Advertisement
০৫ মে ২০২৪

এ বার বেলপাহাড়ির জঙ্গলে উদ্ধার অস্ত্র

চাষের জমি থেকে বন্দুক ও কার্তুজ ভর্তি বস্তা উদ্ধারের ঘটনায় ধৃত মৃত্যুঞ্জয় মাঝিকে চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিলেন বিচারক। গত শনিবার সকালে চন্দ্রকোনা থানার কালিকাপুর সংলগ্ন জগন্নাথপুর গ্রামে চাষের জমি থেকে ওই অস্ত্র উদ্ধার হয়। রবিবার ফের বেলপাহাড়ির জঙ্গল থেকে উদ্ধার হল অস্ত্র।

নিজস্ব সংবাদদাতা
ঘাটাল ও ঝাড়গ্রাম শেষ আপডেট: ১৪ মার্চ ২০১৬ ০০:১৯
Share: Save:

চাষের জমি থেকে বন্দুক ও কার্তুজ ভর্তি বস্তা উদ্ধারের ঘটনায় ধৃত মৃত্যুঞ্জয় মাঝিকে চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিলেন বিচারক। গত শনিবার সকালে চন্দ্রকোনা থানার কালিকাপুর সংলগ্ন জগন্নাথপুর গ্রামে চাষের জমি থেকে ওই অস্ত্র উদ্ধার হয়। রবিবার ফের বেলপাহাড়ির জঙ্গল থেকে উদ্ধার হল অস্ত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, এ দিন বেলপাহাড়ির সিঁদুরিয়ার জঙ্গল থেকে একটি ওয়ান শর্টার বন্দুক ও দু’টি ডিটোনেটার উদ্ধার হয়। পুলিশ সূত্রের খবর, এ দিন ভোরে গাছের ডাল-পাতা কুড়োতে গিয়ে স্থানীয় কয়েকজন জঙ্গলের মাটিতে আধপোঁতা থাকা প্ল্যাস্টিক ব্যাগের কিছুটা অংশ দেখতে পান। সন্দেহজনক ব্যাগটি দেখে খবর দেওয়া হয় বেলপাহাড়ি থানায়।

পুলিশ এসে মাটি খুঁড়ে ব্যাগে থাকা বন্দুক ও তার যুক্ত দু’টি ডিটোনেটার উদ্ধার করে। পুলিশের অনুমান, মাওবাদী অশান্তিপর্বের সময় জঙ্গলমহলে বন্দুক ও ডিটোনেটারগুলি লুকিয়ে রাখা হয়েছিল।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে চন্দ্রকোনায় নিজের জমিতে চাষের কাজ করছিলেন মৃত্যুঞ্জয়। সেই সময় ওই জমির এক কোণে চটের বস্তা ভর্তি তিনটি দেশি পিস্তল, তিনটি এক নলা বন্ধুক ও ১৩টি কার্তুজ উদ্ধার হয়। ঘটনায় সিপিএম কর্মী মৃত্যুঞ্জয়-সহ দলের নেতাদের গ্রেফতার করার দাবিতে বিক্ষোভও দেখান স্থানীয় তৃণমূল কর্মী-সমর্থকরা। অভিযোগ পেয়ে পুলিশ মৃত্যুঞ্জয়কে গ্রেফতার করে। ধৃতকে রবিবার ঘাটাল আদালতে তোলা হলে বিচারক চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

ঘটনার প্রতিবাদে রবিবার চন্দ্রকোনা থানায় স্মারকলিপিও দেয় সিপিএম। উপস্থিত ছিলেন চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী শান্তি বধূক, প্রাক্তন বিধায়ক গুরুপদ দত্ত-সহ নেতৃত্ব। শান্তিদেবীর কটাক্ষ, “দলের কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। তৃণমূল ভোটের আগে ভয় পেয়ে দলের অন্য নেতাদের গ্রেফতার করার জন্যও পুলিশের উপর চাপ তৈরি করছে। তাই তাঁকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। আমরা পুলিশকে নিরপেক্ষ ভাবে কাজ করার আর্জি জানিয়েছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

arms recovered belpahari forest belpahari
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE