খড়্গপুর আইআইটি’র বিভিন্ন নির্মাণ কাজে শ্রমিক নিয়োগের ক্ষেত্রে বিজেপির শ্রমিক সংগঠনকে গুরুত্ব দেওয়া হচ্ছে না- এঁই অভিযোগে আইআইটি চত্বরের বিসি রায় হাসপাতালের সামনে বিক্ষোভ দেখাল বিজেপির শ্রমিক সংগঠন ভারতীয় জনতা মজদুর মোর্চা। বিক্ষোভকারীদের দাবি, অন্য রাজনৈতিক দলের শ্রমিক সংগঠনের মতো তাদের সংগঠনের শ্রমিক নিয়োগে সমান অধিকার দিতে হবে। বিজেপির অভিযোগ, বিভিন্ন ঠিকাদার সংস্থা বিজেপির শ্রমিক সংগঠনের শ্রমিকদের কাজে নিলেও তৃণমূলের বাধায় সমস্যা বাড়ছে।
আইআইটি সূত্রে জানা গিয়েছে, প্রতিষ্ঠানের বিভিন্ন ইমারতি ও হলের (হস্টেল)-এর নির্মাণ ও সংস্কারের কাজে ঠিকাদার সংস্থার অধীনে বহু শ্রমিক কাজ করেন। শ্রমিক নিয়োগের ক্ষেত্রে কংগ্রেস, তৃণমূল, সিপিএমের শ্রমিক সংগঠনগুলিকে সমান অধিকার দেওয়া হয়। সম্প্রতি বিজেপিও জেলায় তাদের শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর মোর্চা (বিজেএমএম)-এর কমিটি গঠনের পর শ্রমিক নিয়োগের দাবিতে সরব হয়েছে।
বর্তমানে আইআইটি’র জাকির হুসেন হলের পিছনে একটি হলের নির্মাণ কাজ চলছে। জানা গিয়েছে, সেই নির্মাণ কাজে ৭৩ জন শ্রমিক কাজ করছেন। অভিযোগ, ওই কাজে শ্রমিক নিয়োগের ক্ষেত্রে সব রাজনৈতিক দলের শ্রমিক সংগঠন সুযোগ পেলেও বিজেপির সংগঠনকে বাধা দেওয়া হচ্ছে। বিজেপির দাবি, গত ১০ নভেম্বর বিজেপির তিন জন শ্রমিককে কাজে নেওয়া হয়। কিন্তু অন্য রাজনৈতিক দলগুলি তাঁদের কাজ করতে বাধা দিচ্ছে।
বিজেএমএম-এর জেলা সভানেত্রী এ দিন রিনা সিংহের নেতৃত্বে মিছিল ওই নির্মীয়মাণ ভবনের দিকে যাওয়ার সময় বিসি রায় হাসপাতালের সামনে পুলিশ মিছিল আটকে দেয়। সেখানেই বিজেএমএম-এর সমর্থকরা বিক্ষোভ দেখাতে থাকেন। রিনা সিংহের অভিযোগ, “এখানে তৃণমূলের সঙ্গে অন্য রাজনৈতিক দল সিন্ডিকেট গড়ে কাজ করছে। কিন্তু আমরা এটা হতে দেব না। আমাদেরকেও কাজের সুযোগ দিতে হবে।” তবে তৃণমূলের প্রাক্তন পুরপ্রধান জওহরলাল পাল বলেন, “বিজেপি কাজের পরিবেশ নষ্ট করার চেষ্টা চালাচ্ছে। ওঁদের তো আইআইটি-র কোনও সেক্টরের রেজিস্ট্রেশনই নেই। রেজিস্ট্রেশন করে কাজে আসলে কোনও অসুবিধা নেই।” যদিও রিনা সিংহের বক্তব্য, “আইন অনুযায়ী কোথাও আমাদের সাত জন শ্রমিক কাজ করলে রেজিস্ট্রেশন করতে পারব। তাই বাধা চলছে। আমরা ওঁদের মতো ভুয়ো শ্রমিক দেখিয়ে রেজিস্ট্রেশনের বিরোধী।” দীর্ঘক্ষণ অবস্থান চলার পরে পুলিশের হস্তক্ষেপে অবস্থান উঠে যায়। আন্দোলনকারীদের দাবি, ঠিকাদার সংস্থা শ্রমিকদের কাজে ফেরানোর আশ্বাস দিলে বিক্ষোভ তোলা হয়। আইআইটি’র ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার পল্লব বন্দ্যোপাধ্যায় বলেন, “শ্রমিক নিয়োগ ঠিকাদার দেখে। আইআইটিতে অশান্তি এড়াতে নিরাপত্তারক্ষীদের কড়া হতে বলেছি।”