Advertisement
E-Paper

ধানের অভাবি বিক্রি বন্ধের দাবিতে কৃষকদের বিক্ষোভ

ধানের অভাবি বিক্রি বন্ধ করতে সরকারিভাবে ধান কেনার দাবি ও সারের কালোবাজারি বন্ধ করে ন্যায্য মূল্যে কৃষকদের সার কেনার ব্যবস্থার দাবিতে পূর্ব মেদিনীপুরের তমলুক, পাঁশকুড়া, কাঁথি, এগরায় সড়ক অবরোধ করল সারা ভারত কৃষক ও ক্ষেতমজুর সংগঠন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৪ ০০:৪৫
রামতাড়কে বিক্ষোভ কর্মসূচি।

রামতাড়কে বিক্ষোভ কর্মসূচি।

ধানের অভাবি বিক্রি বন্ধ করতে সরকারিভাবে ধান কেনার দাবি ও সারের কালোবাজারি বন্ধ করে ন্যায্য মূল্যে কৃষকদের সার কেনার ব্যবস্থার দাবিতে পূর্ব মেদিনীপুরের তমলুক, পাঁশকুড়া, কাঁথি, এগরায় সড়ক অবরোধ করল সারা ভারত কৃষক ও ক্ষেতমজুর সংগঠন। মঙ্গলবার বিকেলে তমলুকের রামতারকহাটে হলদিয়া-মেচেদা ৪১ নম্বর জাতীয় সড়ক, পাঁশকুড়ার পুরুষোত্তমপুরে তমলুক-পাঁশকুড়া রাজ্য সড়ক, কাঁথির নাচিন্দায় দিঘা-কলকাতা সড়ক ও এগরায় সড়ক অবরোধ করে এসইউসি প্রভাবিত সারা ভারত কৃষক ও ক্ষেতমজুর সংগঠন। একই দাবিতে ময়না বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখান ওই সংগঠনের সমর্থকরা।

এ দিন দুপুর ৩টে থেকে এক ঘণ্টা ধরে তমলুকের রামতারকহাটে হলদিয়া-মেচেদা ৪১ নম্বর জাতীয় সড়ক অবরোধে নেতৃত্ব দেন সংগঠনের জেলা সম্পাদক নন্দ পাত্র। তাঁর অভিযোগ, “ডিসেম্বর মাস শেষ হতে চললেও জেলায় সরকারি নির্ধারিত মূল্যে চাষিদের কাছ থেকে ধান কেনা শুরু হয়নি। সরকার নির্ধারিত দামে ধান বিক্রির সুযোগ না পাওয়ায় কৃষকরা খোলা বাজারে কম দামে ধান বিক্রি করতে বাধ্য হচ্ছেন। এ বিষয়ে গত ২ নভেম্বর জেলা কৃষি দফতরের কাছে অভিযোগ জানানোর পরও পদক্ষেপ নেওয়া হয়নি।”

সরকারিভাবে ধান কেনার দাবিতে এগরায় কৃষকদের পথ অবরোধ।

এছাড়াও তাঁর অভিযোগ, “সরকারিভাবে ইউরিয়া সারের দাম কেজি প্রতি ৫ টাকা ৯৫ পয়সা। কিন্তু জেলার অধিকাংশ এলাকায় সার ব্যবসায়ীদের কাছ থেকে কৃষকদের তা ১০ টাকা কেজি দামে কিনতে হচ্ছে।” কৃষক ও ক্ষেত মজুর সংগঠনের দাবি, ধানের অভাবি বিক্রি বন্ধ করতে অবিলম্বে জেলার প্রতিটি গ্রামপঞ্চায়েত এলাকায় এক বা একাধিক শিবির করে সরকার নির্ধারিত মূল্যে ধান কেনার ব্যবস্থা করতে হবে। সারের কালোবাজারি বন্ধ করতে প্রশাসনকে অসাধু সার ব্যবসায়ীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে হবে এবং ন্যায্য মূল্যে কৃষকরা যাতে সার কিনতে পারে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে , সারের সরবরাহ ও মূল্য পরিদর্শন বিষয়ে সোমবার জেলা শাসকের সভাকক্ষে একটি সর্বদলীয় বৈঠক করেন জেলাশাসক। ওই বৈঠকে জেলায় অতিরিক্ত দাম দিয়ে সার কেনার বিষয়ে জেলাশাসকের কাছে অভিযোগ জানান বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।

এ দিন এগরা-কাঁথি রাস্তায় আধ ঘণ্টা প্রতীকী অবরোধ দেখানো হয়। নেতৃত্বে ছিলেন সারা ভারত কৃষক ও খেতমজুর সংগঠনের জেলা কমিটির সদস্য জগদীশ সাউ। কৃষকদের দাবি নিয়ে মহকুমা খাদ্য নিয়ামক শিশির সরকার বলেন, “থানা ও ব্লক এলাকায় ইতিমধ্যে ধান কেনা শুরু হয়েছে। তবে আগামীতে অঞ্চল ও গ্রামে গিয়ে ঝান কেনার ব্যাপারে আলোচনা হয়েছে। শীঘ্রই কাজ শুরু হবে।” কাঁথি মহকুমার বন্যা কবলিত ব্লকগুলিতে কৃষকদের কৃষিঋণ মকুব, একশো দিনের কাজে শ্রমিকদের বকেয়া মজুরি অবিলম্বে প্রদান, প্রতিটি অঞ্চলে কৃষকদের কাছ থেকে নায্য মূল্যে ধান কেনা সহ একগুচ্ছ দাবিতে সারা ভারত কৃষক ও খেতমজুর সংগঠনের পক্ষ থেকে মঙ্গলবার বিকেলে মারিশদা থানার নাচিন্দাতে পথ অবরোধ করা হয়। প্রায় আধ ঘণ্টা ধরে দিঘা কলকাতা সড়কে পথ অবরোধ চলার পর মারিশদা থানার পুলিশ এসে অবরোধ তুলে দেয়। পথ অবরোধে নেতৃত্ব দেন সংগঠনের জেলা সম্পাদক দেবদত্ত পণ্ডা, অপূব র্পাল, পীযুষ বেরা, প্রদীপ পাল প্রমুখ।

ছবি: কৌশিক মিশ্র।

paddy farmers agitation tamluk
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy