Advertisement
০২ মে ২০২৪
Coronavirus

আর না ফেরে, তৃতীয় দফার স্বাস্থ্য সমীক্ষা

পুরসভার দাবি, প্রথম দু’বারের স্বাস্থ্য সমীক্ষায় একজনেরও  করোনার  প্রাথমিক  উপসর্গ ধরা পড়েনি।

সমীক্ষায় স্বাস্থ্যকর্মীরা। বুধবার। —নিজস্ব চিত্র

সমীক্ষায় স্বাস্থ্যকর্মীরা। বুধবার। —নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
এগরা শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২০ ০১:২৭
Share: Save:

স্পর্শকাতর এগরায় একশো শতাংশ করোনা মুক্তি সুনিশ্চিত করতে তৃতীয় দফায় স্বাস্থ্য সমীক্ষা শুরু করলেন পুরসভার স্বাস্থ্যকর্মীরা।

এর আগে শহরে করোনা আক্রান্ত ধরা পড়ায় দুই দফায় বাড়ি বাড়ি সমীক্ষার কাজ করেছিল স্বাস্থ্য দফতর। জেলায় প্রথম করোনা সংক্রমণ ঘটে এই শহরে। এক চিকিৎসকের ছেলের বৌভাতের অনুষ্ঠান যোগে এক বৃদ্ধ সহ চারজনের করোনা সংক্রমণ ধরা পড়ে। আমন্ত্রিত অতিথিদের তালিকা ধরে রাতারাতি গোটা শহরকে হোম আইসোলেশনে পাঠানো হয়। সন্দেহজনক ব্যক্তিদের দ্রুত স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে এগরায় করোনা সংক্রমণ আপাতত রুখে দেওয়া সম্ভব হয়েছে। এ বার শহর থেকে করোনা মুক্তি নিশ্চিত করতে তৃতীয় দফায় বাড়ি বাড়ি স্বাস্থ্য সমীক্ষা শুরু হয়েছে। প্রত্যেক বাড়িতে গিয়ে মানুষের রোগের উপসর্গ দেখে তালিকা তৈরি করছেন স্বাস্থ্যকর্মীরা। সন্দেহাজনকদের জন্য এগরা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে বিশেষ স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা হয়েছে।

পুরসভার দাবি, প্রথম দু’বারের স্বাস্থ্য সমীক্ষায় একজনেরও করোনার প্রাথমিক উপসর্গ ধরা পড়েনি। সম্প্রতি উপসর্গহীন রোগীদের করোনা সংক্রমণের ঘটনায় চাপ বেড়েছে স্বাস্থ্য দফতরের। এগরা পুরসভা এবং জেলা স্বাস্থ্য দফতর করোনা সংক্রমণ আটকাতে একশো শতাংশ সুনিশ্চিত হতে চাইছে এলাকায়। আর তাই বুধবার থেকে ফের প্রতিটি ওয়ার্ডে বাড়ি বাড়ি তৃতীয় দফায় স্বাস্থ্য সমীক্ষার কাজ শুরু করা হয়েছে। জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্ট জনিত উপসর্গ থাকলে তাদের আলাদা তালিকা তৈরি করা হচ্ছে। বাকি রোগের ক্ষেত্রে আলাদা তালিকা করা হচ্ছে। পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবক মিলিয়ে ৬৮ জন কর্মী চারটি দলে ভাগ হয়ে সমীক্ষা চালাচ্ছেন। আগামী মঙ্গলবার পর্যন্ত এই সমীক্ষা চলবে বলে পুরসভা সূত্রে খবর। স্বাস্থ্য সমীক্ষায় জ্বর ও শ্বাসকষ্টজনিত সন্দেহভাজন রোগীদের এগরা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে বিশেষ শারীরিক পরীক্ষা ব্যবস্থা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, প্রয়োজনে ওই রোগীদের লালারসের নমুনা পরীক্ষা করা হতে পারে।

গত ৩১ মার্চের পর এগরায় নতুন করে করোনা সংক্রমণের ঘটনা ঘটেনি। আগের চেয়ে পরিস্থিতি কিছুটা স্থিতিশীল। এগরা পুরসভার স্যানিটারি ইনস্পেক্টর বনবিহারী পাত্র বলেন, ‘‘স্বাস্থ্য দফতরের নির্দেশে তৃতীয় দফায় মানুষের স্বাস্থ্য সমীক্ষা চলছে। বিভিন্ন রোগের উপসর্গ-সহ সন্দেহভাজনদের তালিকা তৈরি করে স্বাস্থ্য দফতরে পাঠানো হবে। সংক্রমণ ঠেকাতে ১০০ শতাংশ সুনিশ্চিত হতেই এই পদক্ষেপ করা হয়েছে।’’

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Coronavirus
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE