Advertisement
২৭ এপ্রিল ২০২৪

বিদ্যাসাগরে স্নাতকোত্তরে ভর্তি এ বার অনলাইনে

স্নাতকস্তরে কলেজগুলিতে অনলাইনে ভর্তি আগেই চালু হয়েছে। এ বার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরে ভর্তির ফর্মফিলাপও হবে অনলাইনে। বৃহস্পতিবার থেকেই শুরু হয়েছে অনলাইন ফর্মফিলাপ।

নিজস্ব সংবাদদাতা
মেদিনীপুর শেষ আপডেট: ২৬ মে ২০১৭ ০০:৪০
Share: Save:

স্নাতকস্তরে কলেজগুলিতে অনলাইনে ভর্তি আগেই চালু হয়েছে। এ বার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরে ভর্তির ফর্মফিলাপও হবে অনলাইনে। বৃহস্পতিবার থেকেই শুরু হয়েছে অনলাইন ফর্মফিলাপ। চলবে আগামী ৫ জুন পর্যন্ত। এরপরে মেধা তালিকা প্রকাশিত হবে। তারপরে ভর্তি।

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় স্নাতকের পার্ট থ্রি-র ফল প্রকাশ করে দিয়েছে। কিন্তু অন্য বিশ্ববিদ্যালয়গুলো এখনও স্নাতকের পার্ট থ্রি-র ফল প্রকাশ করেনি। তাহলে অন্য বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা ভর্তির আবেদন করবেন কী ভাবে? বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, অন্য বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারাও ভর্তির আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে কোনও সমস্যা হবে না। ভর্তির সময় মার্কশিট দেখা হবে। তার আগে নয়। উপাচার্য রঞ্জন চক্রবর্তী বলেন, “ছাত্রছাত্রীরা যাতে কোনও সমস্যায় না পড়েন তা নিশ্চিত করা হয়েছে।”

স্নাতকোত্তরে মোট আসনের ৬০ শতাংশে শুধুমাত্র বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কলেজগুলোর পড়ুয়ারাই ভর্তি হতে পারেন। এ ক্ষেত্রে আবেদনের ভিত্তিতে মেধা তালিকা প্রকাশিত হয়। পরে সেই তালিকা ধরে সরাসরি কাউন্সেলিংয়ের মাধ্যমে ভর্তি নেওয়া হয়। অন্য দিকে, বাকি ৪০ শতাংশ আসনে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ছাড়াও অন্য বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কলেজগুলোর পড়ুয়ারা ভর্তি হতে পারেন। এ ক্ষেত্রে আবেদনের ভিত্তিতে আগে প্রবেশিকা পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষার পরে মেধা তালিকা প্রকাশিত হয়। তারপরে সেই তালিকা ধরে ভর্তি নেওয়া হয়।

স্নাতকোত্তরে ভর্তির বিজ্ঞপ্তি বুধবারই প্রকাশিত হয়েছে। আগামী ৫ জুন অনলাইন ফর্মফিলাপের শেষ দিন। এরপরই ভর্তি প্রক্রিয়া শুরু হবে। ৬০ শতাংশ আসনের জন্য মেধা তালিকা প্রকাশিত হবে আগামী ৮ জুন। কাউন্সেলিং হবে ১৫, ১৬ এবং ১৯ জুন। অন্য দিকে, ৪০ শতাংশ আসনের জন্য প্রবেশিকা পরীক্ষা নেওয়া হবে ২১, ২২ এবং ২৩ জুন। মেধা তালিকা প্রকাশিত
হবে ৩ জুলাই।

বস্তুত, পরীক্ষার ৩৭ দিনের মাথায় বুধবারই বিএ, বিএসসি, বিকম অনার্স পার্ট থ্রি-র ফলপ্রকাশ করেছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের দাবি, এত কম সময়ের মধ্যে আগে কখনও ফলপ্রকাশ হয়নি। গত বছর ৪৮ দিনের মাথায় ফলপ্রকাশ হয়েছিল।

এ বার পার্ট থ্রি পরীক্ষায় বসেছিলেন ১২,৯২১ জন। এরমধ্যে ছাত্র ৫,৫৮২। ছাত্রী ৭,৩৩৯। ছাত্রদের পাশের হার ৯৩.৪৬ শতাংশ। ছাত্রীদের পাশের হার ৯৫.৯৩ শতাংশ। পাশের হার বাড়ায় বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরে ভর্তিতে সমস্যা দেখা দেবে বলেই অনেকের আশঙ্কা। বিশ্ববিদ্যালয়ের অবশ্য দাবি, আশঙ্কার কিছু নেই। বিশ্ববিদ্যালয়ে ২৯টি বিষয়ে স্নাতকোত্তর পড়ানো হয়। এদিন থেকে সবেতেই অনলাইন ফর্মফিলাপ শুরু হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE