Advertisement
২৭ এপ্রিল ২০২৪
coronavirus

নজরদারি চালাতে সৈকতের বুকে নজর মিনার

বর্তমানে দিঘা কার্যত পর্যটক শূন্য হলেও ওয়াচ টাওয়ারটি বানিয়ে রাখতে চাইছে ডিএসডিএ।

দিঘায় তৈরি হচ্ছে নতুন ওয়াচ টাওয়ার।

দিঘায় তৈরি হচ্ছে নতুন ওয়াচ টাওয়ার। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
দিঘা শেষ আপডেট: ১৬ মে ২০২১ ০৬:২২
Share: Save:

বছরখানেক আগে আমপান ঘূর্ণিঝড়ে ভেঙে গিয়েছিল দিঘার সৈকতে থাকা পুলিশের কিয়স্ক। তাতে পর্যটকদের সমুদ্র স্নান এবং অন্য গতিবিধির উপর নজরদারি চালাতে অসুবিধা হচ্ছিল পুলিশের। সেই অসুবিধা দূর করতে এবার দিঘার সৈকতে তৈরি হচ্ছে নজর মিনার বা ওয়াচ টাওয়ার।

সম্প্রতি সৈকতে গিয়ে দেখা গিয়েছে, ওল্ড দিঘায় ব্লু ভিউ স্নানঘাটের গা ঘেঁষে বানানো হচ্ছে ওয়াচ টাওয়ারটি। পাশেই রয়েছে পুলিশের ভাঙাচোরা কিয়স্ক। টাওয়ারটি বানাচ্ছে দিঘা- শঙ্করপুর উন্নয়ন পর্ষদ (ডিএসডিএ)। নির্মাণ কাজ শেষ হলে ওই ওয়াচ টাওয়ার জেলা পুলিশের হাতে হস্তান্তর করা হবে বলে জানা গিয়েছে। কাঁথির এসডিপিও সৌম্যদীপ ভট্টাচার্য বলেন, ‘‘আপাতত যেকটি ওয়াচ টাওয়ার রয়েছে, সেখান থেকেই নজরদারি চলে। তবে পর্ষদ আমাদের হাতে ওই ওয়াচ টাওয়ার হস্তান্তর করলে সেখান থেকে আমরা পর্যটকদের গতিবিধি আরও বেশি করে নজরদারি চালাতে পারব।’’

স্থানীয় সূত্রের খবর, বছর কয়েক আগেই ওল্ড দিঘা সৈকতাবাসের সামনে এবং নিউ দিঘার একাধিক জায়গায় ওয়াচ টাওয়ার বানিয়েছিল ডিএসডিএ। এর মধ্যে ব্লু-ভিউ স্নানঘাটের কাছে থাকা কিয়স্কটি ছোট হওয়ায় পর্যটকদের গতিবিধির উপর নজরদারি চালাতে সমস্যা হচ্ছিল বলে দাবি পুলিশের একাংশের। গত বছর ২০ মে আমপানে কিয়স্ক ভেঙে গিয়েছিল। এত দিন কোনও রকমে মেরামত করে চলছিল নজরদারির কাজ।

উল্লেখ্য, ‌গত বছর আনলকের পর্বের সময় থেকে সৈকত শহরে প্রচুর পর্যটকের সমাগম ঘটেছে। সমুদ্রে স্নান করতে নেমে ডুবে মৃত্যুও ঘটেছে। বর্তমানে দিঘা কার্যত পর্যটক শূন্য হলেও ওয়াচ টাওয়ারটি বানিয়ে রাখতে চাইছে ডিএসডিএ। পর্ষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক মানসকুমার মণ্ডল বলেন, ‘‘ওই অংশের সৈকত জুড়ে নজরদারি আরও বাড়ানো দরকার ছিল। তাছাড়া পুলিশের অস্থায়ী কিয়স্ক ভেঙে তছনছ হয়ে গিয়েছিল। তাই নতুন একটি ওয়াচ টাওয়ার বানানো হচ্ছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

digha COVID-19 coronavirus
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE