Advertisement
১০ মে ২০২৪

উৎসবের সঙ্গে মিশেছে নতুন বইয়ের গন্ধও

শারদোৎসব ও ইদুজ্জোহার আনন্দের রেশ কাটতে না কাটতেই দোরগোড়ায় হাজির আলোর উৎসব, দীপাবলি। উৎসবের আবহে পিছিয়ে নেই সাময়িক পত্রপত্রিকার লেখক ও সম্পাদরোও। অষ্টমীর মধ্যে এক দফা শারদ পত্রপত্রিকা ও পুস্তক প্রকাশিত হয়েছে। মুদ্রণ সমস্যা-সহ নানান কারণে সেই শারদ সংকলনের সঙ্গে পা মেলাতে যাঁরা পিছিয়ে পড়েছেন, দীপাবলির উৎসবের দোরগোড়ায় তাঁরা প্রকাশ করলেন শারদসাহিত্য সম্ভার।

প্রকাশিত পত্রপত্রিকা। —নিজস্ব চিত্র।

প্রকাশিত পত্রপত্রিকা। —নিজস্ব চিত্র।

অনল আবেদিন
বহরমপুর শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০১৪ ০০:২১
Share: Save:

শারদোৎসব ও ইদুজ্জোহার আনন্দের রেশ কাটতে না কাটতেই দোরগোড়ায় হাজির আলোর উৎসব, দীপাবলি। উৎসবের আবহে পিছিয়ে নেই সাময়িক পত্রপত্রিকার লেখক ও সম্পাদরোও। অষ্টমীর মধ্যে এক দফা শারদ পত্রপত্রিকা ও পুস্তক প্রকাশিত হয়েছে। মুদ্রণ সমস্যা-সহ নানান কারণে সেই শারদ সংকলনের সঙ্গে পা মেলাতে যাঁরা পিছিয়ে পড়েছেন, দীপাবলির উৎসবের দোরগোড়ায় তাঁরা প্রকাশ করলেন শারদসাহিত্য সম্ভার।

কান্দির বন্যা ভূমিপুত্র অপরেশ চট্টোপাধ্যায়ের ৮টি প্রবন্ধ নিয়ে বিজয়া দশমীর পর একাদশীতে প্রকাশিত হয়েছে ‘নদী-বন্য ও কান্দি মহকুমা’ নামের একটি গ্রন্থ। ওই সংকলন গ্রন্থে ৮টি প্রবন্ধ ছাড়াও রয়েছে ‘নদীজ শব্দ’, ‘পাঁচালি গানে কান্দি মহকুমার বন্যা’ ও “তথ্যপঞ্জি’ শীর্ষক তিনটি লেখা। ওই একই দিনের অনুষ্ঠানে অপরেশ চট্টোপাধ্যায় ও কুণালকান্তি রায় সম্পাদিত পত্রিকা ‘অঙ্গাঙ্গি’র দশম বর্ষের প্রথম সংখ্যটি প্রকাশিত হয়েছে। ওই সংখ্যায় রয়েছে সদ্য প্রয়াত কবি নবারুণ ভট্টাচার্য- সহ ৩৪ জনের কবিতা, ২টি গল্প ও ২টি নিবন্ধ। প্রচ্ছদ বিমল সাহা।

ত্রয়োদশীর পরের দিন বহরমপুরে স্কোয়ার ফিল্ড লাগোয়া চতুষ্কোন পার্কে এক ঘরোয়া অনুষ্ঠানে প্রকাশিত হয়েছে তাপস ঘোষ ও এমদাদ উল হকের যুগ্ম সম্পদনায় ‘চারুলতা’ পত্রিকার উৎসব সংখ্যা। ওই সংখ্যায় রয়েছে ২টি কবিতা ছাড়াও ৫২ জন কবির কবিতা। প্রচ্ছদ গোবিন্দ ত্রিবেদি। গত ১৯ অক্টোবর বহরমপুর থেকে প্রকাশিত হয়েছে ৬ জন কবির সম্মিলিত কাব্যগ্রন্থ ‘ছয় খেয়ার পাললিক’। আকাশ। ওই ৬ জন কবি হলেন নাসের হোসেন, শান্তনু বন্দ্যোপাধ্যায়, অভিজিৎ রায়, রাহুল ঘোষ, গোপাল বাইন ও শঙ্খশেখর ভাদুড়ি। কাব্যগ্রন্থটির অলংকরণ করেছেন সৈয়দ সুশোভন রফি। বর্ষীয়ান কবি নিখিল সরকারের বাড়ি মুর্শিদাবাদ জেলার দৌলতাবাদে। তাঁকে সাহিত্য সম্মানে ভূষিত করল পশ্চিম মেদিনীপুরের ‘আই সোসসাইটি’ নামের পত্রিকা গোষ্ঠী।

আজ, শুক্রবার বহরমপুর রবীন্দ্রসদনে শুরু হতে চলেছে ৩ দিনের চিত্র প্রদর্শনী। আয়োজক সংস্থার অন্যতম কর্তা কার্তিক পাল বলেন, “ওই প্রদর্শনীতে থাকবে ৩৮ জনের আঁকা ৪৭টি ছবি।” শুক্রবার থেকে রবিবার পর্যন্ত ৩ দিনের প্রদর্শনী চলবে প্রতিদিন দুপুর ৩টে থেকে রাত ৯টা পর্যন্ত। প্রদর্শনীর উদ্বোধন করবেন বিশিষ্ট চিত্রশিল্পী দেবব্রত সরকার। আগামী ১ অক্টোবর হরিহরপাড়া হাই স্কুল মাঠে শুরু হতে চলেছে চতুর্থ বর্ষের ‘হরিহরপাড়া বইমেলা’। হরিহরপাড়া জলকল্যাণ সমিতি আয়োজিত হরিহরপাড়া হাইস্কুল মাঠে ৪ দিনের ওই বইমেলা চলবে ৪ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন মেলা প্রাঙ্গন খোলা থাকবে দুপুর ১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। ওই মেলায় কোনও প্রবেশ মূল্য নেই। ২ অক্টোবর রয়েছে আলোচনসভা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

kali pujo anal abedin berhampore
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE