Advertisement
০২ জুন ২০২৪

রাজ্যে কংগ্রেসকে সাহায্য করছে আরএসএস, চোপড়ায় বললেন মমতা

আরএসএস-কংগ্রেস সম্পর্ক নিয়ে তাঁর এই মন্তব্যে এ দিন নিশানা ছিলেন বহরমপুর, জঙ্গিপুর এবং দার্জিলিঙের তিন কংগ্রেস প্রার্থী— অধীর চৌধুরী, অভিজিৎ মুখোপাধ্যায় এবং শঙ্কর মালাকার।

চোপড়ার দাসপাড়ায় মুখ্যমন্ত্রী। ছবি: অভিজিৎ পাল

চোপড়ার দাসপাড়ায় মুখ্যমন্ত্রী। ছবি: অভিজিৎ পাল

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১১ এপ্রিল ২০১৯ ০৩:৫৫
Share: Save:

এ বার কংগ্রেসের সঙ্গে আরএসএস-এর ঘনিষ্ঠ সম্পর্কের ইঙ্গিত করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে কংগ্রেসের জন্য বিজেপি বাড়ছে বলে মঙ্গলবারেই অভিযোগ করেছিলেন তিনি। ২৪ ঘণ্টা পরে, বুধবার আরও এক ধাপ এগিয়ে তৃণমূল নেত্রী বললেন, ‘‘আরএসএস রাজ্যে কংগ্রেসকে সাহায্য করছে।’’

আরএসএস-কংগ্রেস সম্পর্ক নিয়ে তাঁর এই মন্তব্যে এ দিন নিশানা ছিলেন বহরমপুর, জঙ্গিপুর এবং দার্জিলিঙের তিন কংগ্রেস প্রার্থী— অধীর চৌধুরী, অভিজিৎ মুখোপাধ্যায় এবং শঙ্কর মালাকার। মুখ্যমন্ত্রী অবশ্য সরাসরি কারও নাম বলেননি। চোপড়ার জনসভায় মমতা অভিযোগ করেন, ‘‘কংগ্রেস-বিজেপির মিল হয়েছে। বহরমপুরে কংগ্রেসের নেতা আরএসএস-এর মদতে ভোটে লড়ছেন। তেমনই জঙ্গিপুরে প্রণব মুখোপাধ্যায়ের ছেলে আরএসএস-এর মদতে লড়ছেন। দার্জিলিঙের কংগ্রেস প্রার্থীও আরএসএস-এর সাহায্য নিচ্ছেন। আপনারা কি চান আরএসএস-কে সাহায্য করতে?’’

গত বছর নাগপুরে আরএসএস-এর সদর দফতরে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে বিতর্ক উস্কে দিয়েছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। সেখানে সঙ্ঘের প্রতিষ্ঠাতা হেডগেওয়ারের জন্মভিটেয় গিয়ে তাঁকে ‘ভারতের মহান সন্তান’ বলে মন্তব্যও করেন প্রণববাবু। যার পরে প্রণববাবুর সঙ্ঘ-যোগ নিয়ে রাজনৈতিক মহলে বিতর্ক হয়। সেই প্রসঙ্গ টেনেই মমতা এ দিন জঙ্গিপুরে প্রণব-পুত্রকে নিশানা করেন বলে রাজনৈতিক শিবিরের অনেকের ধারণা।

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

বহরমপুর এবং জঙ্গিপুর দু’টি কেন্দ্রই সংখ্যালঘু অধ্যুষিত। জঙ্গিপুরে একমাত্র কংগ্রেস ছাড়া তৃণমূল, বিজেপি এবং বাম তিন দলই সংখ্যালঘু প্রার্থী দিয়েছে। তা নিয়েও রাজনৈতিক চর্চা চলছে। মমতার বক্তব্যের জবাবে প্রণব-পুত্রের প্রতিক্রিয়া, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় জানছেন কী ভাবে যে, আমরা আরএসএস-এর সঙ্গে কথা বলছি, যোগাযোগ রাখছি?উনি কি আমাদের ফোন ট্যাপ করছেন নাকি গোয়েন্দাগিরি করছেন!’’

আজ কোথায় কোথায় ভোট, দেখে নিন

বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় কি আরএসএস-এর কোর কমিটির সদস্য? না হলে উনি জানছেন কী ভাবে যে আমাকে আরএসএস মদত দিচ্ছে! আসলে হাস্যকর সব কথা বলে উনি নিজেই বিজেপির সঙ্গে বোঝাপড়ার রাস্তাটা খোলা রাখতে চাইছেন।’’ অধীরের পাল্টা প্রশ্ন, ‘‘উনি (মমতা) তো একবারও বলছেন না যে আগামী দিনে উনি বিজেপির সঙ্গে জোট করবেন না! কেন?’’

অন্যদিকে, মমতার মন্তব্যের প্রেক্ষিতে আরএসএস নেতা জিষ্ণু বসু বলেন, ‘‘আরএসএস যদি কংগ্রেসকে অর্থ সাহায্য করত, তা হলে বহরমপুরে অধীরবাবুর বিরুদ্ধে বা জঙ্গিপুরে অভিজিৎবাবুর বিরুদ্ধে প্রার্থী দিত না বিজেপি। ফলে মুখ্যমন্ত্রী যা বলেছেন, তা হাস্যকর।’’ শুধু কংগ্রেস-আরএসএস যোগ নিয়েই নয়, আরএসএস এবং বিজেপি রাজ্যের সংখ্যালঘুদের উপর অত্যাচার করছে বলেও চোপড়ায় অভিযোগ করেন মমতা। তাঁর বক্তব্য, ‘‘সংখ্যালঘুদের উপর অত্যাচার করেছে বিজেপি ও সঙ্ঘ। গোরক্ষার নামে অত্যাচার, গণহত্যা হয়েছে। এখন বলছে আমি চৌকিদার। এই চৌকিদার চোর।’’ জিষ্ণুর পাল্টা মন্তব্য, ‘‘এই সরকারের আমলে রাজ্যে একের পর এক দাঙ্গা হয়েছে। সে সব থেকে মানুষের চোখ সরানোর জন্যই মুখ্যমন্ত্রী বারবার আরএসএসকে টার্গেট করছেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE