপাড়াতেও চলছে প্রতিবাদ।
ছবি: বিদিশা সরকার।
চুঁচুড়ার রাস্তায় প্রতিবাদে শামিল মানুষজন। গ্রাফিতির মধ্যে দিয়ে আরজি কর-কাণ্ডের প্রতিবাদ চলছে। চিকিৎসক থেকে সাধারণ মানুষ ঘড়ির মোরে বিচারের দাবিতে জড়ো হয়েছেন।
মেদিনীপুরে পথে নামলেন জুনিয়র ডাক্তারেরা। বিচারের দাবিতে মিছিল করছেন তাঁরা। মেদিনীপুর শহরের নান্নুরচকে পোড়ানো হচ্ছে আরজি কর-কাণ্ডে অভিযুক্ত এবং হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের কুশপুতুল।
হাওড়ায় পথে নেমেছেন সাধারণ মানুষ। ছবি: পায়েল ঘোষ।
‘রাত দখল’-এর ডাকে দক্ষিণ হাওড়া ব্যাতাই তলায় শুরু হল মিছিল।
হাওড়ায় প্রতিবাদ। ছবি: পায়েল ঘোষ।
‘রাত দখল’-এর কর্মসূচি শুরু হল মেদিনীপুর শহরেও। মশাল হাতে পথে নামলেন বহু মানুষ।
মেদিনীপুরের রাস্তায় সাধারণ মানুষ। ছবি: মৌসুমী খাঁড়া।
ব্যারাকপুরে প্রতিবাদে শামিল সাধারণ মানুষ। মোবাইলের টর্চ জ্বালিয়ে চলছে প্রতিবাদ।
ব্যারাকপুরের রাস্তায় প্রতিবাদ। ছবি: শোভন চক্রবর্তী।
রং-তুলি এবং স্লোগানে ‘রাত দখল’ কর্মসূচি পালন করছে ছাত্র-ছাত্রীরা। বাদুড়িয়ার টেম্পু স্ট্যান্ড সংলগ্ন এলাকায় চলছে প্রতিবাদ। মিছিল শুরু করে বাদুড়িয়া প্রদক্ষিণ করে টেম্পু স্ট্যান্ড সংলগ্ন এলাকায় এসে তাঁরা স্লোগান দিতে শুরু করেন। এক দিকে চলছে স্লোগান, তেমনি রাস্তার উপরে বসে ছবি আঁকাও চলছে।
বসিরহাটে চলছে প্রতিবাদ কর্মসূচি। ছবি: রূপম সাহা।
পানিহাটি থেকে ১৪ কিলোমিটার দীর্ঘ মানব বন্ধন শুরু হল। শামিল মূলত মহিলারাই। সকলের মুখে একটাই স্লোগান, ‘জাস্টিস ফর আরজি কর’। রাত যত বাড়ছে, মানব বন্ধন ততো দীর্ঘ হচ্ছে।
বিদ্যালয় প্রাক্তনী যৌথ মঞ্চের পক্ষ থেকে আরজিকর ঘটনার প্রতিবাদ জানিয়ে কোচবিহারের কাছারি মোড় থেকে সুনীতি রোড পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তায় মানববন্ধন কর্মসূচি পালন করা হল রবিবার রাতে।
বালুরঘাট হিলি মোরে স্কুল, কলেজের ছাত্র-ছাত্রীদের জমায়েত চলছে। আরজিকর-কাণ্ডের দোষীদের গ্রেফতারের দাবিতে জমায়েত করে সমাবেশ চলছে।
আরজি কর-কাণ্ডের বিচারের দাবিতে পথ নাটিকাও করছেন নাট্য কর্মীরা। পাশাপাশি, শহরের টাওয়ার মোড় এলাকাতেও মোমবাতি হাতে প্রতিবাদ মিছিল করছেন মহিলারা।
বালুরঘাটের রাস্তায় নামলেন আন্দোলনকারীরা। বিচারের দাবি তুললেন তাঁরা। শহরের হিলিমোড়ে মহিলাদের পাশাপাশি পুরুষরাও স্লোগান তুললেন, ‘উই ওয়ান্ট জাস্টিস’।
বালুরঘাটে চলছে প্রতিবাদ। ছবি: প্রদীপ্তা ঠাকুর।
‘রাত দখল’-এর কর্মসূচি শুরু হল হাওড়ার সাকরাইল রাজগঞ্জ এলাকায়।
হাওড়ায় পথে নেমেছেন সাধারণ মানুষ। ছবি: পায়েল ঘোষ।
গান ও কবিতার মাধ্যমে আরজিকর কাণ্ডে দোষীদের শাস্তির দাবি উঠেছে আসানসোলে। গান গাইছেন, স্লোগান দিচ্ছেন বহু মানুষ।
মশাল মিছিল শুরু হল আসানসোলে। আরজি কর-কাণ্ডে দোষীদের দ্রুত শাস্তি দেওয়ার দাবিতে পথে নামলেন সাধারণ মানুষ। ইতিমধ্যেই আসানসোলের ভগৎ সিংহ মোরে বহু মানুষ জড়ো হয়েছেন। রবীন্দ্র ভবনের সামনে থেকে মশাল মিছিল করে ভগৎ সিং মোড়ের দিকে এলাকার সাধারণ মানুষেরা আসছেন।
আসানসোলের রাস্তায় মশাল মিছিল। ছবি: স্বাতী চট্টোপাধ্যায়।
সোমবার সুপ্রিম কোর্টে আরজি কর-কাণ্ডের শুনানি রয়েছে। সেখানে তদন্তের অগ্রগতির রিপোর্ট জমা দেবে সিবিআই। সে দিকে তাকিয়ে রবিবার রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে জুনিয়র ডাক্তার-সহ আন্দোলনকারীদের বিভিন্ন সংগঠন। ‘মেয়েদের রাতদখল’-এর কর্মসূচিও রয়েছে। পথে নেমেছেন সাধারণ মানুষ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or
By proceeding you agree with our Terms of service & Privacy Policy