Advertisement
২৬ এপ্রিল ২০২৪
সুবিধা পাবে মেদিনীপুর কলেজ

আসন সংরক্ষণ স্নাতকোত্তরে

বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত নিয়েছে, সরাসরি মেধার ভিত্তিতে ভর্তির জন্য সংরক্ষিত ৬০ শতাংশ আসনের মধ্যে ৫ শতাংশ আসন মেদিনীপুর কলেজের জন্য সংরক্ষিত থাকবে। অর্থাৎ, এই ৫ শতাংশ আসনে মেদিনীপুর কলেজ থেকে উত্তীর্ণ পড়ুয়ারা মেধার ভিত্তিতে সরাসরি ভর্তির সুযোগ পাবেন।

ফাইল চিত্র

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা
মেদিনীপুর শেষ আপডেট: ০১ জুন ২০১৭ ০১:১৫
Share: Save:

মেদিনীপুর কলেজ স্বশাসিত হয়েছে বছর কয়েক আগেই। এই কলেজ থেকে স্নাতকে উত্তীর্ণ পড়ুয়ারা সরাসরি মেধার ভিত্তিতে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর স্তরে ভর্তি হতে পারবেন কি না সেই নিয়ে দুশ্চিন্তা ছিল পড়ুয়াদের মধ্যে। কলেজ বিশ্ববিদ্যালয়ের দ্বারস্থ হয়েছিল। দুশ্চিন্তা কাটাতে উদ্যোগী হল বিশ্ববিদ্যালয়।

বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত নিয়েছে, সরাসরি মেধার ভিত্তিতে ভর্তির জন্য সংরক্ষিত ৬০ শতাংশ আসনের মধ্যে ৫ শতাংশ আসন মেদিনীপুর কলেজের জন্য সংরক্ষিত থাকবে। অর্থাৎ, এই ৫ শতাংশ আসনে মেদিনীপুর কলেজ থেকে উত্তীর্ণ পড়ুয়ারা মেধার ভিত্তিতে সরাসরি ভর্তির সুযোগ পাবেন। প্রবেশিকা পরীক্ষা দিয়ে মেধার ভিত্তিতেও ভর্তির সুযোগ থাকছে।

সম্প্রতি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে ‘ফ্যাকাল্টি কাউন্সিল’-এর এক বৈঠকেই এই সিদ্ধান্ত হয়েছে। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রঞ্জন চক্রবর্তী বলেন, “সব দিক খতিয়ে দেখেই ‘ফ্যাকাল্টি কাউন্সিল’ এই সিদ্ধান্ত নিয়েছে।” বস্তুত, গত ২৫ মে থেকে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরে অনলাইনে ভর্তির ফর্মফিলাপ শুরু হয়েছে। চলবে আগামী ৫ জুন পর্যন্ত। এরপরে মেধা তালিকা প্রকাশিত হবে। তারপরে ভর্তি। স্নাতকোত্তরে মোট আসনের ৬০ শতাংশে শুধুমাত্র বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কলেজগুলোর পড়ুয়ারাই ভর্তি হতে পারেন। এ ক্ষেত্রে আবেদনের ভিত্তিতে মেধা তালিকা প্রকাশিত হয়। পরে সেই তালিকা ধরে সরাসরি কাউন্সেলিংয়ের মাধ্যমে ভর্তি নেওয়া হয়।

বাকি ৪০ শতাংশ আসনে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ছাড়াও অন্য বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কলেজগুলোর পড়ুয়ারা ভর্তি হতে পারেন। এ ক্ষেত্রে আবেদনের ভিত্তিতে আগে প্রবেশিকা পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষার পরে মেধা তালিকা প্রকাশিত হয়। তারপরে সেই তালিকা ধরে ভর্তি নেওয়া হয়। মেদিনীপুর কলেজ এখন স্বশাসিত। বিশ্ববিদ্যালয়ের অধীনে নয়। ফলে, এই কলেজ থেকে স্নাতকে উত্তীর্ণ পড়ুয়াদের মধ্যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে একটা দুশ্চিন্তা ছিল। সব দিক খতিয়ে দেখেই বিশ্ববিদ্যালয় ওই ৬০ শতাংশ আসনের মধ্যে ৫ শতাংশ মেদিনীপুর কলেজের জন্য সংরক্ষণ করেছে। বিশ্ববিদ্যালয়ের এক কর্তার কথায়, “এটা ঠিক সংরক্ষণ নয়। মেদিনীপুর কলেজ আমাদের জেলার গর্ব। কলেজের পড়ুয়াদের কাছে সরাসরি মেধার ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তির একটা সুযোগ তৈরি করে দেওয়া হল। এতে মেদিনীপুর কলেজের পড়ুয়ারা উপকৃতই হবে।’’ তাঁর কথায়, ‘‘এই সিদ্ধান্তের ফলে অন্য কলেজের পড়ুয়াদের সমস্যা হবে না। এ বার মেদিনীপুর কলেজ থেকে কতজন স্নাতক উত্তীর্ণ হয়েছেন, কোনও বিভাগ থেকে কতজন, সব দিক খতিয়ে দেখেই ‘ফ্যাকাল্টি কাউন্সিল’ ওই সিদ্ধান্ত নিয়েছে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE