Advertisement
০৫ মে ২০২৪

শৌচালয় না করেই টাকা তোলার নালিশ

মিড-ডে মিলের রান্নাঘর ও শৌচালয় তৈরি না করে টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠল শিক্ষকের বিরুদ্ধে। নাকাশিপাড়ার ধর্মদা চারুচন্দ্র প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা।

নিজস্ব সংবাদদাতা
কৃষ্ণনগর শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৫ ০১:১৯
Share: Save:

মিড-ডে মিলের রান্নাঘর ও শৌচালয় তৈরি না করে টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠল শিক্ষকের বিরুদ্ধে। নাকাশিপাড়ার ধর্মদা চারুচন্দ্র প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা।

এ বিষয়ে প্রশাসনের বিভিন্ন দফতরে অভিযোগ জানান ওই স্কুলের বর্তমান প্রধান শিক্ষক দেবাশিস মণ্ডল। ২০০৯ সালে মিড-ডে-মিলের রান্নাঘরের জন্য বরাদ্দ ৬০ হাজার টাকা এবং শৌচালয়ের জন্য বরাদ্দ ২৭ হাজার ৫৫০ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে তৎকালীন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে। তা ছাড়াও ২০১০-১১ অর্থবর্ষে অতিরিক্ত শ্রেণিকক্ষ নির্মাণের জন্য ২ লক্ষ ৫৪ হাজার ৮০০ টাকা বরাদ্দ হয়। সেই টাকায় তৎকালীন প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যানের বিনা অনুমতিতে হলঘর নির্মাণ করেন এবং অসম্পূর্ণ অবস্থায় রেখে দেন। সেই হলঘরের জানালা দরজার ফ্রেম বাবদ ৮ হাজার ৬১৬টাকা খরচ দেখানো হলেও আদৌ জানালা দরজার ফ্রেম ছিল না।

জেলার সর্বশিক্ষা মিশনের প্রজেক্ট অফিসার সচ্চিদানন্দ বন্দোপাধ্যায় অভিযোগ পেয়েছেন বলে জানিয়েছেন। বিডিও দিব্যেন্দু মজুমদার তদন্ত শুরু করেছেন। অভিযুক্ত শিক্ষক শ্রীবাসচন্দ্র দাসের দাবি, প্রতিহিংসাবশত তাঁর বিরুদ্ধে এমন অভিযোগ আনা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE