Advertisement
০২ জুন ২০২৪

গ্রামবাসীকে মারধরে অভিযুক্ত বিএসএফ

এক গ্রামবাসীকে মারধর করার অভিযোগ উঠল বিএসএফ এর বিরুদ্ধে। জখম ওই গ্রামবাসীর নাম ষষ্ঠী ঘোষ। বাড়ি ফতেপুর এলাকায়। জখম অবস্থায় তাঁকে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিএসএফ এর বিরুদ্ধে হাঁসখালি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

নিজস্ব সংবাদদাতা
কৃষ্ণনগর শেষ আপডেট: ২১ জুন ২০১৬ ০৬:২৮
Share: Save:

এক গ্রামবাসীকে মারধর করার অভিযোগ উঠল বিএসএফ এর বিরুদ্ধে। জখম ওই গ্রামবাসীর নাম ষষ্ঠী ঘোষ। বাড়ি ফতেপুর এলাকায়। জখম অবস্থায় তাঁকে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিএসএফ এর বিরুদ্ধে হাঁসখালি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

রবিবার দুপুরে তাকে মারধর করা হয় বলে অভিযোগ। এলাকার বাসিন্দা গাজনা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য শক্তিপদ ঘোষ বলেন, ‘‘ওই ছেলেটি তিন জন দিনমজুর নিয়ে কাঁটাতাদের এপারের জমিতে তার কলা বাগানে কাজ করছিল। ১২টা বেজে যাওয়ায় সে দিনমজুরদের ছুটি দিয়ে একা বর্ডার রোড দিয়ে বাড়ি ফিরছিল। সেই সময় বিএসএফ জওয়ানরা তাঁকে ধরে জানতে চায় যে বাকি তিন জন কোথায় গেল। ষষ্ঠী জানায় যে সে তাদের ছুটি দিয়ে দিয়েছে। কিন্তু বিএসএফ জওয়ানেরা সেটা মানতে চায় না। তখনই তাকে বেধড়ক মারধর করতে থাকে।’’ যদিও এই মারধরের ঘটনা অস্বীকার করেছে বিএসএফ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

BSF
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE