Advertisement
২০ মার্চ ২০২৩
Madhyamik Results

জেলা ৮৪, কলকাতা ০, দেখে নিন মাধ্যমিকের সম্পূর্ণ মেধাতালিকা

দ্বিতীয় স্থানে রয়েছে দু’জন। ৬৯০ নম্বর পেয়ে তৃতীয় স্থান অধিকার করেছে তিন জন।

মাধ্যমিকে প্রথম অরিত্র পাল ও দ্বিতীয় (যুগ্ম) অভীক দাস। —নিজস্ব চিত্র

মাধ্যমিকে প্রথম অরিত্র পাল ও দ্বিতীয় (যুগ্ম) অভীক দাস। —নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৫ জুলাই ২০২০ ১১:৪৬
Share: Save:

মাধ্যমিকে এ বারও জেলার জয়জয়কার। এ বছর মেধা তালিকায় প্রথম ১০ জনের মধ্যে স্থান পেয়েছে ৮৪ জন। তার মধ্যে কলকাতার এক জনও নেই। সবচেয়ে বেশি পাশের হার পূর্ব মেদিনীপুর জেলায়।

Advertisement

এ বছর ৭০০-র মধ্যে ৬৯৪ নম্বর পেয়ে মাধ্যমিকে প্রথম হয়েছে পূর্ব বর্ধমানের মেমারির অরিত্র পাল। সে মেমারি বিদ্যাসাগর মেমোরিয়াল স্কুলের ছাত্র। দ্বিতীয় স্থানে রয়েছে দু’জন— বাঁকুড়ার সায়ন্তন গড়াই ও পূর্ব বর্ধমানের অভিক দাস। তাদের প্রাপ্ত নম্বর ৬৯৩।
৬৯০ নম্বর পেয়ে তৃতীয় স্থান অধিকার করেছে তিন জন। তারা হল বাঁকুড়ার সৌম্য পাঠক, পূর্ব মেদিনীপুরের দেবষ্মিতা মহাপাত্র, উত্তর ২৪ পরগনার অরিত্র মাইতি।
(অনলাইনেও জানা যাচ্ছে মাধ্যমিকের ফলাফল। ছাত্রছাত্রী বা তাদের অভিভাবকরা ফল দেখে নিতে পারেন এবিপি এডুকেশনের ওয়েবসাইটে। রেজাল্ট জানতে এখানে ক্লিক করবেন। এ ছাড়াও, wbresults.nic.in-সহ অন্যান্য ওয়েবসাইটেও রেজাল্ট জানা যাবে।)

মাধ্যমিকের মেধাতালিকা:
প্রথম (৬৯৪): অরিত্র পাল, মেমারি বিদ্যাসাগর মেমোরিয়াল ইনস্টিটিউট (পূর্ব বর্ধমান)।
দ্বিতীয় (৬৯৩): সায়ন্তন গড়াই, ওন্দা হাইস্কুল (বাঁকুড়া)। অভীক দাস, কাটোয়া কাশীরাম দাস ইনস্টিটিউশন (পূর্ব বর্ধমান)।
তৃতীয় (৬৯০): সৌম্য পাঠক, কেন্দুয়াডিহি হাইস্কুল (বাঁকুড়া)। দেবস্মিতা মহাপাত্র, ভবানীচক হাইস্কুল (পূর্ব মেদিনীপুর)। অরিত্র মাইতি, রহড়া রামকৃষ্ণ মিশন (উত্তর ২৪ পরগনা)।

চতুর্থ (৬৮৯): অগ্নিভ সাহা, বীরভূম জেলা স্কুল (বীরভূম)
পঞ্চম (৬৮৮): অঙ্কিত সরকার, বংশীহারী হাইস্কুল (দক্ষিণ দিনাজপুর), স্বস্তিক সরকার, বর্ধমান মিউনিসিপ্যাল হাইস্কুল (পূর্ব বর্ধমান), রশ্মিতা সিংহ মহাপাত্র, বিক্রমপুর আরডি হাইস্কুল (বাঁকুড়া), বিভাবসু মণ্ডল, গোরাবাজার ঈশ্বরচন্দ্র ইনস্টিটিউশন (মুর্শিদাবাদ)।
ষষ্ঠ (৬৮৭): রিঙ্কিনী ঘটক, শিলিগুড়ি গার্লস হাইস্কুল (দার্জিলিং), সুনৃত সিংহ, রায়গঞ্জ করোনেশন হাইস্কুল (উত্তর দিনাজপুর), অর্চিষ্মান সাহা, বীরভূম জেলা স্কুল (বীরভূম), রাজিবুল ইসলাম, বীরভূম জেলা স্কুল (বীরভূম), সৌনক বিশ্বাস, বাঁকুড়া ক্রিশ্চিয়ান কলেজিয়েট স্কুল (বাঁকুড়া), সৃজন সাহা, বর্ধমান মিউনিসিপ্যাল হাইস্কুল (পূর্ব বর্ধমান), সোহম দাস, চন্দননগর কানাইলাল বিদ্যামন্দির (হুগলি), প্রিন্স কুমার সিংহ, পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ (পুরুলিয়া), অরিজিৎ প্রহরাজ, দক্ষিণচক হাইস্কুল (পূর্ব মেদিনীপুর), সপ্তর্ষি জানা, জ্ঞানদীপ বিদ্যাপীঠ (পূর্ব মেদিনীপুর), অস্মি চৌধুরী, অশোকনগর বাণীপীঠ গার্লস হাইস্কুল (উত্তর ২৪ পরগনা), সৌহার্দ্য পাত্র, খড়িয়া ময়নাপুর হাইস্কুল (হাওড়া)।

Advertisement

বাঁ দিক থেকে অরিত্র মাইতি, সৌম্য পাঠক, স্বস্তিক সরকার ও অঙ্কিত সরকার। —নিজস্ব চিত্র

সপ্তম (৬৮৬): করণ দত্ত, মন্দিরনাথ হাইস্কুল (কোচবিহার), ঋতম বর্মন, গোপালনগর এমএসএস হাইস্কুল (কোচবিহার), সোহম তামাং, মালদহ জেলা স্কুল (মালদহ), শুভদীপ চন্দ্র, রামপুরহাট জিতেন্দ্রলাল বিদ্যাভবন (বীরভূম), অরণি চট্টোপাধ্যায়, বীরভূম জেলা স্কুল (বীরভূম), অরিত্র মাজি, বিবেকানন্দ শিক্ষা নিকেতন হাইস্কুল (বাঁকুড়া), সাগ্নিক মিশ্র, কেন্দুয়াডিহি হাইস্কুল (বাঁকুড়া), শৌভিক সরকার, বর্ধমান সিএমএস হাইস্কুল (পূর্ব বর্ধমান), সুহা ঘোষ, চন্দননগর কৃষ্ণভাবিনী নারী শিক্ষা মন্দির (হুগলি), দিব্যকান্তি ঘড়ুই, গৌরহাটি হরদাস ইনস্টিটিউশন (হুগলি), সম্প্রীতি কুণ্ডু, বদনগঞ্জ শ্রী শ্রী সারদামণি গার্লস হাইস্কুল (হুগলি), রিচিক সামন্ত, ব্যবতারহাট আদর্শ হাইস্কুল (পূর্ব মেদিনীপুর), পিয়াস প্রামাণিক, কোলাঘাট থার্মাল পাওয়ার প্ল্যান্ট হাইস্কুল (পূর্ব মেদিনীপুর), অনুষ্টুপ দাস, দক্ষিণচক হাইস্কুল (পূর্ব মেদিনীপুর), দেবাক্ষ সিদ্ধান্ত, কান্দি রাজ হাইস্কুল (মুর্শিদাবাদ), সাহিত্য মণ্ডল, সারদা বিদ্যাপীঠ হাইস্কুল (দক্ষিণ ২৪ পরগনা), সৈয়দ মহম্মদ তামিম, বেণুপালচক হাইস্কুল (দক্ষিণ ২৪ পরগনা)।

বাঁ দিক থেকে রিংকিনী ঘটক, উর্জসী মণ্ডল, ও অর্চিস্মান সাহা। —নিজস্ব চিত্র

অষ্টম (৬৮৫): বরুণাদিত্য সাহা, জলপাইগুড়ি জেলা স্কুল (জলপাইগুড়ি), নাজনিন আজাদ, বামনগড় এইচ এম এ এম হাইস্কুল (মালদহ), মহম্মদ তাহিনুজ্জামান, সিহোল হাইস্কুল (মালদহ), সুপ্রতীক পণ্ডিত, দেউলপাড়া ভূধারীনাথ বিদ্যানিকেতন (হুগলি), অঙ্কিতা ঘোষ, গড়রাইপুর গার্লস হাইস্কুল (বাঁকুড়া), শুভঙ্কর মাইতি, দাপপুর বিবেকানন্দ হাইস্কুল (পশ্চিম মেদিনীপুর), সৌম্যপ্রভ দে, কোলাঘাট থার্মাল পাওয়ার প্ল্যান্ট হাইস্কুল (পূর্ব মেদিনীপুর), মহাঞ্জন দেবনাথ, বহরমপুর জগন্নাথ অ্যাকাডেমি (মুর্শিদাবাদ), মঞ্জুস হালদার, বনগাঁ হাইস্কুল (উত্তর ২৪ পরগনা), অয়ন ঘোষ, দমদম বিদ্যানাথ ইনস্টিটিউশন (উত্তর ২৪ পরগনা), সৌম্যদীর সর্দার, দক্ষিণ বারাসত শিবদাস আচার্য হাইস্কুল (দক্ষিণ ২৪ পরগনা)।

নবম (৬৮৪): শ্রেয়া সরকার, সুনীতিবালা সর্দার গার্লস হাইস্কুল (জলপাইগুড়ি), অঙ্কিতা মণ্ডল, বার্লো গার্লস হাইস্কুল (মালদহ), অয়নদীপ শান্নিগ্রাহী,, বিবেকানন্দ শিক্ষা নিকেতন হাইস্কুল (বাঁকুড়া), সাবর্ণ হাটি, সোনামুখী বিন্দুবাসিনী জুবিলি হাইস্কুল (বাঁকুড়া), অনুশ্রী ঘোষ, আসানসোল উমারানি গড়াই মহিলা কল্যাণ গার্লস হাইস্কুল (পশ্চিম বর্ধমান), উর্জসী মণ্ডল, কাটোয়া দুর্গাদাসী চৌধুরানি গার্লস হাইস্কুল (পূর্ব বর্ধমান), শুভদীপ বন্দ্যোপাধ্যায়, মঙ্গলদা বিএনজে হাইস্কুল (পুরুলিয়া), তন্ময় বার, দুবদা বীরেন্দ্র বিদ্যাপীঠ (পূর্ব মেদিনীপুর), শুভদীপ বৈদ্য, সারদা বিদ্যাপীঠ হাইস্কুল (দক্ষিণ ২৪ পরগনা), সায়ক বণিক, সারদা বিদ্যাপীঠ হাইস্কুল (দক্ষিণ ২৪ পরগনা)।

অস্মি চৌধুরী, রূপসা সাহা ও অনুশ্রী ঘোষ (বাঁ দিক থেকে)। —নিজস্ব চিত্র

দশম (৬৮৩): সম্প্রীতি রায়, মহারানি ইন্দিরাদেবী বালিকা বিদ্যালয় (কোচবিহার), অয়ন শেঠ, রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির (মালদহ), দেবাঞ্জন দে, রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির (মালদহ), সায়ন কর্মকার, রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির (মালদহ), রূপসা সাহা, বালুরঘাট হাইস্কুল (দক্ষিণ দিনাজপুর), জুনেইদ হাসান, বিকেটিপিপি প্রবীর সেনগুপ্ত বিদ্যালয় (বীরভূম), দেবাত্রেয় দাস, বিবেকানন্দ শিক্ষা নিকেতন হাইস্কুল (বাঁকুড়া), শঙ্খশুভ্র চট্টোপাধ্যায়, রামহরিপুর রামকৃষ্ণ মিশন হাইস্কুল (বাঁকুড়া), অঙ্কন পাত্র, বিষ্ণুপুর হাইস্কুল (বাঁকুড়া), অঙ্কন দাস বৈরাগ্য, শাসপুর ডিএনএস ইনস্টিটিউশন (বাঁকুড়া), প্রভাত দত্ত, সোনামুখী বিন্দুবাসিনী জুবিলি হাইস্কুল (বাঁকুড়া), শেখ পারভেজ জিত , বনপাস শিক্ষা নিকেতন (পূর্ব বর্ধমান), দেবায়ূধ ঘোষ, বর্ধমান মিউনিসিপ্যাল হাইস্কুল (পূর্ব বর্ধমান), অন্বেষা ভট্টাচার্য, ভৈরবনালা এসকেইউএস হাইস্কুল (পূর্ব বর্ধমান), শ্রীপর্ণা খাসপুরী, কাটোয়া দুর্গাদাসী চৌধুরানি গার্লস হাইস্কুল (পূর্ব বর্ধমান), অদ্বিতীয়া পাণ্ডে, মহানদ হাইস্কুল (হুগলি), তৃষ্ণা সরকার, গোঘাট ভগবতী বালিকা বিদ্যালয় (হুগলি), সায়ন বিশ্বাস, পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ (পুরুলিয়া), সোহম মাইতি, জ্ঞানদীপ বিদ্যাপীঠ (পূর্ব মেদিনীপুর), চয়নিকা মুর্মু, প্রণবানন্দ বিদ্যাপীঠ গার্লস হাইস্কুল (মুর্শিদাবাদ), প্রয়াংশু দাস, শ্রীচন্দ্র এম এন মেমোরিয়াল হাইস্কুল (দক্ষিণ ২৪ পরগনা), সাগ্নিক মুখোপাধ্যায়, উত্তরপাড়া চিল্ড্রেনস ওন হোম (হুগলি), মেঘা মণ্ডল, উত্তরপাড়া মডেল স্কুল (হুগলি),

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.