Advertisement
১৭ মে ২০২৪

দুর্ঘটনায় মৃত্যু, অবরোধ শিলদায়

বুধবার সকালে বিনপুরের শিলদায় ডাম্পারের ধাক্কায় মোটর বাইক আরোহী এক সিভিক ভলান্টিয়ারের মৃত্যু হয়েছে। ওই ঘটনায় গুরুতর জখম হন মোটর বাইকের আরও দুই আরোহী। ওই ঘটনার জেরে এ দিন স্থানীয় বাসিন্দারা ঘন্টা খানেক শিলদা-নারানপুর রাজ্য সড়ক অবরোধ করেন।

ডাম্পারের ধাক্কায় পিষ্ট মোটরবাইক। নিজস্ব চিত্র।

ডাম্পারের ধাক্কায় পিষ্ট মোটরবাইক। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
ঝাড়গ্রাম ও হলদিয়া শেষ আপডেট: ২১ এপ্রিল ২০১৬ ০০:৩৩
Share: Save:

বুধবার সকালে বিনপুরের শিলদায় ডাম্পারের ধাক্কায় মোটর বাইক আরোহী এক সিভিক ভলান্টিয়ারের মৃত্যু হয়েছে। ওই ঘটনায় গুরুতর জখম হন মোটর বাইকের আরও দুই আরোহী। ওই ঘটনার জেরে এ দিন স্থানীয় বাসিন্দারা ঘন্টা খানেক শিলদা-নারানপুর রাজ্য সড়ক অবরোধ করেন।

পুলিশ জানিয়েছে, মৃতের নাম শিবু বাগাল (২৫)। তাঁর বাড়ি সাহাড়ি গ্রামে। তিনি বিনপুর থানার সিভিক ভলান্টিয়ার ছিলেন। এ দিন দুই বন্ধু সম্রাট কর্মকার ও বুদ্ধেশ্বর পাত্রর সঙ্গে মোটবাইকে চেপে সাহাড়ি থেকে শিলদায় যাচ্ছিলেন শিবু। বাইক চালাচ্ছিলেন সম্রাট। শিবু মাঝে বসেছিলেন। পিছনে ছিলেন বুদ্ধেশ্বর। সকাল ৯টা নাগাদ শিলদা নীলকুঠি ময়দানের কাছে শিলদা-নারাণপুর পিচ রাস্তায় দ্রুতগতিতে আসা একটি দশ চাকার ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে মোটর বাইকটিকে পিছন থেকে সজোরে ধাক্কা মারে। ছিটকে পড়েন বাইকের তিন আরোহী। লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই শিবুর মৃত্যু হয়। বাকি দুই আরোহী গুরুতর জখম হন। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় ঝাড়গ্রাম জেলা হাসপাতালে ভর্তি করানো হয়।

ঘটনার পরে উত্তেজিত বাসিন্দারা লরিটিতে ভাঙচুর চালান। শুরু হয় পথ অবরোধ। বাঁকুড়া ও পুরুলিয়া গামী গুরুত্বপূর্ণ রাজ্য সড়কটি অবরুদ্ধ হয়ে যাওয়ায় যানবাহন চলাচল বিপর্যস্ত হয়। খবর পেয়ে আসেন বেলপাহাড়ির বিডিও সন্তু তরফদার ও বিনপুরের আইসি ভবেন্দ্রনাথ মল্লিক। বিক্ষোভকারীরা অনড় থাকায় শেষ পর্যন্ত সকাল ১০ টা নাগাদ জোর করে পুলিশ অবরোধ তুলে দেয়। বাসিন্দাদের অভিযোগ, সম্প্রতি ওই রাস্তাটি চওড়া হয়েছে। ফলে, মালবাহী ভারী লরি ও ডাম্পার গুলি অত্যন্ত বেপরোয়া ভাবে চলাচল করছে। যান-নিয়ন্ত্রণের কোনও ব্যবস্থাই নেই। সম্প্রসারিত রাস্তায় ফুটপাত না থাকায় সমস্যা বেড়েছে। বেলপাহাড়ির বিডিও সন্তু তরফদার বলেন, “শিলদার ওই এলাকায় যানবাহনের গতি নিয়ন্ত্রণের জন্য পুলিশকে বলেছি।”

অন্য দিকে, হলদিয়ার ৪১ নম্বর জাতীয় সড়কের ওপর একটি মারুতির ধাক্কায় মৃত্যু হল এক ডাব বিক্রেতার। পুলিশ জানিয়েছে মৃত সুভাষ ঘোড়ই (২৮) পেশায় ডাব বিক্রেতা। তিনি বাড়বাজিতপুর গ্রামের বাসিন্দা। হলদিয়ার দিক থেকে আসা একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি ধাক্কা মারে তাঁকে। স্থানীয় বাসিন্দারা পুলিসে খবর দেন। ভবানীপুর থানার পুলিস এসে দেহ হলদিয়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

accident
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE