Advertisement
২৬ এপ্রিল ২০২৪

দুর্ঘটনা ঘিরে উত্তেজনা গোপীবল্লভপুরে

পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা পশ্চিম মেদিনীপুরের গোপীবল্লভপুরে। লরির ধাক্কায় ভূমি সংস্কার দফতরের এক কর্মীর মৃত্যুকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের অবরোধ তুলতে গিয়ে বিক্ষোভের মুখে পড়ল পুলিশ। অভিযোগ পুলিশের মোটরবাইকে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা। এক কর্মীর আগ্নেয়াস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টাও করা হয়।

নিজস্ব সংবাদদাতা
ঝাড়গ্রাম শেষ আপডেট: ১০ জুন ২০১৫ ১৮:২৬
Share: Save:

পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা পশ্চিম মেদিনীপুরের গোপীবল্লভপুরে। লরির ধাক্কায় ভূমি সংস্কার দফতরের এক কর্মীর মৃত্যুকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের অবরোধ তুলতে গিয়ে বিক্ষোভের মুখে পড়ল পুলিশ। অভিযোগ পুলিশের মোটরবাইকে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা। এক কর্মীর আগ্নেয়াস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টাও করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ভূমি সংস্কার দফতরের কর্মী অনন্ত মহাপাত্র (৫৫) গোপীবল্লভপুর ১ ব্লকের শাসড়া গ্রাম পঞ্চায়েতে গিয়েছিলেন। এ দিন বিকেলে তিনি মোটরবাইকে ফিরছিলেন ব্লক সদরের দিকে। শাসড়া ও গোপীবল্লভপুরের মাঝখানে পাঁচকাহানিয়া এলাকায় একটি পেঁয়াজ বোঝাই ট্রাক তাঁকে পিছন থেকে ধাক্কা মারে। রাস্তায় পড়ে গেলে অনন্তবাবুকে পিষে দিয়ে যায় ট্রাকটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

পরে বেলিয়াবেড়া থানার রান্টুয়া থেকে ট্রাকটিকে আটক করে পুলিশ। তত ক্ষণে পাঁচকাহানিয়ায় শুরু হয়ে গিয়েছে বিক্ষোভ। স্থানীয় বাসিন্দারা মৃতদেহ ফেলে রেখে অবরোধ করেন শাসড়া গোপীবল্লভপুর সড়ক। অন্য বেশ কয়েকটি ট্রাকে ভাঙচুর করা হয়।

তাঁদের অভিযোগ, এই রাস্তাটি ভারী পণ্যবাহী গাড়ি চলাচলের জন্য নয়। অথচ পুলিশ ও প্রশাসনের যোগসাজশে প্রতি দিন দ্রুত গতিতে যাতায়াত করে এ ধরনের গাড়ি। মূলত চেক পোস্ট এড়াতেই ওড়িশা ও ঝাড়খণ্ডের লরিগুলি এই রাস্তা ব্যবহার করে। ফলে হামেশাই ঘটে যায় দুর্ঘটনা।

প্রাথমিক ভাবে পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের হঠাতে গেলে খণ্ডযুদ্ধ বেঁধে যায়। জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠি চালাতেই শুরু হয় প্রতিরোধ। অভিযোগ পুলিশকে লক্ষ করে ইট-পাটকেল ছোড়েন বিক্ষোভকারীরা। আগুন লাগিয়ে দেওয়া হয় পুলিশের দু’টি মোটরবাইকে। এক কর্মীর অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টাও করা হয় বলে খবর।

পরে বিশাল বাহিনী নিয়ে এলাকার দিকে রওনা দেয় পুলিশ। শেষ খবর পর্যন্ত মৃতদেহ ফেলে রাস্তা অবরোধ করছেন বাসিন্দারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE