ব্ল্যাডব্যাঙ্কের ভাড়ার এমনিতেই সারা বছর ধুঁকতে থাকে। গরম পড়লে কখনও কখনও সেটা শূন্যে গিয়ে ঠেকে। এ সময়ে তাই বিপাকে পড়তে হয় থ্যালাসেমিয়া রোগীদের। তা ঠেকাতে অভিনব উপায় নিল মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পড়ুয়ারা।
সোমবার থ্যালাসেমিয়া দিবসে এক রক্তদান শিবিরের আয়োজন করেন তাঁরা। সামিল হয় মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষও। সকাল থেকে পড়ুয়া-ইনটার্নেরা রক্ত দান করেন। ৭০ ইউনিট রক্ত সংগৃহীত হয়।
আগামী ৯-১৩ মে ‘মেডিক্যাল কলেজ ফেস্ট’ অনুষ্ঠিত হবে। তার আগে থ্যালাসেমিয়া রোগীর বাড়ির লোকজনের সঙ্গে সেই আনন্দ ভাগ করে নিতে ওই শিবিরের আয়োজন। এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন সুপার সুহৃতা পাল। তিনি বলেন, ‘‘এতে সাধারণ মানুষও স্বেচ্ছায় রক্ত দান করার প্রেরণা পাবেন।’’
জেলায় এই মুহূর্তে ৭৭৮ জন থ্যালাসেমিয়া রোগী রয়েছেন। মুর্শিদাবাদ জেলা থ্যালাসেমিয়া কন্ট্রোল ইউনিটের ভারপ্রাপ্ত চিকিৎসক আর্য সেন জানান, প্রতি মাসে ২০০-২৫০ জন থ্যালাসেমিয়া রোগীকে রক্ত দেওয়া হয়। যে কোনও শিবির অনুষ্ঠিত হওয়ার পরে যাঁদের রক্তের প্রয়োজ, সেই সমস্ত রোগীদের রক্ত দেওয়া হয়। চিকিৎসকেরা জানান, জেলায় আত্মীয়দের মধ্যে বিয়ে হওয়ার প্রবণতা বেশি রয়েছে বলেই থ্যালাসেমিয়া রোগীর সংখ্যা বেশি। আর্য সেন জানান, বিয়ের আগে বা সন্তান ধারণের আগে স্বামী-স্ত্রী দু’জনে এসে যদি রক্ত পরীক্ষার ব্যবস্থা করেন, তা হলে ওই রোগ নির্মূল করা সম্ভব। মেডিক্যালে বিনামূল্যে তা পরীক্ষার ব্যবস্থা রয়েছে।