Advertisement
১৯ মে ২০২৪

ভোটের মুখে খুনে ধৃত অশোক গুড়িয়ার জামিন

নন্দীগ্রামে তৃণমূল নেতা সমর মাইতি খুনের ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগে ধৃত সিপিএম জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য অশোক গুড়িয়া হাইকোর্টের নির্দেশে জামিন পেলেন। মঙ্গলবার হাইকোর্টের নির্দেশে জামিন পাওয়ার পর বুধবার বিকেলে হলদিয়া মহকুমা সংশোধানাগার থেকে ছাড়া পান অশোকবাবু। ওই মামলায় গ্রেফতার হওয়া আরও তিনজনও হাইকোর্টের নির্দেশে মঙ্গলবার জামিন পেয়েছেন।

নিজস্ব সংবাদদাতা
তমলুক শেষ আপডেট: ০৮ মে ২০১৪ ০২:০২
Share: Save:

নন্দীগ্রামে তৃণমূল নেতা সমর মাইতি খুনের ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগে ধৃত সিপিএম জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য অশোক গুড়িয়া হাইকোর্টের নির্দেশে জামিন পেলেন। মঙ্গলবার হাইকোর্টের নির্দেশে জামিন পাওয়ার পর বুধবার বিকেলে হলদিয়া মহকুমা সংশোধানাগার থেকে ছাড়া পান অশোকবাবু। ওই মামলায় গ্রেফতার হওয়া আরও তিনজনও হাইকোর্টের নির্দেশে মঙ্গলবার জামিন পেয়েছেন।

গত ৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় নন্দীগ্রাম-২ ব্লকের বয়াল-২ পঞ্চায়েতের তৃণমূল উপ-প্রধান সমর মাইতিকে স্থানীয় তেরপেখ্যা বাজারের কাছে গুলি করে খুন করে পালায় দুষ্কৃতীরা। খুনের অভিযোগ ওঠে স্থানীয় বিক্ষুদ্ধ তৃণমূল নেতা শেখ নাজিমুদ্দিন ও তাঁর দলবলের বিরুদ্ধে। খুনের ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগে পুলিশ নন্দীগ্রামের সিপিএম নেতা তথা দলের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য অশোক গুড়িয়া, ঘটনায় জড়িত অভিযোগে দেবল জানা, গৌরীশঙ্কর খাটুয়া, শাহ আলম খান এই চারজনকে ওই দিন রাতেই গ্রেফতার করে।

অশোকবাবুকে গ্রেফতারের প্রতিবাদ জানিয়েছিল পূর্ব মেদিনীপুর জেলা বামফ্রন্ট নেতৃত্ব। তাদের অভিযোগ ছিল, তৃণমূলের গোষ্ঠীকোন্দলের জেরেই এই খুন আর অশোকবাবুকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। পরে অবশ্য আদালতের নির্দেশে জেল হেফাজত হয় অশোকবাবু-সহ গ্রেফতার হওয়া অভিযুক্তদের। প্রথমে অশোকবাবু-সহ চারজনের জামিনের জন্য পূর্ব মেদিনীপুর জেলা আদালতে আবেদন করা হলেও তা নাকচ হয়। এরপর গত এপ্রিল মাসে হাইকোর্টে জামিনের জন্য আবেদন করেন অশোকবাবুরা। পরে পুলিশ ৯০ দিনের মধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশিট দিতে না পারায় ৯১ দিনের মাথায় মঙ্গলবার হলদিয়া মহকুমা আদালতের বিচারক দেবকুমার সুকুল শর্তসাপেক্ষে অশোকবাবু-সহ চারজনের জামিনের আবেদন মঞ্জুর করেন। বুধবারই পুলিশ ওই মামলায় হলদিয়া মহকুমা আদালতে চার্জশিট জমা দিয়েছে বলে জানা গিয়েছে।

২০০৭ সালে নন্দীগ্রামে জমি আন্দোলন পর্বে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ছয় সমর্থক নিখোঁজ মামলায় প্রাক্তন সিপিএম সাংসদ লক্ষ্মণ শেঠ, অমিয় সাহু, অশোক গুড়িয়াকে ২০১২ সালের ১৭ মার্চ গ্রেফতার করেছিল সিআইডি। এরপর হাইকোর্টের নির্দেশে শর্তসাপেক্ষে জামিন পেয়েছিলেন তিনি। চলতি বছর ফেব্রুয়ারি মাসে তৃণমূল নেতা সমর মাইতির খুনের ঘটনায় ফের গ্রেফতার হন অশোকবাবু। জেলে থাকাকালীনই লোকসভা নির্বাচনে তাঁকে নন্দীগ্রামে ভোটের দায়িত্ব দিয়েছিল সিপিএম। কিন্তু জেলবন্দি থাকায় সেই দায়িত্ব পালন করতে পারেননি। ১২ মে তমলুকে ভোট। তার আগে অশোকবাবু ছাড়া পেলেন ঠিকই, তবে প্রচারের জন্য হাতে বেশি সময় নেই। এ দিন সংশোধানাগার থেকে বেরিয়ে হলদিয়ায় সিপিএমের জোনাল কমিটির কার্যালয়ে গিয়ে অশোকবাবু বলেন, “ভোটের আগে বাড়ি ফিরে ভোট দিতে চাই।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

ashok guria samar maity mudder tmc
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE