Advertisement
১১ মে ২০২৪

জওয়ান পেটানোয় অধরা মূল অভিযুক্ত

ঘটনার পর কেটে গিয়েছে ৪৮ ঘণ্টা। এখনও বিএসএফকে মারধরে মূল অভিযুক্তকে খুঁজেই পেল না পুলিশ। এ নিয়ে প্রহৃত জওয়ান বাবলু দাসের পরিবারের লোকজন ক্ষুব্ধ। অসন্তোষ বাড়ছে পাড়াতেও। পুলিশের দাবি, অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।

নিজস্ব সংবাদদাতা
কল্যাণী শেষ আপডেট: ০৭ মার্চ ২০১৭ ০০:৪২
Share: Save:

ঘটনার পর কেটে গিয়েছে ৪৮ ঘণ্টা। এখনও বিএসএফকে মারধরে মূল অভিযুক্তকে খুঁজেই পেল না পুলিশ। এ নিয়ে প্রহৃত জওয়ান বাবলু দাসের পরিবারের লোকজন ক্ষুব্ধ। অসন্তোষ বাড়ছে পাড়াতেও। পুলিশের দাবি, অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।

বাবলু গয়েশপুরের লক্ষ্মীমোড় এলাকার বাসিন্দা। তিনি শিলংয়ে কর্মরত। সম্প্রতি ছুটিতে বাড়িতে এসেছেন। শনিবার রাতে বাড়ির সামনের রাস্তায় পায়চারি করতে বেড়িয়েছিলেন সীমান্তরক্ষী বাহিনীর ওই জওয়ান। অভিযোগ, রাস্তার উপরেই মদ্যপান করছিল একদল যুবক। তাদের সরে যেতে বলেছিলেন বাবলু। এই নিয়ে দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয়। মারধর করা হয় বাবলুকে। এরপর যে যার বাড়ি ফিরে যায়। বিরতির পর ওই যুবকেরা আরও লোকজন জুটিয়ে বাবলুর বাড়িতে চড়াও হয়। বাবলু, তাঁর মা এবং দাদাকেও মারধর করে তারা। বাবলু এবং তাঁর মা জেএনএম হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনার রাতেই পুলিশ একজনকে ধরে। বাবলুর পরিবারের তরফে তিন জনের নামে এফআইআর
করা হয়েছে। তদন্তে পুলিশ ওই এলাকার কুখ্যাত এক দুষ্কৃতীর উপস্থিতির কথা জানতে পেরেছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তেরা কাছাকাছি লুকিয়ে রয়েছে। খুব শিগগিরই তাদের ধরা হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Kalyani BSF Jawan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE