Advertisement
০৮ মে ২০২৪

পক্ষপাতিত্ব নয়, নির্দেশ শুভেন্দুর

প্রধানমন্ত্রী আবাস যোজনায় গরিব মানুষের বাড়ি তৈরির ক্ষেত্রে পক্ষপাতিত্ব না করার নির্দেশ দিলেন পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী।

নিজস্ব সংবাদদাতা
তমলুক শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০১৬ ০০:৩৪
Share: Save:

প্রধানমন্ত্রী আবাস যোজনায় গরিব মানুষের বাড়ি তৈরির ক্ষেত্রে পক্ষপাতিত্ব না করার নির্দেশ দিলেন পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী।

তমলুক শহরের সুবর্ণ জয়ন্তী হলে শুক্রবার বিকেলে সব পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সমিতির প্রতিনিধিদের নিয়ে এক বৈঠক হয়। বৈঠকে শুভেন্দুবাবু ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের আধিকারিক দিব্যেন্দু সরকার, জেলা সভাধিপতি মধুরিমা মণ্ডল, জেলাশাসক রশ্মি কমল।

বৈঠকে শুভেন্দুবাবু বলেন, ‘‘প্রধানমন্ত্রী আবাস যোজনায় গরিব মানুষের বাড়ি তৈরির জন্য নিরপেক্ষ ভাবে সমীক্ষা করে উপকৃত পরিবারের তালিকা তৈরি করতে হবে। এ ক্ষেত্রে রাজনৈতিক পক্ষপাতিত্ব করা চলবে না।’’ তিনি আরও বলেন, ‘‘বিপিএল বা এপিএল তালিকাভুক্ত যাই হোক না কেন প্রকৃত গরিব মানুষ যাতে বঞ্চিত না হন তা দেখতে হবে।’’

জেলার বিভিন্ন জায়গা থেকে অভিযোগের প্রেক্ষিতে পঞ্চায়েত প্রধানদের সতর্ক করে শুভেন্দুবাবু বলেন, ‘‘আবাস যোজনায় বাড়ি তৈরির টাকা পেতে আধার কার্ড বাধ্যতামূলক নয়। কিছু ক্ষেত্রে উপকৃত পরিবারকে আধার কার্ড বাধ্যতামূলক বলে পঞ্চায়েত প্রধানরা হয়রান করছেন বলে অভিযোগ আসছে। এ ভাবে কাউকে হয়রান করা চলবেনা।’’

গ্রামীণ এলাকায় শৌচাগার তৈরির সাথে তা ব্যবহারের জন্য সচেতনতা বৃদ্ধির উপরও গুরুত্ব দেন শুভেন্দুবাবু। এ ক্ষেত্রে পঞ্চায়েতগুলিকে আরও কড়া নজরদারি চালানোের নির্দেশ দেন মন্ত্রী। দিব্যেন্দুবাবুও বলেন, ‘‘একশো দিনের কাজে স্থায়ী সম্পদ তৈরির উপর গুরুত্ব দিয়ে কাজ করতে হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Suvendu Adhikari biasness
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE