Advertisement
০৩ মে ২০২৪

পঞ্চায়েতে ত্রিস্তরে বাতিল দেড়শোরও বেশি মনোনয়ন

পশ্চিম মেদিনীপুর জেলার পঞ্চায়েতের ত্রিস্তরে মোট যে ১৫৯টি মনোনয়ন বাতিল হয়েছে, তার মধ্যে জেলা পরিষদের ৮টি, পঞ্চায়েত সমিতির ৩৮টি ও গ্রাম পঞ্চায়েতের ১১৩টি মনোনয়ন রয়েছে।

নিজস্ব সংবাদদাতা
মেদিনীপুর শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০১৮ ০৭:৫৪
Share: Save:

যাচাইয়ের সময় বাতিল হল ১৫৯টি মনোনয়ন!

পশ্চিম মেদিনীপুর জেলার পঞ্চায়েতের ত্রিস্তরে মোট যে ১৫৯টি মনোনয়ন বাতিল হয়েছে, তার মধ্যে জেলা পরিষদের ৮টি, পঞ্চায়েত সমিতির ৩৮টি ও গ্রাম পঞ্চায়েতের ১১৩টি মনোনয়ন রয়েছে।

প্রশাসনের এক আধিকারিক মানছেন, “পরীক্ষার পরে বেশ কিছু মনোনয়নপত্র বাতিল হয়েছে।” তাঁর কথায়, “ওই সব মনোনয়নে অনেক ভুলভ্রান্তি ছিল। ঠিকঠাক ভাবে
করা হয়নি।”

আদালতের নির্দেশে মনোনয়ন পেশের মেয়াদ এক দিন বাড়িয়েছিল রাজ্য নির্বাচন কমিশন। সেই মতো গত সোমবার মনোনয়ন হয়। মনোনয়ন জমার শেষ দিনের পরে দেখা গিয়েছিল, পশ্চিম মেদিনীপুরে পঞ্চায়েতের ত্রিস্তরের ৩,৭০২টি আসনে মোট ১০,০২৯টি মনোনয়ন জমা পড়েছে। মনোনয়ন পরীক্ষার পরে দেখা যাচ্ছে, বৈধ মনোনয়ন রয়েছে ৯,৮৭০টি। জেলা তৃণমূলের সভাপতি অজিত মাইতি বলেন, “কিছু মনোনয়ন বাতিল হয়েছে। বিষয়টি দেখছি। তবে এর ফলে তেমন সমস্যা হবে না।”

শাসক-বিরোধী সব দলের কিছু মনোনয়নই বাতিল হয়েছে। যেমন জেলা পরিষদে যে ক’টি মনোনয়ন বাতিল হয়েছে, তার মধ্যে তৃণমূলের একটি, বিজেপির একটি রয়েছে। পঞ্চায়েত সমিতিতে যে ক’টি মনোনয়ন বাতিল হয়েছে, তার মধ্যে তৃণমূলের ৯টি, বিজেপির ১৭টি রয়েছে। আর গ্রাম পঞ্চায়েতে যে ক’টি মনোনয়ন বাতিল হয়েছে, তার মধ্যে তৃণমূলের ৩৯টি, বিজেপির ৪৪টি মনোনয়ন রয়েছে।

বিজেপির জেলা সভাপতি শমিত দাশ বলছেন, “কিছু ক্ষেত্রে হয়তো ভুল হয়ে গিয়েছিল। বিষয়টি দেখছি।”

জেলা তৃণমূলের এক নেতার স্বীকারোক্তি, “হঠাৎ নির্বাচন ঘোষণা হওয়ায় সমস্ত দলই সমস্যায় পড়েছে। আমরাও! সমস্যা বেশি হয়েছে সংরক্ষিত আসন নিয়েই।” তাঁর কথায়, “তাড়াহুড়ো করে ফর্মফিলাপ করতে গিয়েই হয়তো কিছু ক্ষেত্রে ভুল হয়ে গিয়েছে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE