সশস্ত্র ডাকাত দলের হানায় টাকা লুটের গল্প ফেঁদেছিলেন। কিন্তু শেষ রক্ষা হল না। বহুজাতিক অনলাইন সংস্থার গুদাম থেকে ৪৬ লক্ষ টাকা লুটের ঘটনায় গ্রেফতার হলেন ওই সংস্থারই দুই আধিকারিক এবং এক প্রাক্তন কর্মী। উদ্ধার হয়েছে লুট হওয়া টাকা।
সোমবার দুপুরে পাঁশকুড়ার উত্তর মেচগ্রামের কাছে বাঁশতলায় একটি অনলাইন সংস্থার গুদামে ডাকাতির ঘটনা ঘটে। অভিযোগ, দুষ্কৃতীরা ৪৬ লক্ষ টাকা নিয়ে চম্পট দেয়। গুদামের দায়িত্বে থাকা সেন্টারের ম্যানেজার বিশ্বজিৎ মুর্মু প্রথমে দাবি করেছিলেন, দুপুর ২টা নাগাদ চারজন সশস্ত্র দুষ্কৃতী মোটরসাইকেলে চেপে এসেছিল। তারা তাঁর কপালে বন্দুক ঠেকিয়ে গুদামের লকারে থাকা ৪৬ লক্ষ টাকা লুট করে এবং পালানোর সময় সিসিটিভি ক্যামেরার ফুটেজও নষ্ট করে দেয়।
ঘটনার তদন্তে নেমে মঙ্গলবার পাঁশকুড়া থানার পুলিশ এবং জেলা পুলিশের সাইবার ক্রাইম বিভাগ বিশ্বজিৎকে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, প্রাথমিক জেরায় বিশ্বজিতের কথায় অসঙ্গতি দেখা যায়। এক সময় তিনি ভেঙে পড়েন। বিশ্বজিৎই পুলিশকে জানায়, ওই লুটের ঘটনায় তিনি নিজে এবং সংস্থার এরিয়া ম্যানেজার উজ্জ্বল দত্ত ও প্রাক্তন কর্মী শ্রীদীপ সরকার জড়িত রয়েছেন। বিশ্বজিৎকে জিজ্ঞাসাবাদের পরে পাঁশকুড়ার রাতুলিয়া এলাকায় লুকিয়ে থাকা উজ্জ্বল ও শ্রীদীপকে গ্রেফতার করা হয়। একটি গাড়ি উদ্ধার হয়। ওই গাড়িতেই ছিল লুটের ৪৬ লক্ষ টাকা।