Advertisement
২৭ এপ্রিল ২০২৪

দুর্নীতি, তৃণমূলের বিক্ষোভের মুখে সিপিএম প্রধান

পঞ্চায়েতের কাজে অস্বচ্ছতার অভিযোগ সিপিএম প্রধানকে ঘিরে বিক্ষোভ দেখাল তৃণমূল সমথর্কেরা। সোমবার সবংয়ের নওগা গ্রাম পঞ্চায়েত অফিসে কাজ না হওয়ার অভিযোগ তুলে তৃণমূলের পক্ষ থেকে স্মারকলিপিও জমা দেওয়া হয়। এ দিন বিক্ষোভে নেতৃত্ব দেন তৃণমূলের কিষাণ-ক্ষেত-মজদুর সংগঠনের ব্লক সভাপতি মহম্মদ মোবারক আলি।

নিজস্ব সংবাদদাতা
খড়্গপুর শেষ আপডেট: ০৮ জুলাই ২০১৪ ০০:৫৯
Share: Save:

পঞ্চায়েতের কাজে অস্বচ্ছতার অভিযোগ সিপিএম প্রধানকে ঘিরে বিক্ষোভ দেখাল তৃণমূল সমথর্কেরা। সোমবার সবংয়ের নওগা গ্রাম পঞ্চায়েত অফিসে কাজ না হওয়ার অভিযোগ তুলে তৃণমূলের পক্ষ থেকে স্মারকলিপিও জমা দেওয়া হয়। এ দিন বিক্ষোভে নেতৃত্ব দেন তৃণমূলের কিষাণ-ক্ষেত-মজদুর সংগঠনের ব্লক সভাপতি মহম্মদ মোবারক আলি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত পঞ্চায়েত নির্বাচনে নওগা গ্রাম পঞ্চায়েতের ১৩টি আসনের ৮টিতে জয়ী হয় সিপিএম। বাকি ৫টি আসনের ৪টি কংগ্রেস ও ১টি তৃণমূলের দখলে রয়েছে। পঞ্চায়েতে সিপিএম বোর্ড গঠনের পর থেকেই শুরু হয় বিরোধিতা। তৃণমূলের অভিযোগ, দীর্ঘ দিন ধরেই একশো দিনের কাজ, ইন্দিরা আবাস যোজনা, গীতাঞ্জলি প্রকল্পের সুবিধা দেওয়ার ক্ষেত্রে পঞ্চায়েত পক্ষপাতিত্ব করছে। এ দিন দুপুরে সেই অভিযোগেই প্রায় একশো জন তৃণমূল সমর্থক পঞ্চায়েত অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকে। বিক্ষোভকারীদের অভিযোগ, পঞ্চায়েত সরকারি টাকার অপচয় করছে। দীর্ঘ দিন টাকা এসে পড়ে থাকলেও একশো দিনের প্রকল্পে কাজ হয়নি। বর্ষা আসতেই কিছু এলাকায় রাস্তা, খাল, নর্দমা সংস্কার করতে গিয়ে প্রয়োজনের তুলনায় বেশি করে শ্রমিকের হিসেব দেখিয়ে টাকা নয়ছয় করা হচ্ছে। এছাড়াও গীতাঞ্জলি, অধিকার, বার্ধক্যভাতা, ইন্দিরা আবাস প্রকল্পে সিপিএম বেছে বেছে গ্রামবাসীদের সুবিধা পাইয়ে দিচ্ছে বলেও তৃণমূলের অভিযোগ।

অন্য দিকে, এ দিন তৃণমূল সমর্থকরা জানতে চান, পঞ্চায়েতের নিয়ন্ত্রণাধীন বন্যা দুর্গতদের আশ্রয়ের জন্য ২৪ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত ভবনের জেনারেটর-সহ বেশ কিছু সামগ্রী সম্প্রতি কিভাবে চুরি গিয়েছে, তার উত্তর কর্তৃপক্ষকে দিতে হবে। বিক্ষোভকারীদের দাবি, অবিলম্বে প্রকৃত তালিকা অনুযায়ী স্বচ্ছভাবে বিভিন্ন প্রকল্পের সুযোগ-সুবিধা বিলি, বেহাল রাস্তা ও নর্দমা সংস্কার-সহ এলাকার সার্বিক উন্নয়নের কাজ শুরু করতে হবে। এ দিন তৃণমূলের পক্ষ থেকে এই সকল দাবি সম্বলিত একটি স্মারকলিপিও পঞ্চায়েত প্রধানের কাছ থেকে জমা দেওয়া হয়। মহম্মদ মোবারক আলির অভিযোগ, “এই পঞ্চায়েত দুর্নীতিতে জড়িয়ে পড়েছে। কাজ হচ্ছে না। টাকা তছরূপ থেকে ত্রাণ শিবিরের সামগ্রী রাতের অন্ধকারে পাচার করা, সবই চলছে। তাই এলাকার উন্নয়নের স্বার্থে পঞ্চায়েতের কাজে স্বচ্ছতার দাবিতে স্মারকলিপি জমা দিলাম।” অবিলম্বে কাজ না হলে লাগাতার আন্দোলনে নামার হুঁশিয়ারিও দেন তিনি।

যদিও নওগা গ্রাম পঞ্চায়েত প্রধান রঞ্জিত সিংহের দাবি, ওঁদের অভিযোগ সত্য নয়। তবে টাকা না আসায় কাজ এগোচ্ছে না। তাই টাকা তছরূপের তো প্রশ্নই নেই।” তিনি বলেন, “তবে পঞ্চায়েতের কাজে যাতে স্বচ্ছতা বজায় থাকে, সেজন্য আন্তরিকভাবে চেষ্টা আগেও ছিল। এখন নজরদারি আরও বাড়াব।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE