Advertisement
২৩ মে ২০২৪

শেষ এআইএসএফের রাজ্য সম্মেলন

সিপিআইয়ের ছাত্র সংগঠন ‘অল ইন্ডিয়া স্টুডেন্ট ফেডারেশন’ (এআইএসএফের) সদস্য সংখ্যা বাম আমলের তুলনায় প্রায় ২০ শতাংশ কমেছে। বাম আমলে রাজ্যে ওই সংগঠনের সদস্য সংখ্যা এক লক্ষের ওপরে ছিল।

নিজস্ব সংবাদদাতা
হলদিয়া শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০১৫ ০০:৪০
Share: Save:

সিপিআইয়ের ছাত্র সংগঠন ‘অল ইন্ডিয়া স্টুডেন্ট ফেডারেশন’ (এআইএসএফের) সদস্য সংখ্যা বাম আমলের তুলনায় প্রায় ২০ শতাংশ কমেছে। বাম আমলে রাজ্যে ওই সংগঠনের সদস্য সংখ্যা এক লক্ষের ওপরে ছিল। গত তিন চার বছর থেকে তা কমে নেমে গিয়েছে গড়ে ৮০ হাজারে। চলতি বছরে এখনও পর্যন্ত প্রায় ৫৫ হাজার সদস্য সংগ্রহ হয়েছে-এমনটাই জানা গিয়েছে এআইএসএফ সূত্রে।

সংগঠনের শক্তি বৃদ্ধি করতে বিশেষ সাংগঠনিক রাজ্য সম্মেলনের ব্যবস্থা, বলে জানিয়েছে এআইএসএফ। সংগঠনে রদবদলও ঘটেছে। পার্থ মুখোপাধ্যায়ের জায়গায় রাজ্য সম্পাদক হয়েছেন শুভম বন্দোপাধ্যায় এবং কাজল দত্তের জায়গায় রাজ্য সভাপতি হয়েছেন স্বপন মিত্র। ৪১জনের রাজ্য কমিটি গড়া হয়েছে। শনিবার বিকালে সুতাহাটার চৈতন্যপুরে প্রকাশ্য সভার মাধ্যমে এআইএসএফের রাজ্য সম্মেলন শুরু হয়। রবিবার সম্মেলন শেষ হয়েছে।

সদস্য সংখ্যা কমছে কেন? উত্তরে এআইএসএফের নবনির্বাচিত রাজ্য সম্পাদক শুভম বন্দোপাধ্যায় বলেন, ‘‘রাজ্যের শিক্ষাঙ্গনগুলিতে গণতন্ত্র নেই। স্কুল কলেজগুলিতে আমাদের ওপর সন্ত্রাস চলছে। যার ফলে আমাদের সদস্য সংখ্যা কমেছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি স্কুল কলেজের পাশাপাশি আমাদের সংগঠণ এলাকা ভিত্তিক কাজ করব।’’ সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিশ্বজিত কুমার জানান, আগামী ১৭নভেম্বর সংসদ অভিযান করা হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

State seminar ASIF
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE