সভাস্থলে শামিয়ানা তৈরি না করার কথা আগেই জানিয়েছেন দলের শীর্যনেতৃত্ব। ছাউনি থাকবে না মঞ্চের উপরও। টানা বৃষ্টিতে মাটি আরও নরম হয়ে যাওয়ায় এ বার তৃণমূলের সভামঞ্চ তৈরিতে ব্যবহৃত হচ্ছে না কোনও রকম লোহালক্কর, নাট- বোল্ট। এমনকি, লোহার খুঁটি কিংবা রডও।
কাল, শনিবার মেদিনীপুরে তৃণমূলের সভা। শুক্রবার দিনভর মেদিনীপুরে বৃষ্টি হয়েছে। বৃষ্টির জেরে মঞ্চ তৈরির কাজ কিছুটা ব্যাহত হয়েছে। ২১ জুলাইয়ের মঞ্চ থেকেই মেদিনীপুরে বিজেপির পাল্টা সভার ঘোষণা করেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা জানিয়ে দিয়েছিলেন, মেদিনীপুরে যে মাঠে বিজেপি সভা করেছে, সেই মাঠেই দলের সভা হবে। সেই মতো কলেজ- কলেজিয়েট স্কুল মাঠে সভার আয়োজন করা হচ্ছে। তৃণমূল আগেই ঠিক করেছে, সভাস্থলে কোনও ছাউনি হবে না। এমনকি, মঞ্চেও ছাউনি হচ্ছে না।
বৃষ্টি হলে সভায় আসা লোকজন যেমন ভিজবেন, তেমনই মঞ্চে থাকা নেতারাও ভিজবেন। তৃণমূলের জেলা চেয়ারম্যান দীনেন রায় বলেন, “২১ জুলাইয়ের সভাও তো খোলামঞ্চে হয়েছে। মেদিনীপুরের সভাও খোলামঞ্চে হবে। কোনও সমস্যা হবে না। বৃষ্টি হলে সবাই ভিজব।” মেদিনীপুরেই এই মাঠে তৃণমূলের সভা হলে সাধারণত ছাউনি করা হয়। গত বছর ৯ অগস্ট এই মাঠে সভা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তখনও ছাউনি হয়েছিল।