Advertisement
E-Paper

ঘোষণা মতোই ক্যাবিনেট পেপার প্রকাশ মমতার

নেতাজি সংক্রান্ত ফাইল জনসাধারণের সামনে তুলে ধরার পরে এ বার পরাধীন ভারতের শেষ ১০ বছরের (১৯৩৮-’৪৭) মন্ত্রিসভার বৈঠকের সমস্ত নথি (ক্যাবিনেট পেপার) প্রকাশ করল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০১৫ ১৮:৫০
— ফাইল চিত্র।

— ফাইল চিত্র।

নেতাজি সংক্রান্ত ফাইল জনসাধারণের সামনে তুলে ধরার পরে এ বার পরাধীন ভারতের শেষ ১০ বছরের (১৯৩৮-’৪৭) মন্ত্রিসভার বৈঠকের সমস্ত নথি (ক্যাবিনেট পেপার) প্রকাশ করল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সোমবার নবান্নে এই সংক্রান্ত ৪১৮টি ক্যাবিনেট পেপার পেশ করে মমতা জানান, ওই সব ফাইলে ব্রিটিশ শাসনের বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নথিভুক্ত রয়েছে। রয়েছে ভারত ছাড় আন্দোলন, অসহযোগ আন্দোলন এবং ১৯৪৬-এর কলকাতা দাঙ্গার মতো একাধিক ‘ঐতিহাসিক’ ঘটনাবলি সম্পর্কে তৎকালীন সরকারের মতামত ও সিদ্ধান্তগুচ্ছ। মুখ্যমন্ত্রীর কথায়, ‘‘এগুলো এখন ইতিহাস। সেই ইতিহাস জানার অধিকার সকলেরই আছে। আশা করি এ সব দেখে ইতিহাসবিদ, গবেষক শিক্ষক-ছাত্রসমাজ উপকৃত হবে। তাঁদের নানা ধরনের কৌতূহলেরও নিরসন হবে।’’

এ দিন যে ৪১৮টি নথি প্রকাশ করেন মমতা তার মধ্যে ৫২টি ১৯৩৮ সালের। এ ছাড়াও আছে ’৩৯-এর ৩৯টি, ’৪০-এর ৬৬টি, ’৪১-এর ২৬টি, ’৪২-এর ৫১টি, ’৪৩-এর ৪৭টি, ’৪৪-এর ৪৬টি, ’৪৫-এর ৩০টি, ’৪৬-এর ৩১টি এবং ৩০টি ক্যাবিনেট পেপার স্বাধীনতার বছর ১৯৪৭-এর। মমতা বলেন, ‘‘আগে তো ক্যাবিনেট পেপার হত না। সরসরি সিদ্ধান্ত হত। এই ফাইলে সে সবই আছে।’’ এ দিন তাঁর ঘোষণা, ২০১৩ থেকে তাঁর সরকার এই কাজ শুরু করেছে। এর পরে স্বাধীনতার পরবর্তী ১০ বছরের সমস্ত নথি প্রকাশ করা হবে। সেই কাজও অনেকটাই এগিয়ে গিয়েছে। এ দিনও মমতা বলেন, ‘‘আমরা নেতাজির জন্মদিন জানি। কিন্তু এর পরে কী হল কেউ জানে না। সকলেই তা জানতে চায়।’’ এ দিনই তিনি দিল্লি যাচ্ছেন। মঙ্গলবার রাজ্য সরকারের হেফাজতে থাকা নেতাজি সংক্রান্ত ৬৪টি ফাইলের সিডি রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের হাতে তুলে দেবেন তিনি। আগেই অবশ্য ওই সব নথি তিনি প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, লোকসভার অধ্যক্ষকে পাঠিয়ে দিয়েছেন বলে জানিয়েছেন মমতা।

netaji cabinet papers mamata reveals mamata netaji cabinet paper netaji cabinet paper
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy