Advertisement
০২ মে ২০২৪

লরি আটকে রাতভর যানজট

বালিবোঝাই লরি আটকে ব্যাপক যানজট হল ঘাটাল-চন্দ্রকোনা সড়কে। ঘাটাল থানার শিমুলিয়ায় ক্ষীরপাইগামী বালি বোঝাই ওই লরিটি আটকে পড়েছিল। তার জেরে শনিবার গভীর রাত থেকে রবিবার সকাল ন’টা পযর্ন্ত ওই সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। আটকে পড়ে বহু দূরপাল্লা বাস। ফলে সমস্যা পড়েন নিত্যযাত্রীরাও।

নিজস্ব সংবাদদাতা
ঘাটাল     শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০১৬ ০০:০০
Share: Save:

বালিবোঝাই লরি আটকে ব্যাপক যানজট হল ঘাটাল-চন্দ্রকোনা সড়কে। ঘাটাল থানার শিমুলিয়ায় ক্ষীরপাইগামী বালি বোঝাই ওই লরিটি আটকে পড়েছিল। তার জেরে শনিবার গভীর রাত থেকে রবিবার সকাল ন’টা পযর্ন্ত ওই সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। আটকে পড়ে বহু দূরপাল্লা বাস। ফলে সমস্যা পড়েন নিত্যযাত্রীরাও।

ঘাটাল-চন্দ্রকোনা সড়ক সম্প্রসারণের কাজ চলছে। ফলে এখন পুরনো কালভার্টগুলি ভেঙে নতুন কালভার্ট তৈরি হচ্ছে। ফলে, ২৫ কিলোমিটার ওই রাস্তায় অস্থায়ী ভাবে ২৭টি অস্থায়ী বাইপাস রাস্তা করা হয়েছে। সেখান দিয়েই চলছে যানবাহন। তবে নিয়ম ভেঙে অতিরিক্ত পণ্যবাহী গাড়িও চলছে বলে অভিযোগ। আর তাতেই বাধছে বিপত্তি।

শনিবার রাতে আটকে পড়া লরিটি সরাতে ক্রেন আনা হয়েছিল। তবে সার দিয়ে লরি-বাস দাঁড়িয়ে পড়ায় ক্রেন অকুস্থলে আনা যায়নি। রবিবার সকালে রাস্তার একপাশে সব গাড়িকে সরানো হয়। তারপর ক্রেন গিয়ে লরিটি তুলে। সকাল ন’টা নাগাদ ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

পূর্ত দফতরের সহকারী বাস্তুকার অমিত চৌধুরী বলেন, “এখন ওই সড়কে একযোগে ২৭টি কালভার্ট তৈরির কাজ চলছে। শিমুলিয়ায় নির্মীয়মাণ কালভার্ট সংলগ্ন অস্থায়ী বাইপাস রাস্তাতেই লরিটি আড়াআড়ি ভাবে আটকে পড়েছিল।’’ ঘাটাল বাস ব্যবসায়ী সংগঠনের পক্ষে মোহন বাগ এবং প্রভাত পান জানিয়েছেন, রাতভর যানজট থাকায় কলকাতা, হাওড়া, হলদিয়াগামী দূরপাল্লার বাসের যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Lorry passenger driver
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE