Advertisement
১৮ মে ২০২৪

ভোটের আগে পুর এলাকা বাড়ানোর উদ্যোগ

জেলা সদর হওয়ার পর বেড়েছে শহর, জনসংখ্যা। তবে বাড়েনি পুর এলাকার আয়তন। আগামী বছর পুর নির্বাচন তমলুকে। আর তার আগে তমলুক পুরসভা এলাকার সম্প্রসারণ নিয়ে ফের উদ্যোগী হয়েছে পুর কর্তৃপক্ষ। তমলুকের পুরপ্রধান দেবিকা মাইতি বলেন, “পুরসভা এলাকার সম্প্রসারণের জন্য বছর দু’য়েক আগেই আমরা রাজ্য পুর দফতরের কাছে প্রস্তাব পাঠিয়েছিলাম। কিন্তু প্রস্তাবিত এলাকার মধ্যে থাকা একাংশ পঞ্চায়েতের তরফে সে সময় আপত্তি জানানো হয়েছিল। প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়ার সম্প্রতি এ বিষয়ে ফের পদক্ষেপ করা হচ্ছে।”

নিজস্ব সংবাদদাতা
তমলুক শেষ আপডেট: ২৭ মে ২০১৪ ০০:৪৩
Share: Save:

জেলা সদর হওয়ার পর বেড়েছে শহর, জনসংখ্যা। তবে বাড়েনি পুর এলাকার আয়তন। আগামী বছর পুর নির্বাচন তমলুকে। আর তার আগে তমলুক পুরসভা এলাকার সম্প্রসারণ নিয়ে ফের উদ্যোগী হয়েছে পুর কর্তৃপক্ষ। তমলুকের পুরপ্রধান দেবিকা মাইতি বলেন, “পুরসভা এলাকার সম্প্রসারণের জন্য বছর দু’য়েক আগেই আমরা রাজ্য পুর দফতরের কাছে প্রস্তাব পাঠিয়েছিলাম। কিন্তু প্রস্তাবিত এলাকার মধ্যে থাকা একাংশ পঞ্চায়েতের তরফে সে সময় আপত্তি জানানো হয়েছিল। প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়ার সম্প্রতি এ বিষয়ে ফের পদক্ষেপ করা হচ্ছে।” দিন কয়েক আগে তমলুকের পুরপ্রধান-সহ এক প্রতিনিধি দল রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের আধিকারিকদের সঙ্গে দেখা করে পদক্ষেপের আর্জি জানিয়ে এসেছেন।

রাজ্যের অন্যতম প্রাচীন শহর তমলুকে পুরসভা গঠন হয় ১৮৬৪ সালে। তখন ব্রিটিশ আমল। দীর্ঘদিনের মহকুমা শহর তমলুক ২০০২ সালের পয়লা জানুয়ারি নবগঠিত পূর্ব মেদিনীপুর জেলা সদরের স্বীকৃতি পায়। চলতি বছরেই পুরসভার দেড়শো বছর পূর্তি উৎসব হয়েছে। তমলুকের ঐতিহ্যের সঙ্গে অবশ্য এই শহরের রাস্তাঘাট, নিকাশি-সহ প্রাথমিক পরিকাঠামোরও তেমন উন্নতি হয়নি। উল্টে ক্রমশ জনসংখ্যা বৃদ্ধির জেরে শহরের রাস্তায় নিত্য যানজট লেগেই থাকে। ফলে শহরের নাগরিকদের তো বটেই বিভিন্ন স্থান থেকে আসা মানুষদের দুর্ভোগের শিকার হতে হয়।

পুরসভা সূত্রে জানা গিয়েছে, বর্তমানে তমলুক পুরসভা এলাকার জনসংখ্যা প্রায় ৬৬ হাজারের বেশি হলেও আয়তন মাত্র ১৭.৮৬ বর্গ কিলোমিটার। জেলা সদর হিসেবে স্বীকৃতি পেলেও গত ১২ বছরে তমলুক শহরে জেলা প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেনি। তমলুকের অতিরিক্ত জেলা শাসকের অফিসকেই জেলা প্রশাসনিক অফিস হিসেবে ব্যবহার করা হচ্ছে। সরকারের বিভিন্ন দফতরের অধিকাংশ অফিস চলছে বাড়ি ভাড়া নিয়ে। প্রস্তাবিত নতুন জেলা প্রশাসনিক অফিস ভবন-সহ বিভিন্ন দফতরের নিজস্ব অফিস ভবন তৈরির জন্য শহর সংলগ্ন নিমতৌড়ি এলাকায় প্রায় ১১০ একর জমি অধিগ্রহণ করেছে জেলা প্রশাসন। প্রস্তাবিত জেলা প্রশাসনিক ভবন নির্মাণের জন্য সম্প্রতি রাজ্য সরকার প্রায় ৮২ কোটি টাকা বরাদ্দও করেছে। কিন্তু সেই এলাকা এখনও পুরসভা এলাকার বাইরে উত্তর সোনামুই পঞ্চায়েত এলাকার মধ্যে রয়েছে। পুরসভা ও জেলা প্রশাসনের তরফে প্রস্তাবিত জেলা প্রশাসনিক অফিস চত্বর-সহ তমলুক শহরের লাগোয়া আরও বেশ কিছু গ্রামীণ এলাকাকে পুরসভা এলাকার সঙ্গে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছিল ২০১২ সালেই। তমলুক পুরসভার তরফে ওই বছরেই এলাকা সম্প্রসারণের বিষয়ে প্রস্তাব পাঠানো হয় রাজ্য পুর ও নগরোন্নয়ন দফতরের কাছে। তখন পঞ্চায়েতের বাধায় তা না হওয়ায় এ বার সেই বাধা কাটিয়ে ওঠার চেষ্টা হচ্ছে। তমলুকের উপ-পুরপ্রধান দীপেন্দ্রনারায়ণ রায় বলেন, “পুর এলাকার সম্প্রসারণ হলে তমলুক শহরের আয়তন বৃদ্ধির সাথে প্রশাসনিক গুরুত্ব বৃদ্ধি পাবে। তাছাড়া নাগরিক পরিষেবারও উন্নতি হবে। তাই পুরসভা এলাকা সম্প্রসারণের বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে।” পুরসভা সূত্রে জানা গিয়েছে, আগামী বছর রাজ্যের বেশ কয়েকটি পুরসভার সঙ্গে তমলুক পুরসভারও নির্বাচন রয়েছে। তার আগেই এলাকা সম্প্রসারণের চেষ্টা হচ্ছে।

২০১৩ সালের প্রথম দিকেই হলদিয়া উন্নয়ন পর্ষদের এলাকার মধ্যে যুক্ত হয় তমলুক শহর-সহ গোটা মহকুমা। হলদিয়া উন্নয়ন পর্ষদের তরফে তমলুক শহরের রাখাল মেমোরিয়াল স্টেডিয়াম সংস্কার, রাস্তায় আধুনিক আলোর ব্যবস্থা-সহ বিভিন্ন কাজ করা হচ্ছে। তাই শহরের পরিকাঠামো উন্নয়ন করতে গিয়ে এলাকা সম্প্রসারণের বিষয়টি নিয়ে উদ্যোগী হয়েছে পুরসভা। তমলুক পুরসভার প্রস্তাব অনুযায়ী শহরের বর্তমান পুর এলাকার পশ্চিম দিকে থাকা উত্তর সোনামুই, পিপুলবেড়িয়া ১ পঞ্চায়েত এলাকার প্রায় পুরোটাই ও বিষ্ণুবাড়-২, পদুমপুর-১ ও দক্ষিণ নারিকেলদা পঞ্চায়েত এলাকার একাংশ মিলিয়ে মোট ২০টি মৌজাকে তমলুক পুরসভার সঙ্গে সংযুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। নতুন এইসব মৌজা সংযুক্ত হলে হলদিয়া-মেচেদা ৪১ নম্বর জাতীয় সড়কের নিমতৌড়ি থেকে রাধামণি পর্যন্ত পুরসভা এলাকা হিসেবে চিহ্নিত হবে। এর ফলে পুরসভার বর্তমান আয়তন বেড়ে প্রায় দ্বিগুণ হবে।

নতুন গ্রামীণ এলাকা পুরসভার সঙ্গে যুক্ত হলে ওই সব এলাকার পরিকাঠামোর উন্নতির পাশাপাশি বাসিন্দাদের নাগরিক পরিষেবার উন্নতি হবে বলে পুর-কর্তৃপক্ষের অভিমত। প্রস্তাবিত তমলুক পুরসভা এলাকার মধ্যে রয়েছে নিশ্চিন্তবসান, নকিবসান, গৌরাঙ্গপুর, ভুবনেশ্বরপুর, ভাণ্ডারবেড়িয়া, চকশ্রীকৃষ্ণপুর, উত্তর সোনামুই, কুলবেড়িয়া, নিমতৌড়ি, গণপতিনগর, আজানগেছিয়া, কামারবাড়, জয়রামবাটি, কাকগেছিয়া, উত্তর রাউতৌড়ি, দক্ষিন ধলহরা, উত্তর নারিকেলদা প্রভৃতি গ্রাম। বর্তমানে তমলুক পুরসভায় মোট ১৭টি মৌজা রয়েছে। প্রস্তাবিত এলাকা সংযুক্ত হলে পুরসভায় মোট ৩৭টি মৌজা হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

corporation area expansion medinipur tamluk
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE