Advertisement
১৯ মে ২০২৪

দুর্ঘটনায় মৃত পঞ্চায়েত উপ-প্রধান

সরকারি বৈঠকে যোগ দিতে আসার পথে দুর্ঘটনায় মৃত্যু হল গ্রামপঞ্চায়েতের তৃণমূল উপ-প্রধানের। সোমবার সকালে পূর্ব মেদিনীপুরের কোলাঘাট-জশাড় রাজ্য সড়কে ছাতিন্দা মোড়ের কাছে এই দুর্ঘটনায় মৃতের নাম হলধর মাইতি (৭০)। তিনি জশাড় গ্রামের বাসিন্দা। অবসরপ্রাপ্ত প্রাথমিক স্কুল শিক্ষক হলধরবাবু কোলাঘাট ব্লকের বৈষ্ণবচক গ্রামপঞ্চায়েতের উপ-প্রধান ছিলেন।

নিজস্ব সংবাদদাতা
তমলুক শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০১৪ ০০:১৭
Share: Save:

সরকারি বৈঠকে যোগ দিতে আসার পথে দুর্ঘটনায় মৃত্যু হল গ্রামপঞ্চায়েতের তৃণমূল উপ-প্রধানের। সোমবার সকালে পূর্ব মেদিনীপুরের কোলাঘাট-জশাড় রাজ্য সড়কে ছাতিন্দা মোড়ের কাছে এই দুর্ঘটনায় মৃতের নাম হলধর মাইতি (৭০)। তিনি জশাড় গ্রামের বাসিন্দা। অবসরপ্রাপ্ত প্রাথমিক স্কুল শিক্ষক হলধরবাবু কোলাঘাট ব্লকের বৈষ্ণবচক গ্রামপঞ্চায়েতের উপ-প্রধান ছিলেন। এ দিন দুর্ঘটনায় পর স্থানীয় বাসিন্দারা সড়ক অবরোধ করে। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মোটরবাইক চেপে এ দিন কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র উপনগরীর বলাকা মঞ্চে একশো দিনের কাজের প্রকল্প নিয়ে একটি বৈঠকে যোগ দিতে আসছিলেন হলধরবাবু। সকাল সাড়ে ১০ টা নাগাদ ছাতিন্দা মোড়ের কাছে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রিবাহী ছোট গাড়ির সঙ্গে হলধরবাবুর মোটরবাইকের ধাক্কা লাগে।

সড়কের উপর ছিটকে পড়ে গুরুতর জখন হন তিনি। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে কোলাঘাট ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে জানান।

ঘটনার পরেই যাত্রিবাহী গাড়ির চালক পালিয়ে যায়। ঘটনার জেরে ক্ষুদ্ধ স্থানীয় বাসিন্দারা বেপরোয়াভাবে গাড়ি চলাচলের অভিযোগ তুলে ওই সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। তাঁদের অভিযোগ, বেপরোয়াভাবে গাড়ি চলাচলের ফলে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটছে। অথচ পুলিশ কোনও ব্যবস্থা নিচ্ছে না। তবে এ দিন পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় যুক্ত গাড়ির চালককে ধরতে তদন্ত শুরু করা হয়েছে।

শেষ হল মেলা। দশ দিন ব্যাপী পঞ্চদশ কাঁথি বইমেলা শেষ হল সোমবার। কাঁথি রাও রিক্রিয়েশন প্রাঙ্গণে আয়োজিত কাঁথি বইমেলার শেষদিনে ধর্ম বিষয়ক আলোচনা ছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বইমেলার শেষ দিনে পুস্তকপ্রেমীদের ভিড় উপচে পড়ে। বইমেলার জেলা কবি সম্মেলন, গুনীজন সংবর্ধনা, গবেষক সম্মেলন ও শিশু প্রদর্শনী ছাড়াও নৃত্যানুষ্ঠান পরিবেশিত হয়। মেলায় স্থানীয় লেখক ও কবিদের বই প্রকাশ ও লিটল ম্যাগাজিনের আসর বসে। তাছাড়াও বইমেলায় কলকাতার ২৫টি প্রকাশন সংস্থা তাদের বইয়ের সম্ভার নিয়ে হাজির হয়েছিল মেলায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

tamluk accident death of panchayat leader tmc
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE