Advertisement
০৭ মে ২০২৪
গোয়ালতোড়

আজ শুরু সাঁওতালি বইমেলা

সাঁওতালি বইমেলার আসর বসছে গোয়ালতোড়ে। উদ্যোক্তাদের দাবি, এমন বইমেলা এই প্রথম। শুধু জঙ্গলমহলের জেলা পশ্চিম মেদিনীপুর নয়, রাজ্যের বিভিন্ন জায়গাতেই বইমেলা হয়। তবে সাঁওতালি বইমেলা কোথাও হয়নি। গোয়ালতোড় হাইস্কুল মাঠে আজ, শনিবার বইমেলার উদ্বোধন হবে।

নিজস্ব সংবাদদাতা
মেদিনীপুর: শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০১৬ ০১:০২
Share: Save:

সাঁওতালি বইমেলার আসর বসছে গোয়ালতোড়ে। উদ্যোক্তাদের দাবি, এমন বইমেলা এই প্রথম। শুধু জঙ্গলমহলের জেলা পশ্চিম মেদিনীপুর নয়, রাজ্যের বিভিন্ন জায়গাতেই বইমেলা হয়। তবে সাঁওতালি বইমেলা কোথাও হয়নি। গোয়ালতোড় হাইস্কুল মাঠে আজ, শনিবার বইমেলার উদ্বোধন হবে। মেলা চলবে আগামী বুধবার পর্যন্ত। মেলায় সাঁওতালি ভাষার বইয়ের ৩৩টি স্টল থাকবে।

সাঁওতালি বইমেলার অন্যতম উদ্যোক্তা চুনকা মুর্মু বলেন, “এটাই প্রথম সাঁওতালি বইমেলা। প্রকাশকদের সঙ্গে কথা বলে জেনেছি, এর আগে কোথাও এমন বইমেলা হয়নি। রাজ্যের বিভিন্ন এলাকায় বইমেলা হয়। কোনও কোনও মেলায় সাঁওতালি ভাষার বইয়ের স্টলও থাকে। তবে আলাদা করে সাঁওতালি ভাষার বইমেলা এই প্রথম।” কেন এমন উদ্যোগ? চুনকা বলেন, “সাঁওতালি সম্প্রদায় এখনও অনেক পিছিয়ে। এই সম্প্রদায়কে এগোতে হবে। শিক্ষা-সংস্কৃতির প্রসারে বই গুরুত্বপূর্ণ। তাই এই বইমেলার আয়োজন।” তাঁর কথায়, “এটা প্রথম বছর। তবে শুধু এই বছরই সাঁওতালি বইমেলা হবে না। প্রত্যেক বছর এই বইমেলা হবে।”

সুষ্ঠু ভাবে বইমেলা করতে মাস খানেক আগে একটি কমিটি হয়। সেই সাঁওতালি বইমেলা কমিটির উদ্যোগে এই মেলা। চুনকার দাবি, মেলায় আসবেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁর কথায়, “শনিবার মেলার উদ্বোধন হয়ে যাবে। পার্থবাবু রবিবার আসবেন।” লোক টানতে মেলায় বই ছাড়া অন্য সামগ্রীর স্টলও থাকছে। যেমন সাঁওতালি পোশাকের ২৭টি স্টল থাকবে। ধামসা-মাদল, তির-ধনুক প্রভৃতির ১২টি স্টল থাকবে। চুনকা বলেন, “সাঁওতালি সমাজ ও সংস্কৃতির চরম উৎকর্ষ সাধনের প্রচেষ্টাকে চিরস্মরণীয় করে রাখার উদ্দেশ্যেই এই বইমেলার আয়োজন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Tribal festival
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE