Advertisement
১১ মে ২০২৪

সেবার জন্য পুরস্কৃত তমলুকের রবীন্দ্রনাথ

পোলিও আক্রান্ত হয়ে ছোটবেলায় ডান পায়ের সমস্যায় স্বাভাবিক হাঁটা-চলার ক্ষমতা হারিয়েছিলেন। মাত্র ৯ বছর বয়সে হারিয়েছেন বাবাকে। দারিদ্রের কাছে তবু হার মানেননি। উচ্চ-মাধ্যমিক পাশ করার আগেই নিজে রোজগারের জন্য লড়াই চালিয়েছেন।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০১৬ ০২:১০
Share: Save:

পোলিও আক্রান্ত হয়ে ছোটবেলায় ডান পায়ের সমস্যায় স্বাভাবিক হাঁটা-চলার ক্ষমতা হারিয়েছিলেন। মাত্র ৯ বছর বয়সে হারিয়েছেন বাবাকে। দারিদ্রের কাছে তবু হার মানেননি। উচ্চ-মাধ্যমিক পাশ করার আগেই নিজে রোজগারের জন্য লড়াই চালিয়েছেন। শুধু স্বনির্ভর হওয়া নয়, পরোপকারের জন্য বারবার রক্তদান করার এগিয়ে গিয়েছেন। প্রতিবন্ধকতার সঙ্গে লড়াই ও এমন সেবার স্বীকৃতি স্বরূপ বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে রাজ্য সরকারের দেওয়া ‘রোল মডেল’ পুরস্কার পাচ্ছেন তমলুকের নিমতৌড়ির রবীন্দ্রনাথ প্রধান। রাজ্য সরকারের নারী উন্নয়ন ও সমাজ কল্যাণ দফতরের উদ্যোগে আজ শনিবার ক্যালকাটা ইউনিভার্সিটি ইন্সটিটিউট সভাগৃহে আয়োজিত অনুষ্ঠানে রাজ্যপালের কাছ থেকে পুরস্কার নেবেন রবীন্দ্রনাথ। হলদিয়া-মেচেদা ৪১ নম্বর জাতীয় সড়কের ধারে নিমতৌড়ি স্মৃতিসৌধের সামনে পানের দোকান চালান ৪৩ বছরের রবীন্দ্রনাথ। মুমূর্ষু রোগীদের সাহায্য করার জন্য বিভিন্ন জায়গায় শিবিরে গিয়ে রক্তদান করা তাঁর নেশা। ৫১ বার রক্তদান করেছেন। রবীন্দ্রনাথ বলেন, ‘‘শারীরিক প্রতিবন্ধী হলেও নিজে কাজ করে স্বনির্ভর হওয়ার চেষ্টা চালিয়েছি। অন্যদের সাহায্য করার চেষ্টা করেছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Rabindranath Pradhan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE