ক্রেতার হাতে ক্যারিব্যাগ দেখলেই জরিমানা ৫০ টাকা। আর বিক্রেতার ৫০০ টাকা জরিমানা। ক্যারিব্যাগ ব্যবহারে এহেন নোটিস ঝুলিয়েছে জঙ্গিপুর পুরসভা সোমবার দুপুরে। কিন্তু কোথায় কি? হুঁশিয়ারিকে থোড়াই কেয়ার করে দিব্যি বুক ফুলিয়ে শহর জুড়ে চলছে ক্যারিব্যাগের দাপাদাপি।
পুরসভার কথা, বহু চেষ্টা হয়েছে ক্যারি ব্যাগ নিষিদ্ধ করার। কিন্তু পারা যায়নি। অথচ পুরসভার উপর প্রশাসনের চাপ বাড়ছে। তাই জরিমানার শেষ অস্ত্র দেখিয়ে নোটিস ঝোলাতে হয়েছে। কিন্তু পুর প্রশাসকের সেই জরিমানার নোটিস যে গায়ে মাখেনি না শহর বুধবার তা স্পষ্ট হয়েছে। পুর প্রশাসক মোজাহারুল ইসলাম বলছেন, ‘‘সোমবার জরিমানা সংক্রান্ত নোটিস ঝুলিয়েছি। এখনও পথে নামিনি। জরিমানাও আদায় হয়নি। পুলিশকে সঙ্গে নিয়েই নামতে হবে। আগেই ধরা হবে বড় ক্যারিব্যাগ ব্যবসায়ীদের। কারণ শহরে ক্যারিব্যাগ আনা আগে তাঁদের বন্ধ করতে হবে।’’
দেড়শো বছরের প্রাচীন পুর শহরের নিকাশি ব্যবস্থাকে বিপর্যস্ত করে তুলেছে প্লাস্টিক ও ক্যারিব্যাগের অবাধ ব্যবহার। গত তিন বছর পুরসভা শাসক দল তৃণমূল নিয়ন্ত্রিত। জঙ্গিপুরের পুরকর্তাদের সাফাই, বহু চেষ্টা করেছি। কিন্তু শহরের মানুষ সচেতন না হলে কী আর করা যাবে ?