স্বামীর বয়স ২২, স্ত্রীয়ের ১৮। কম বয়সে বিয়ে করায় সম্পর্ক ছিন্ন করেছিলেন বাড়ির লোকেরা। বৃহস্পতিবার সকালে গ্রামের আম বাগানে গাছের ডাল থেকে উদ্ধার হল ওই দম্পতির ঝুলন্ত মৃতদেহ। হাঁসখালি থানার ভবানীপুর এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি শাড়িরই দুই প্রান্ত জড়ানো ছিল স্বামী ও স্ত্রীয়ের গলায়। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম সুজিত রায় ও প্রিয়া রায়। প্রাথমিক তদন্তে অনুমান, ওই দম্পতি গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গিয়েছে, সুজিত কলকাতায় রাজমিস্ত্রির কাজ করত। বছর দেড়েক আগে তার সঙ্গে ফেসবুকে আলাপ হয় উত্তর ২৪ পরগনার বনগাঁর ভবানীপুর এলাকার বাসিন্দা প্রিয়ার। সেখান থেকেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। মাস সাতেক আগে প্রিয়া এক দিন চলে আসে সুজিতের বাড়িতে। কাউকে কিছু না জানিয়ে তারা বিয়েও করে নেয়।