Advertisement
২৭ এপ্রিল ২০২৪

আদালতে চালু নতুন দু’টি এজলাস, খুশি বাসিন্দারা

হলদিয়া মহকুমা আদালতে নতুন দুটি এজলাস চালু হওয়ায় খুশি আইনজীবী থেকে শুরু করে সাধারণ মানুষ। দুটি এজলাস চালু হওয়ায় এক দিকে যেমন জমে থাকা মামলার দ্রুত নিষ্পত্তি হবে, তেমনি ৬০ হাজারের বেশি টাকার দেওয়ানী মামলার জন্য আর হলদিয়ার বাসিন্দাদের তমলুকে জেলা আদালতে যেতে হবে না। এখন থেকে দেওয়ানী মামলা ৬০ হাজার টাকার উপরে উঠলে নতুন চালু হওয়া সিভিল জাজ সিনিয়ার ডিভিশনের এজলাসে মামলা করা যাবে।

নিজস্ব সংবাদদাতা
হলদিয়া শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০১৫ ০২:০১
Share: Save:

হলদিয়া মহকুমা আদালতে নতুন দুটি এজলাস চালু হওয়ায় খুশি আইনজীবী থেকে শুরু করে সাধারণ মানুষ। দুটি এজলাস চালু হওয়ায় এক দিকে যেমন জমে থাকা মামলার দ্রুত নিষ্পত্তি হবে, তেমনি ৬০ হাজারের বেশি টাকার দেওয়ানী মামলার জন্য আর হলদিয়ার বাসিন্দাদের তমলুকে জেলা আদালতে যেতে হবে না। এখন থেকে দেওয়ানী মামলা ৬০ হাজার টাকার উপরে উঠলে নতুন চালু হওয়া সিভিল জাজ সিনিয়ার ডিভিশনের এজলাসে মামলা করা যাবে।

আদালত সূত্রে জানা গিয়েছে, ২০০৩ সালে হলদিয়া মহকুমা আদালত চালু হয়। তখন তিনটি এজলাস চালু হয়েছিল পরবর্তী সময়ে আরও দুটি এজলাস চালু হয়। এত দিন এখানে একটি করে অতিরিক্ত জেলা ও দায়রা বিচারকের আদালত, ফার্স্ট ট্রাক কোর্ট, এসিজেএম আদালত, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত এবং সিভিল জাজ জুনিয়ার ডিভিশনের এজলাস ছিল। সম্প্রতি নতুন করে আরও একটি এসিজেএম আদালত এবং একটি সিভিল জাজ সিনিয়ার ডিভিশনের এজলাস চালু হয়েছে। এসিজেএম আদালতে পুলিশ ফাইলের পাশাপাশি ম্যাজিস্ট্রেট ট্রায়াল কেসের বিচার হয়। অন্য দিকে, সিভিল জাজ সিনিয়ার ডিভিশনের কোর্টে দেওয়ানী মামলা করা হয়। ৬০ হাজার টাকার উপরেও এই কোর্টে মামলা করা যায়।

আদালত সূত্রে জানা গিয়েছে, হলদিয়া মহকুমা এলাকায় প্রায় সাড়ে সাত হাজার ম্যাজিস্ট্রেট ট্রায়ালের মামলা বিচারের জন্য তৈরি হয়ে আছে। এ ছাড়া আরও সাত হাজার তিনশো মামলার তদন্ত করছে পুলিশ। নতুন করে আরও একটি এসিজেএম এজলাস চালু হওয়ায় এই সব জমে থাকা মামলার দ্রুত নিষ্পত্তি ঘটবে বলে আশা আইনজীবীদের।

হলদিয়া অ্যাডভকেটস বার অ্যাসোসিয়েশনের সম্পাদক স্বপনকুমার অধিকারী বলেন, “দীর্ঘ দিন ধরে এখানে আরও একটি এসিজেএম আদালত এবং একটি সিভিল জাজ সিনিয়ার ডিভিশনের আদালত চালু করার দাবি জানিয়ে আসছিলাম। শেষ পর্যন্ত দু’টি আদালতই চালু হল। বিচার বিভাগ ও রাজ্য সরকারকে এ জন্য ধন্যবাদ।”

সম্প্রতি কলকাতা হাইকোর্টের দুই বিচারপতি অসীমকুমার রায় ও ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় হলদিয়ার নতুন দুটি এজলাসের উদ্বোধন করেন। উদ্বোধনের পর সে দিন বিচারপতি অসীমকুমার রায় জানান, সকলের কাছে বিচার ব্যবস্থাকে পৌঁছে দিতে এবং মামলার দ্রুত নিষ্পত্তি করতে দুটি আদালত চালু করা হল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

haldia court courtroom
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE