Advertisement
০৫ মে ২০২৪

অবস্থানে বাধা, প্রতিবাদে মিছিলের ডাক

তৃণমূলের সন্ত্রাসের অভিযোগে আজ, বৃহস্পতিবার সবং থানার সামনে অবস্থান কর্মসূচির ডাক দিয়েছিল বাম-কংগ্রেস জোট। যদিও অবস্থান কর্মসূচির অনুমতি মেলেনি। এমনকী অবস্থান মঞ্চ তৈরির কাজেও পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ। এই ঘটনার প্রতিবাদে সবংয়ে মিছিলের ডাক দিল জোট।

নিজস্ব সংবাদদাতা
খড়্গপুর শেষ আপডেট: ১৬ জুন ২০১৬ ০৭:০৮
Share: Save:

তৃণমূলের সন্ত্রাসের অভিযোগে আজ, বৃহস্পতিবার সবং থানার সামনে অবস্থান কর্মসূচির ডাক দিয়েছিল বাম-কংগ্রেস জোট। যদিও অবস্থান কর্মসূচির অনুমতি মেলেনি। এমনকী অবস্থান মঞ্চ তৈরির কাজেও পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ। এই ঘটনার প্রতিবাদে সবংয়ে মিছিলের ডাক দিল জোট।

আজ, বৃহস্পতিবার সবং ব্লক কংগ্রেস কার্যালয় থেকে এই মিছিল শুরু হবে। সবং বাজার ঘুরে থানা ও ব্লক অফিস হয়ে বামেদের কার্যালয়ের সামনে গিয়ে মিছিল শেষ হবে। কংগ্রেস ও বামেদের দাবি, নির্বাচনের পর থেকে সবংয়ের বিষ্ণুপুর, মোহাড়, বুড়াল, ভেমুয়া-সহ ব্লকের বিস্তীর্ণ এলাকায় সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল। এলাকায় বাম ও কংগ্রেস কর্মীদের ওপর হামলা চলছে। অভিযোগ, নিষেধ সত্ত্বেও সাধারণ মানুষ কেন ভোট দিতে গিয়েছিল, তা নিয়ে প্রশ্ন তুলে অত্যাচার চালাচ্ছে তৃণমূলের লোকেরা। এমনকী মোহাড়, ভেমুয়া, বিষ্ণুপুর এলাকায় তৃণমূলের সন্ত্রাসে দোকান ও চাষাবাদ বন্ধ হয়ে গিয়েছে বলেও অভিযোগ। বাম ও কংগ্রেসের দাবি, এ বিষয়ে অভিযোগ জানানো হলেও পুলিশ কোনও পদক্ষেপ করেনি। অভিযোগ, ওই এলাকায় অনেকে এখনও ঘরছাড়া। খোলা যায়নি দোকানপাট। তাই পুলিশের ওপর চাপ বাড়াতেই অবস্থান কর্মসূচির পালনের ডাক দিয়েছিল জোট।

দলীয় সূত্রে খবর, অবস্থান কর্মসূচির জন্য দিন কয়েক আগে সবং থানায় আবেদন জানানো হয়েছিল। বুধবার অবস্থান কর্মসূচির মঞ্চ বাঁধার কাজ চলছিল। কিন্তু পুলিশ থানার সামনে ওই মঞ্চ বাঁধার কাজে বাধা দেয় বলে অভিযোগ। এমনকী এই অবস্থানে পুলিশ অনুমতি দেবে না বলেও জানিয়ে দেওয়া হয়। এরপরেই এই ঘটনার প্রতিবাদে মিছিলের ডাক দেয় বাম ও কংগ্রেস।

সিপিএমের সবং জোনাল কমিটির সম্পাদক চন্দন গুছাইতের অভিযোগ, “তৃণমূলের কর্মীরা মারধর চালাচ্ছে। অনেকের চাষও বন্ধ। তাই আমরা অবস্থান কর্মসূচি গ্রহণ করেছিলাম।’’ তাঁর আরও অভিযোগ, ‘‘পুলিশ মঞ্চ বাধার কাজে বাধা দিয়েছে। আমরা এর প্রতিবাদ জানিয়ে মিছিল করেছিলাম।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

TMC Left-congress Protest Police
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE