Advertisement
০২ জুন ২০২৪

কলেজে ভর্তি নিয়ে দুর্নীতির অভিযোগ

শনিবার ছাত্র ভর্তির কাউন্সেলিং ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় রামপুর বিবেকানন্দ মিশন কলেজে। অভিযোগ, প্রথম বর্ষের কাউন্সেলিংয়ে তৃণমূল ছাত্র পরিষদ আশ্রিত বেশ কিছু বহিরাগত কলেজের ভিতরে ঢোকার চেষ্টা করে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
মহিষাদল শেষ আপডেট: ০১ জুলাই ২০১৮ ০৭:৪০
Share: Save:

শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়— কলেজে ভর্তির প্রক্রিয়ায় স্বচ্ছতা হুঁশিয়ারি দিয়েছেন সকলেই। এর পরেও রামপুর এবং মহিষাদলের কলেজে ভর্তি নিয়ে ফের উঠেছে দুর্নীতির অভিযোগ।

শনিবার ছাত্র ভর্তির কাউন্সেলিং ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় রামপুর বিবেকানন্দ মিশন কলেজে। অভিযোগ, প্রথম বর্ষের কাউন্সেলিংয়ে তৃণমূল ছাত্র পরিষদ আশ্রিত বেশ কিছু বহিরাগত কলেজের ভিতরে ঢোকার চেষ্টা করে। তাতেই অশান্তি ছড়ায়। কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে গেটে তালা লাগিয়েও দেওয়া হয়। এরপরেই কলেজের ছাত্র সংসদের প্রাক্তন সাধারণ সম্পাদক সৌমিত্র নায়েকের নেতৃত্বে একদল টিএমসিপি কর্মী রামপুরে রাজ্য সড়ক অবরোধ করেন।

ঘটনাস্থলে যায় সুতাহাটার পুলিশ। পরে স্থানীয় তৃণমূল নেতা তথা জেলা পরিষদের নব নির্বাচিত সদস্য সোমনাথ ভুঁইয়া-সহ একাধিক তৃণমূল নেতা অধ্যক্ষের সঙ্গে কথা বলেন। প্রায় আধঘণ্টা বাদে কলেজের গেট খুলে বিক্ষোভকারী টিএমসিপি কর্মীদের ভেতরে ঢুকিয়ে নেওয়া হয় বলে অভিযোগ। এতেই কলেজে ভর্তি প্রক্রিয়ায় স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন শাসকদলের একাংশই।

তাদের অভিযোগ, যারা এদিন কাউন্সেলিংয়ে এ ছাত্র সংসদের প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন, তাঁরা অধিকাংশই কলেজের পড়ুয়া নন। শুধু তাই নয়, কলেজের ছাত্র সংসদের বৈধতা নিয়েও প্রশ্ন তুলে দিয়েছেন শাসকদলের স্থানীয় নেতারা। একাংশের অভিযোগ, ২০১৭ সালের মে মাসে ছাত্র সংসদের মেয়াদ ফুরিয়ে গিয়েছে। কাউন্সেলিংয়ে টাকা আদায়েরও অভিযোগ করেছেন ব্লক তৃণমূলের একাংশ।

এ দিনের ঘটনা প্রসঙ্গে সোমনাথ ভুঁইয়া বলেন, ‘‘কলেজে তেমন সমস্যা হয়নি। প্রাক্তন ছাত্র হিসেবে সেখানে গিয়েছিলাম। পরে ঝামেলা মিটে গিয়েছে।’’ কলেজ অধ্যক্ষ মানবেন্দ্র সাহুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রতিক্রিয়া জানাতে রাজি হননি। যদিও কলেজ পরিচালন সমিতির সভাপতি তথা জেলা পরিষদের সভাধিপতি মধুরিমা মণ্ডল বলেন, ‘‘কলেজে কাউন্সেলিং নিয়ে সামান্য উত্তেজনা ছিল। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।’’

শুধু রামপুর কলেজ নয়, দুর্নীতির অভিযোগ মিলেছে মহিষাদলের রাজ কলেজেও। অভিযোগ, কাউন্সেলিং চলাকালীন পড়ুয়াদের মার্কশিট কেড়ে নেওয়া হয়। পরে ৫০০ টাকা করে তাঁদের কাছ থেকে নেওয়া হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্র বলেন, ‘‘শুক্রবার কাউন্সেলিংয়ে গিয়েছিলাম। ভর্তির আগে রসিদ ছাড়াই ৫০০ টাকা নিয়েছে টিএমসিপি কর্মীরা।’’ টিএমসিপি’র অবশ্য যুক্তি, কাউন্সেলিংয়ে নির্বাচিত হওয়ার পর অনেকে ছাত্র অন্য কলেজে চলে যান। এটা এড়াতে পড়ুয়াদের কাছে ওই টাকা নেওয়া হচ্ছে। মার্কশিটের কেড়ে নেওয়ার কথা তারা অস্বীকার করেছে। গোটা বিষয়ে মুখে কুলুপ এটেঁছেন কলেজ কর্তৃপক্ষ।

কলেজ পরিচালন কমিটির সভাপতি তিলক কুমার চক্রবর্তী বলেন, ‘‘কলেজে ভর্তি হলে ওই টাকা আর দিতে হবে না। এটা ছাত্রদের অন্য কলেজে চলে যাওয়া রুখতে এই কৌশল নেওয়া হয়েছে।’’ গোটা বিষয়ে জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি দীপক দাস বলেন, ‘‘কলেজে প্রাক্তন ছাত্র সংসদের কমিটি কাজ চালিয়ে যেতে পারবে। তবে গন্ডগোলের বিষয়টি খোঁজ নিচ্ছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Partha Chattergee College Admission Corruption
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE