Advertisement
১০ মে ২০২৪

১৪৫-এ পদার্পণ মেদিনীপুর কলেজের

১৪৫-এ পা দিল মেদিনীপুর কলেজ। এই উপলক্ষে সোমবার সকালে কলেজের বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রীদের শোভাযাত্রা বেরোয়। পরে কলেজের পতাকা উত্তোলন করে অনুষ্ঠনের সূচনা করেন বিদ্যাসাগর বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য রঞ্জন চক্রবর্তী।

শোভাযাত্রা মেদিনীপুরে। সোমবার। — নিজস্ব চিত্র।

শোভাযাত্রা মেদিনীপুরে। সোমবার। — নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
মেদিনীপুর শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০১৭ ০০:৩৮
Share: Save:

১৪৫-এ পা দিল মেদিনীপুর কলেজ। এই উপলক্ষে সোমবার সকালে কলেজের বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রীদের শোভাযাত্রা বেরোয়। পরে কলেজের পতাকা উত্তোলন করে অনুষ্ঠনের সূচনা করেন বিদ্যাসাগর বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য রঞ্জন চক্রবর্তী।

১৮৭৩ সালের ৩০ জানুয়ারি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে মেদিনীপুর কলেজের পথ চলা শুরু হয়েছিল। ১৯৫৬ সালে মেলে সরকারি অনুমোদন। ১৯৮৫-তে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধীনে আসে এই কলেজ। ২০১৪ সালে ‘স্বশাসিত’ কলেজের স্বীকৃতি মেলে। ২০১৫ সালে ‘হেরিটেজ’ তকমাও পেয়েছে মেদিনীপুর কলেজ। প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে কলেজের পুরানো দিনের কথা তুলে ধরেন উপস্থিত অতিথিবৃন্দ। উপস্থিত ছিলেন কলেজের প্রাক্তন ছাত্র, বর্তমানে কলকাতা পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার হুমায়ুন কবীর ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিক্ষক নির্মলচন্দ্র মাইতি। অধ্যক্ষ গোপালচন্দ্র বেরা এই কলেজেরই প্রাক্তন ছাত্র। তিনি বলেন, ‘‘প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীরা কলেজের মুখ উজ্জ্বল করছেন। ইউজিসি-র বিচারে বর্তমানে রাজ্যে দ্বিতীয় স্থানে রয়েছে এই কলেজ। এটা খুবই গর্বের বিষয়।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Midnapore College
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE