Advertisement
০৪ মে ২০২৪
ইচ্ছে থাকলে উপায় হয়, দেখাল সুপার স্পেশ্যালিটি

হাতের কাটা আঙুল জুড়ে নজির ঝাড়গ্রামে

চিকিৎসক খোঁজ করায় আইসক্রিমের প্যাকেটে করে তড়িঘড়ি কাটা আঙুলের অংশ নিয়ে যান কালুবাবুর বাড়ির লোকেরা। হাতের কাছে পাওয়া সরঞ্জাম দিয়েই অস্ত্রোপচার করে সেই আঙুল প্রতিস্থাপন করলেন হাসপাতালের শল্য চিকিৎসক।

ঝাড়গ্রাম সুপার স্পেশ্যালিটি হাসপাতালে কালু মাহাতো। নিজস্ব চিত্র

ঝাড়গ্রাম সুপার স্পেশ্যালিটি হাসপাতালে কালু মাহাতো। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
ঝাড়গ্রাম শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০১৭ ০২:২২
Share: Save:

গোয়ালে বাছুর রাখতে গিয়ে নাইলন দড়ির ফাঁসে কেটে গিয়েছিল হাতের আঙুল। শনিবার রাতে ঝাড়গ্রামের পায়রাচালি গ্রামের বাসিন্দা সংজ্ঞাহীন কালু মাহাতোকে ঝাড়গ্রাম সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যান পরিজনেরা। যদিও কাটা আঙুল রয়ে গিয়েছিল গোয়ালেই। চিকিৎসক খোঁজ করায় আইসক্রিমের প্যাকেটে করে তড়িঘড়ি কাটা আঙুলের অংশ নিয়ে যান কালুবাবুর বাড়ির লোকেরা। হাতের কাছে পাওয়া সরঞ্জাম দিয়েই অস্ত্রোপচার করে সেই আঙুল প্রতিস্থাপন করলেন হাসপাতালের শল্য চিকিৎসক।

দিন কয়েক আগে ঝাড়গ্রাম সুপার স্পেশ্যালিটিতেই এক বৃদ্ধের মৃত্যুর জেরে মার খেতে হয়েছিল কর্তব্যরত চিকিৎসককে। পাশের জেলা পশ্চিম মেদিনীপুরের ডেবরায় ব্লক স্বাস্থ্য আধিকারিককে বিষ্ঠা মাখিয়ে নিগ্রহের ঘটনাতেও আলোড়ন পড়েছিল। সেক্ষেত্রে আবার ওই নিগৃহীত চিকিৎসককেই শো-কজ করেছে স্বাস্থ্য দফতর। ক’দিন আগে কলকাতার একটি বিখ্যাত দুর্গাপুজো কমিটি চিকিৎসকের বিতর্কিত মডেল বানানোয় শোরগোল পড়েছিল। একদিকে যেখানে বিভিন্ন ঘটনায় চিকিৎসকদের দিকে আঙুল উঠছে, রোগীর পরিজনেদের হাতে তাঁদের নিগৃহীত হতে হচ্ছে, সেখানেই একাংশ চিকিৎসক সীমিত পরিকাঠামোর মধ্যেও নিরলসভাবে মানুষকে পরিষেবা দেওয়ার কাজটা করে যাচ্ছেন। অনেক ক্ষেত্রে কাটা আঙুল জোড়ার মতো অসাধ্য সাধনও হচ্ছে।

দিন কয়েক আগেই কুড়ুলের কোপে কেটে যাওয়া শ্বাসনালী জোড়া লাগিয়েছিলেন দুই চিকিৎসক। এ বার প্রয়োজনীয় সরঞ্জাম ছাড়াই বছর পঞ্চান্নর কালুবাবুর কাটা বুড়ো আঙুল জোড়া লাগালেন ঝাড়গ্রাম সুপার স্পেশ্যালিটি হাসপাতালের শল্যচিকিত্সক গৈরিক মাজি।

শনিবার ঝাড়গ্রামের চন্দ্রি গ্রাম পঞ্চায়েতের পায়রাচালি পেশায় চাষি কালুবাবু গোয়ালে গরু ঢোকাচ্ছিলেন। একটি এঁড়ে বাছুরের দড়ি ধরে গোয়ালে ঢোকানোর সময়ই বিপত্তি ঘটে।

বাছুরটি আচমকা এক ঝটকায় লাফ দিয়ে গোয়াল ঘরে ঢুকে পড়ায় হাতে ধরে থাকা নাইলনের দড়ির ফাঁসে কেটে যায় কালুবাবুর বুড়ো আঙুল। কাটা আঙুল দেখে সংজ্ঞা হারান তিনি। একটি পিক-আপ ভ্যানে করে কালুবাবুকে হাসপাতালে নিয়ে যান পরিজনেরা।

চিকিৎসক গৈরিকবাবু তাঁকে দেখেই বিচ্ছিন্ন হওয়া বুড়ো আঙুলটির খোঁজ করেন। বাড়িতে ফোন করে আঙুল খুঁজতে বলেন চিকিত্সক। গোয়াল ঘরে দড়ির সঙ্গে আটকে থাকা কাটা আঙুলটির হদিস মেলে। কালুবাবুর ছোট ছেলে রঞ্জন মাহাতো বলেন, ‘ডাক্তারবাবু ফোনে জানান, যত দ্রুত সম্ভব কাটা আঙুলটিকে কম তাপমাত্রায় স্যালাইনে ভিজিয়ে নিয়ে আসতে হবে। কিন্তু গ্রামে কোথায় স্যালাইন পাব। কয়েকটা আইসক্রিম কিনে কাটা আঙুল সমেত পলিব্যাগে ভরে হাসপাতালে নিয়ে যাই। কাটা আঙুল পেয়ে রাত ৮ টা নাগাদ অস্ত্রোপচার শুরু করে দেন গৈরিকবাবু। অপারেশন থিয়েটরে তাঁকে সাহায্য করেন অ্যানাস্থেটিস্ট চিকিত্সক প্রসূন ঘোষ ও নার্স মৌসুমি আচার্য।’

কিন্তু অস্ত্রোপচার করতে গিয়ে প্রথমেই সমস্যা হয়, হাসপাতালে ভাসকুলার সার্জেন নেই। সূক্ষ্ম রক্ত নালী জোড়া লাগানোর জন্য মাইক্রোস্কোপও নেই। কিন্তু গৈরিকবাবু খালি চোখে দীর্ঘ সময় নিয়ে কাটা আঙুলটি প্রতিস্থাপন করেন। এ ধরনের অস্ত্রোপচারে কাটা আঙুল জোড়া লাগানোর জন্য বিশেষ ধরনের ‘কে ওয়ার’ তার দরকার হয়। কিন্তু হাসপাতালে সেই তারও ছিল না। গৈরিকবাবু তারের বদলে রক্ত দেওয়ার নিডল দিয়েই কাজটি সারেন। সেলাই ব্যান্ডেজ করার পরে কালুবাবুকে মেল সার্জিক্যাল ওয়ার্ডে রাখা হয়েছে।

গৈরিকবাবু বলছিলেন, ‘‘রোগীকে রেফার করে দিলে কাটা আঙুলটা নষ্ট হয়ে যেত। তাই ঝুঁকি নিয়েই অস্ত্রোপচার করেছি। প্রতিস্থাপিত অংশে ৮০ শতাংশ অক্সিজেন সরবরাহ হচ্ছে। আশা করছি, এক মাসের মধ্যে আঙুলটি জুড়ে যাবে।” হাসপাতালের সুপার মলয় আদক বলেন, “ইচ্ছে থাকলে যে উপায় হয়, সেটা গৈরিকবাবু প্রমাণ করে দিয়েছেন। ওনার এই ভূমিকা দেখে অন্যরাও অনুপ্রাণিত হবেন।”

আর রবিবার হাসপাতালের শয্যায় শুয়ে কালুবাবু বলেন, চঞ্চল বাছুরটা লাফ দিতেই দড়ির হ্যাঁচকা টানে আঙুলটা ছিঁড়ে গেল। রক্তপাত হতেই জ্ঞান হারাই। ডাক্তার বাবু যা করেছেন তার কোনও তুলনা হয় না।” কালুবাবুর স্ত্রী শোভারানিদেবীও বলেন, “আমরা গরিব চাষি। সরকারি হাসপাতালই ভরসা। কাটা আঙুল যে জোড়া লেগে যাবে ভাবতে পারিনি।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Finger Reattachment Jhargram Super Speciality Hospital
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE