Advertisement
১৯ মে ২০২৪

নারীর জয়ই থিম ঘাটালের পুজোয়

অনান্য বছরের মতো এ বারও থিম-পুজোর ছড়াছড়ি গোটা ঘাটাল-দাসপুর জুড়ে। এ বছর ঘাটালের ৩র পল্লির পুজো কমিটির থিম নারী শক্তি ও সমাজ।

কোথাও লোকনৃত্যের মুখোশে সাজছে মণ্ডপ।

কোথাও লোকনৃত্যের মুখোশে সাজছে মণ্ডপ।

অভিজিৎ চক্রবর্তী
ঘাটাল শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০১৬ ০০:৪৫
Share: Save:

অনান্য বছরের মতো এ বারও থিম-পুজোর ছড়াছড়ি গোটা ঘাটাল-দাসপুর জুড়ে।

এ বছর ঘাটালের ৩র পল্লির পুজো কমিটির থিম নারী শক্তি ও সমাজ। মাস খানেক আগে থেকে দর্শকদের উৎসাহ বাড়াতে সম্প্রতি আনন্দবাজার কাগজে প্রথম পাতায় প্রকাশিত ‘মান রাখল মেয়েরা’ শিরোনামটিকে সামনে রেখে প্রচার শুরু করেছিল ওই কমিটি। সম্পাদক পবিত্র রামকৃষ্ণ বসু বলেন, “সমাজে নারীদের গুরুত্ব ও ভূমিকাকে সামনে রেখেই মণ্ডপ তৈরি হচ্ছে। শুধু মণ্ডপই নয় ,পুজোর দিনগুলিতেও মহিলাদের সামনে রেখেই নানা ধরনের সমাজ সেবামূলক অনুষ্ঠানও করা হবে।’’

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাঁচবেড়িয়া সানরাইজ ক্লাব পুজো কমিটির থিম কন্যা- ভ্রুণ হত্যার প্রতিবাদ। প্রায় পাঁচ হাজার বর্গফুট এলাকা জুড়ে একাধিক পুতুল, ফাইবার গ্লাস, কাগজ-সহ নানান খেলনার সামগ্রী এবং অ্যালুমিনিয়ামের সিট, নানা রঙের পাইপ, রাংতা দিয়ে তৈরি হয়েছে মণ্ডপ। মণ্ডপে ঢোকার আগেই তৈরি হয়েছে একটি ফুল। ফুলের উপরে নিশ্চিন্তে একটি মেয়ে ঘুমোচ্ছে। মণ্ডপের ভিতরে সংসার সামলানো থেকে চিকিৎসা পরিষেবা এবং সমাজসেবা, খেলাধূলা সহ সমস্ত ক্ষেত্রেই মহিলারা যে এগিয়ে পট-চিত্রের মাধ্যমে শিল্পী প্রসেনজিৎ মূলা তা ফুটিয়ে তুলেছেন।

কোথাও বা নারকেল মালায়। ছবি: কৌশিক সাঁতরা।

কলাইকুন্ডু চতুর্মুখ সবর্জনীন পুজো কমিটির থিম ভারতীয় দর্শনে বিভিন্ন রাজ্যের আঞ্চলিক নৃত্যের কোলাজ। ময়ূরের পালক, থার্মোকল, প্যারিস প্রভৃতি দিয়ে বিভিন্ন আঙ্গিকের নৃত্য তুলে ধরা হয়েছে। পুজো কমিটির পক্ষে বিশ্বজিৎ চক্রবর্তী বলেন, “প্রকৃতির ছন্দ যেমন সহজ-সরল তেমনি ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের নৃত্যের মধ্যেও যে একটা মেলবন্ধন রয়েছে-তা দর্শকদের সামনে তুলে ধরায় আমাদের উদ্দেশ্য।” সোনাখালি স্কুলপাড়া পুজো কমিটি এ বার আলিবাবা চল্লিশ চোরের গুহার আদলে মণ্ডপ তৈরি করেছে। চট, সিমেন্ট, প্যারিস-বাঁশ প্রভৃতি দিয়ে একটি গুহা তৈরি হয়েছে। মণ্ডপের বাইরে থাকছে ঘোড়ার দল আর ডাকাতের সাজে অনেকে। এমনকী আস্ত একটা ঝর্নাও তৈরি করা হয়েছে। মণ্ডপের ভিতরে ঢুকলেই দর্শকদের চোখে পড়বে একটি রত্নভাণ্ডার।

ঘাটাল শহরের ১৭র পল্লি কুশপাতা যুবসঙ্ঘের থিম হাম্পি। এখানে তৈরি হয়েছে রথমন্দির আদলে মণ্ডপ। মণ্ডপের ভিতরে ও বাইরে কর্ণাটকের বিজয়নগরের হাম্পি গ্রামের ধ্বংসাবশেষের নানা স্থাপত্য-ভাস্কর্য তুলে ধরেছেন শিল্পী মিলন ক্যুইলা। এছাড়াও নানা দেবদবীর মূর্তিও থাকছে। থার্মোকল, প্লাই, কাঠ, প্যারিস-মাটি দিয়ে প্রায় ৪০ ফুট উচ্চতার মণ্ডপ তৈরি করে দর্শকদের মন ভরাতে প্রস্তুত উদ্যোক্তারা।

পিছিয়ে নেই ঘাটাল শহরের কুশপাতা পঞ্চপল্লিও। ৩৫ হাজার নারকেলের মালা এবং ১৫ হাজার কয়েতবেলের খোলা দিয়ে তৈরি করেছে ক্যাকটাসের আদলে মণ্ডপ। নারকেলের মালার জন্য দু’মাস আগে থেকেই শহর জুড়ে প্রচার চালিয়েছিল পুজো কমিটি। সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে নিয়ে এসেছেম নারকেল মালা আবার অনেকে মণ্ডপে এসেও দিয়ে যাচ্ছেন নারকেল মালা। মালাগুলিকে প্রথমে পালিশ করে বার্নিশ করা হচ্ছে। তারপর সেই মালা দিয়ে তৈরি হচ্ছে মণ্ডপ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Ghatal Durga puja
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE