Advertisement
০৫ মে ২০২৪
general-election-2019/west-bengal

ফণীর কাঁটা, সভা পিছিয়ে গেল প্রধানমন্ত্রীর

বৃহস্পতিবার থেকেই প্রধানমন্ত্রীর সভার জন্য মঞ্চ এবং দর্শকদের বসার ছাউনি তৈরির কাজ শুরু হয়েছে। সাবেক কাপড়ের মঞ্চের পরিবর্তে হ্যাঙ্গারের মাধ্যমে ঝুলিয়ে রাখা হবে সভা মঞ্চ।

মোদীর সভাস্থল পরিদর্শন পুলিশ কর্তাদের। নিজস্ব চিত্র

মোদীর সভাস্থল পরিদর্শন পুলিশ কর্তাদের। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
হলদিয়া শেষ আপডেট: ০৩ মে ২০১৯ ০০:৫৪
Share: Save:

সাপ্তাহিক ছুটির দিন রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভার কথা ছিল হলদিয়ায়। কিন্তু তার এক দিন আগেই জেলায় আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘ফণী’। তার প্রভাবে অন্তত দু’দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। ওই দুর্যোগের আশঙ্কায় পিছিয়ে গেল প্রধানমন্ত্রীর সভা। আগামী ৫ মে’র দলে ওই সভা ৬ মে করা হবে বলে জানিয়েছেন জেলা বিজেপি নেতৃত্ব।

জেলা বিজেপি সূত্রের খবর, হলদিয়ার হেলিপ্যাড ময়দানে আগামী ৫ মে প্রধানমন্ত্রীর সভা করার কথা ছিল। তমলুক এবং কাঁথি লোকসভা কেন্দ্রের প্রার্থীর সমর্থনে ছিল ওই জনসভা। কিন্তু আলিপুর আবহাওয়া দফতর থেকে জানিয়ে দেওয়া হয়েছে, শুক্রবার এবং শনিবার উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টি হবে। প্রভাব পড়তে পারে রবিবারও। তাই প্রধানমন্ত্রীর সভায় লোক হবে কি না, সেই আশঙ্কায় সভা একদিন পিছিয়ে দেওয়া হয়েছে। এ ব্যাপারে বিজেপির পূর্ব মেদিনীপুর তমলুক সাংগঠনিক জেলা সভাপতি প্রদীপ কুমার দাস বলেন, ‘‘ঘূর্ণিঝড়ে কিছুটা অসুবিধা হতে পারে। তাই সভা পিছানোর সিদ্ধান্ত হয়েছে।’’

বৃহস্পতিবার থেকেই প্রধানমন্ত্রীর সভার জন্য মঞ্চ এবং দর্শকদের বসার ছাউনি তৈরির কাজ শুরু হয়েছে। সাবেক কাপড়ের মঞ্চের পরিবর্তে হ্যাঙ্গারের মাধ্যমে ঝুলিয়ে রাখা হবে সভা মঞ্চ। এ দিনই বিকেলে প্রধানমন্ত্রীর সভাস্থল ঘুরে দেখেন পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার ভি সলোমোন নেসাকুমার-সহ পুলিশের পদস্থ আধিকারিকেরা। প্রধানমন্ত্রীর সভার জন্য কী কী পরিকল্পনা করা হচ্ছে, সে সব ব্যাপারে তাঁরা খোঁজখবর নেন বিজেপি নেতৃত্বদের কাছ থেকে।

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

বুধবার শ্রমিক দিবস উপলক্ষে দুর্গাচকের একটি মিছিলে শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন, ৫ মে প্রধানমন্ত্রীর সভার দিনই তিনি হলদিয়া পুরসভার ২৯টি ওয়ার্ডে দলের কর্মীদের নিয়ে বৈঠক করবেন। একই সঙ্গে হলদিয়ার সব কারখানার ক্যান্টিনে শ্রমিকদের সঙ্গে আলোচনা করবেন। প্রধানমন্ত্রীর সভা পিছনোর ফলে কি ওই কর্মসূচিও পিছিয়ে যাবে? শুভেন্দু এ দিন তা নিয়ে কোনও মন্তব্য করেননি।

শুভেন্দুর স্বঘোষিত কর্মসূচি নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। প্রধানমন্ত্রীর সভার দায়িত্বে থাকা বিজেপি’র রাজ্য সহ-সভাপতি বিশ্বপ্রিয় রায়চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘‘যে কেউ যে কোনও দলের হয়ে কর্মসূচি নিতেই পারেন। তার জন্য প্রধানমন্ত্রী সভায় লোকের অভাব হবে না। ওই দিন হলদিয়ার মাঠে ভিড় উপচে পড়বে বলেই আশা করি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE