Advertisement
২১ মে ২০২৪
সবংয়ে তৃণমূলের বৈঠক

নতুনদের সঙ্গে নিয়ে চলুন, বার্তা দলের পুরনো কর্মীদের

নতুন-পুরনো দ্বন্দ্ব ঘোচাতে সবংয়ে সমন্বয় আগামী ১৮সেপ্টেম্বর বৈঠক ডেকেছে তৃণমূল। সেই বৈঠক ঘিরে যাতে সমস্যা না হয়, এ বার তাই দলের পুরনো কর্মীদের নিয়ে বর্ধিত সভা করল শাসক দল।

নিজস্ব সংবাদদাতা
খড়্গপুর শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০১৬ ০০:০০
Share: Save:

নতুন-পুরনো দ্বন্দ্ব ঘোচাতে সবংয়ে সমন্বয় আগামী ১৮সেপ্টেম্বর বৈঠক ডেকেছে তৃণমূল। সেই বৈঠক ঘিরে যাতে সমস্যা না হয়, এ বার তাই দলের পুরনো কর্মীদের নিয়ে বর্ধিত সভা করল শাসক দল।

১৮ তারিখের সভার প্রস্তুতি হিসেবেই রবিবার সবং হাইস্কুলে তৃণমূলে বর্ধিত সভা হয়। দলের পুরনো কর্মীরা যাতে কোনও অশান্তি না করেন, মূলত সেই বার্তাই দেন তৃণমূলের ব্লক সভাপতি প্রভাত মাইতি, জেলা কার্যকরী সভাপতি নির্মল ঘোষ, স্থানীয় নেতা তথা জেলা কর্মাধ্যক্ষ অমূল্য মাইতিরা। প্রতিটি কর্মী যাতে নতুনদের নিয়ে একসঙ্গে কাজ করেন সেই আবেদন জানানো হয়। তৃণমূলের ব্লক সভাপতি প্রভাত মাইতি বলেন, “১৮ তারিখের সমন্বয় বৈঠক যাতে সুষ্ঠুভাবে হয়, তাই পুরনো কর্মীদের নিয়ে আলোচনায় বসেছিলাম। নিজেদের মধ্যে যাতে কোনও গোলমাল সে দিন না হয়, কর্মীদের তা জানানো হয়েছে।”

সম্প্রতি সবংয়ের একঝাঁক কংগ্রেস নেতা তৃণমূলে যোগ দিয়েছেন। তারপরই পুরনো কর্মীদের সঙ্গে সদ্য দলে আসা নতুন কর্মীদের বিরোধ চরমে পৌঁছেছে। এক সময়ে ব্লকের বিরোধী কংগ্রেস নেতাদের দলে আসাটা মানতে পারেননি খোদ তৃণমূলের জেলা কর্মাধ্যক্ষ অমূল্য মাইতি। নানা সময়ে নানা কটাক্ষ শোনা গিয়েছে অমূল্যবাবুর গলায়। তৃণমূলের একাংশ কর্মীও এই বিষয়টা নিয়ে ক্ষুব্ধ। সমস্যা মেটাতে আগামী ১৮ সেপ্টেম্বর নতুন-পুরনোদের নিয়ে বৈঠকে বসবেন তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি। তার আগে এ দিনের সভায় তৃণমূলের সব বুথ সভাপতি, অঞ্চলের কর্মী ও পঞ্চায়েত সদস্যরা হাজির থাকলেও সদ্য কংগ্রেস ছেড়ে তৃণমূলে আসা বিকাশ ভুঁইয়া, অমল পণ্ডাদের দেখা যায়নি। দলবদল করা পঞ্চায়েত সমিতি সভাপতি অমল পণ্ডার দাবি, “কোনও বর্ধিত সভার কথা জানা ছিল না। আমাদের ডাকাও হয়নি।”

কেন বর্ধিত সভায় দেখা গেল না দলের নতুনদের? তৃণমূলের একাংশ কর্মীর ব্যাখ্যা, গোলমালের আশঙ্কা থেকেই ওঁদের ডাকা হয়নি। যদিও তৃণমূলের সবং ব্লক সভাপতি প্রভাতবাবু বলছেন, “এখানে শুধু পুরনো কর্মীদের নিয়ে বসা হয়েছিল। জেলা সভাপতির উপস্থিতিতে কংগ্রেস থেকে যাঁরা দলে এসেছেন তাঁরা থাকবেন। তাঁরাও তো নিজেদের মতো কর্মীদের গুছিয়ে নিচ্ছেন।” তৃণমূলের জেলা কর্মাধ্যক্ষ অমূল্যবাবু কটাক্ষ করতে ছাড়ছেন না। তাঁর বক্তব্য, “নতুন কর্মীদের তো দলের জেলা সভাপতি আনুষ্ঠানিকভাবে ব্লকে যুক্ত করেননি। ১৮ তারিখ বৈঠকে তাঁরা যুক্ত হবেন শুনছি। আগে দেখি তাঁরা ক’জনকে দলে নিয়ে আসেন!”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

TMC Meeting
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE