Advertisement
১১ মে ২০২৪

আহিরণে শান্তি রক্ষার ডাক জাকিরের

উপলক্ষ্য ছিল পরিবেশ দিবসে নেহাতই বনসৃজনের। আর সেই অনুষ্ঠানেই এক মঞ্চে সকলকেই হাতের কাছে পেয়ে শান্তি সৃজনের বার্তা দিলেন শাসক দলের মন্ত্রী জাকির হোসেন।

নিজস্ব সংবাদদাতা
আহিরণ শেষ আপডেট: ০৬ জুন ২০১৬ ০১:৩৪
Share: Save:

উপলক্ষ্য ছিল পরিবেশ দিবসে নেহাতই বনসৃজনের। আর সেই অনুষ্ঠানেই এক মঞ্চে সকলকেই হাতের কাছে পেয়ে শান্তি সৃজনের বার্তা দিলেন শাসক দলের মন্ত্রী জাকির হোসেন।

অনুষ্ঠানে হাজির কংগ্রেসের জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ আশিস তেওয়ারি, সিপিএমের জেলা কমিটির সদস্য অসিত দাস, তৃণমূলের সুতি ব্লক সভাপতি জিয়ারত আলি, ফরওয়ার্ড ব্লকের ব্লক সম্পাদক মহম্মদ মতিন, আরএসপির ব্লক সম্পাদক গোলাম নবি, বিজেপির সভাপতি সন্দীপ দাস, আহিরণ পঞ্চায়েতের প্রধান তৃণমূলের কাজল কুমার রায়। সকলেই একযোগে আহিরণের চন্দ্রদ্বীপ পার্কে চারাগাছ রোপণ করলেন।

অনুষ্ঠানে হাজির ছিলেন, সুতি থানার ওসি বিশ্ববন্ধু চট্টরাজ। ২০০৭ সালে আহিরণের পুলিশ ফাঁড়ির দায়িত্বে থাকার সময়েই যাঁর উদ্যোগে শিলান্যাস হয়েছিল ফাঁড়ি লাগোয়া ছ’ একর জমির উপর একটি বিনোদন পার্কের। কংগ্রেস নিয়ন্ত্রিত জেলা পরিষদ দফায় দফায় বরাদ্দ করেছেন ১১ লক্ষ টাকা।

সব দলের নেতাদের কাছে জাকিরের আর্জি জানান, “সহযোগিতা করুন সকলেই। বন সৃজনের পাশাপাশি এলাকায় শান্তির সৃজনও সমান জরুরি। আমি দলের মন্ত্রী নই, সকলের মন্ত্রী।’’ তিনি জানিয়েছেন, শাসক বিরোধী বলে নয় কোথায় কী করলে মানুষ উপকৃত হবেন, সে বিষয়ে সবার পরামর্শ আমাদের প্রয়োজন।

পার্ক কমিটির সম্পাদক সিপিএমের জেলা কমিটির সদস্য অসিত দাস বলছেন, “একসময় আহিরণে কথায় কথায় উত্তেজনা ও সংঘর্ষ ছিল নিত্য দিনের ঘটনা। এখন বদলে গিয়েছে সেই পরিবেশটাই। বিরোধী দল হলেও মন্ত্রী হিসেবে জাকিরের উদ্যোগের পাশে আছি আমরা। ”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

jakir hossain
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE