Advertisement
০৩ মে ২০২৪

ফরাক্কার উন্নয়নে বরাদ্দ বাড়ানোর দাবি

ফরাক্কা তাপ বিদ্যুৎ কেন্দ্রের স্থানীয় এলাকা উন্নয়ন কমিটির বৈঠকে এলাকা উন্নয়নে আরও বেশি টাকা বরাদ্দের দাবি তুললেন ফরাক্কার নির্বাচিত জন প্রতিনিধিরা।

নিজস্ব সংবাদদাতা
রঘুনাথগঞ্জ শেষ আপডেট: ১২ অগস্ট ২০১৬ ০০:০১
Share: Save:

ফরাক্কা তাপ বিদ্যুৎ কেন্দ্রের স্থানীয় এলাকা উন্নয়ন কমিটির বৈঠকে এলাকা উন্নয়নে আরও বেশি টাকা বরাদ্দের দাবি তুললেন ফরাক্কার নির্বাচিত জন প্রতিনিধিরা। গত বছর এনটিপিসি এই উন্নয়ন প্রকল্পে ৭.২৯ কোটি টাকা খরচ করেছে। এ বারে ইতিমধ্যেই ৫.৪০ কোটি টাকার কাজ চলছে। এ বারে আরও বরাদ্দ করা হয়েছে ৬.৭৪ কোটি টাকা। এ দিনের বৈঠকে উপস্থিত ছিলেন ফরাক্কার বিধায়ক মইনুল হক, বিভিন্ন পঞ্চায়েতের প্রতিনিধি, ও ফরাক্কার প্রশাসনিক কর্তারা। ছিলেন ফরাক্কা তাপ বিদ্যুৎ কেন্দ্রের জেনারেল ম্যানেজার এ কে সিংহ, এজিএম মিলন কুমার। তাপবিদ্যুৎ কেন্দ্রের ম্যানেজার অসীম বন্দ্যোপাধ্যায় জানান, প্রতিনিধিরা কিছু সুনির্দিষ্ট উন্নয়ন পরিকল্পনার কথা জানিয়েছেন। এনটিপিসি সেই সব প্রস্তাব বিবেচনা করে অবশ্যই ব্যবস্থা নেবে। মইনুলের অভিযোগ, ‘‘ফরাক্কায় বিরোধী দলের বিধায়ক ও পঞ্চায়েত রয়েছে বলে উন্নয়নে অনেক পিছিয়ে। তাই আমি এনটিপিসির কাছে তাদের সামাজিক উন্নয়ন প্রকল্পে বরাদ্দ বাড়াবার দাবি জানিয়েছি।’’ তাঁর দাবি, ফরাক্কা শিল্পনগরী হলেও চিকিৎসা পরিষেবা বলে তেমন কিছু নেই। তাই এনটিপিসির কর্তাদের বলা হয়েছে চিকিৎসা পরিষেবার কাজে ফরাক্কার গ্রামগুলিতে আরও অর্থ বরাদ্দ করতে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

farakka development
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE