Advertisement
০৫ মে ২০২৪

প্রাতর্ভ্রমণে বেরিয়ে খুন বৃদ্ধ, ধৃত ৩

অভ্যাস মতো লাঠি নিয়ে প্রাতর্ভ্রমণে বেরিয়েছিলেন বৃদ্ধ মানুষটি। সেই লাঠি দিয়েই তাঁকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল তিন যুবকের বিরুদ্ধে। কেশিয়াড়ি থানার রাঙামেটিয়া এলাকার ঘটনা। প্রাথমিক তদন্তের পরে পুলিশ স্থানীয় রবার্ট মাণ্ডি, দানিয়েল হাঁসদা ও অরুণ টুডুকে গ্রেফতার করে।

নিজস্ব সংবাদদাতা
খড়্গপুর শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০১৬ ০০:৪০
Share: Save:

অভ্যাস মতো লাঠি নিয়ে প্রাতর্ভ্রমণে বেরিয়েছিলেন বৃদ্ধ মানুষটি। সেই লাঠি দিয়েই তাঁকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল তিন যুবকের বিরুদ্ধে। কেশিয়াড়ি থানার রাঙামেটিয়া এলাকার ঘটনা। প্রাথমিক তদন্তের পরে পুলিশ স্থানীয় রবার্ট মাণ্ডি, দানিয়েল হাঁসদা ও অরুণ টুডুকে গ্রেফতার করে। এ দিন সকালে জখম অবস্থায় উদ্ধার করা হয় হরিপদ হাঁসদাকে (৮০)। তাঁর বাড়ি মুড়াবনিতে। কেশিয়াড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। তাঁকে পিটিয়ে খুন করা হয়েছে বলে কেশিয়াড়ি থানায় অভিযোগ করেন ছেলে রামচন্দ্র হাঁসদা।

স্থানীয় সূত্রে খবর, প্রতিদিনের মতোই এ দিন ভোরে হাঁটতে বেরিয়েছিলেন হরিপদবাবু। মুড়াবনির বাড়ি থেকে তিন কিলোমিটার দূরে রাঙামেটিয়া পর্যন্ত চলে গিয়েছিলেন। তখন তিন যুবক নেশাগ্রস্ত অবস্থায় বৃদ্ধকে ধাক্কা দিয়ে যায়। প্রতিবাদ করেন হরিপদবাবু। তা থেকেই বচসার সূত্রপাত। ওই যুবকেরা বৃদ্ধের লাঠি কেড়ে মারধর করে বলে ধৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাসে পুলিশ জানতে পেরেছে। পরে স্থানীয়রা এলে ওই যুবকেরা পালায়। খড়্গপুরের এসডিপিও কার্তিক মণ্ডল বলেন, “বচসার জেরে মারধর করে খুন বলে প্রাথমিক তদন্তে জানতে পারছি। আমরা তিনজনকে গ্রেফতার করে গোটা ঘটনার তদন্ত করছি।” ধৃতদের আজ, রবিবার মেদিনীপুর জেলা আদালতে হাজির করা হবে বলে পুলিশ জানিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

miscreants oldman
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE