Advertisement
০৫ মে ২০২৪

খড়্গপুরের রাস্তা সংস্কারে আড়াই কোটি

রেলশহর খড়্গপুরের রাস্তা সংস্কার, পুকুরের গার্ডওয়াল ও নিকাশি ব্যবস্থার সংস্কারে আড়াই কোটি টাকা বরাদ্দ করল মেদিনীপুর-খড়্গপুর উন্নয়ন পর্ষদ (এমকেডিএ)। গত সোমবার এমকেডিএ-র বোর্ড মিটিংয়ে এই টাকা বরাদ্দ হয়। বরাদ্দ ওই অর্থে খড়্গপুর শহরের ১২টি রাস্তা, পুকুরের গার্ডওয়াল ও নর্দমা সংস্কার করা হবে বলে পুরসভা সূত্রে জানা গিয়েছে।

নিজস্ব সংবাদদাতা
খড়্গপুর শেষ আপডেট: ১০ অক্টোবর ২০১৫ ০০:২৩
Share: Save:

রেলশহর খড়্গপুরের রাস্তা সংস্কার, পুকুরের গার্ডওয়াল ও নিকাশি ব্যবস্থার সংস্কারে আড়াই কোটি টাকা বরাদ্দ করল মেদিনীপুর-খড়্গপুর উন্নয়ন পর্ষদ (এমকেডিএ)। গত সোমবার এমকেডিএ-র বোর্ড মিটিংয়ে এই টাকা বরাদ্দ হয়। বরাদ্দ ওই অর্থে খড়্গপুর শহরের ১২টি রাস্তা, পুকুরের গার্ডওয়াল ও নর্দমা সংস্কার করা হবে বলে পুরসভা সূত্রে জানা গিয়েছে। রেলশহরের প্রবেশদ্বার চৌরঙ্গীর সৌন্দর্যায়নে আরও প্রায় ১ লক্ষ ৩০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। বরাদ্দ অর্থে চৌরঙ্গী এলাকায় সৌরশক্তি চালিত বাতিস্তম্ভ বসানোর কাজও হবে।

দীর্ঘদিন ধরেই শহরের মালঞ্চ সেনচক থেকে সাহাচক, হিতকারিনী স্কুল থেকে গোপীচক, প্রেমবাজার স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার রাস্তা-সহ প্রায় ১২টি রাস্তা বেহাল। এমকেডিএ-র বৈঠকে রাস্তা সংস্কার বাবদ ২ কোটি ৪৬ লক্ষ টাকা বরাদ্দ করা হয়। এর আগেও শহরের আরও দু’টি রাস্তার জন্য অর্থ বরাদ্দ করেছিল এমকেডিএ। মেদিনীপুর-খড়্গপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান মৃগেন মাইতি বলেন, “খড়্গপুরের বেশ কয়েকটি রাস্তা সংস্কারের প্রস্তাব এসেছিল। আগেই দু’টি রাস্তার জন্য অর্থ বরাদ্দ করেছিলাম। নগরোন্নন দফতরের থেকে আসা আরও প্রায় আড়াই কোটি টাকা বরাদ্দ করা হল। চৌরঙ্গীর সৌন্দর্যায়নেও টাকা বরাদ্দ হয়েছে।”

শহরের রেল এলাকার অধিকাংশ রাস্তা অবশ্য বেহাল। খড়্গপুরের পুরপ্রধান প্রদীপ সরকার বলেন, “পুজোর আগে পথবাতির কাজ হবে। পুজোর পরে উন্নয়ন পর্ষদের বরাদ্দ করা অর্থে রাস্তা সংস্কারের কাজ হবে।’’ পাশাপাশি তাঁর অভিযোগ, ‘‘রেল কর্তৃপক্ষ রেল এলাকায় উন্নয়নের কাজে বাধা দিচ্ছেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

fund road medinipur
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE