Advertisement
০৭ অক্টোবর ২০২৪

বিস্ফোরণের খবর দ্রুত পৌঁছে দিতে নয়া অ্যাপ

খবর পৌঁছবে সিআইডি-র ডিআইজি (অপারেশন), সিআইডি-র সুপার (অপারেশন)-সহ বম্ব ডেটা সেন্টারের সব কর্তার কাছে।

—প্রতীকী ছবি।

—প্রতীকী ছবি।

শিবাজী দে সরকার
কলকাতা শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৮ ০২:০৪
Share: Save:

রাজ্যের কোথাও বড়সড় বোমাবাজি, বিস্ফোরণ কিংবা বোমা উদ্ধার হলে সেই খবর বম্ব ডিসপোজাল স্কোয়াড (বিডিএস)-এর কাছে যথা সময়ে পৌঁছয় না বলে অভিযোগ উঠছিল। তাই সিআইডি-র বম্ব ডেটা সেন্টার একটি নতুন অ্যাপ তৈরি করেছে। বোমা উদ্ধার হলে বা বিস্ফোরণ ঘটলে সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারকে ওই অ্যাপের মাধ্যমে তা জানিয়ে দেবেন ডিএসপি পদমর্যাদার নোডাল অফিসার। খবর পৌঁছবে সিআইডি-র ডিআইজি (অপারেশন), সিআইডি-র সুপার (অপারেশন)-সহ বম্ব ডেটা সেন্টারের সব কর্তার কাছে।

বম্ব স্কোয়াড যে দেরিতে খবর পায়, তার জন্য মূলত সমন্বয়ের অভাবকেই দায়ী করা হয়। এ বার বিশেষত বোমা সংক্রান্ত বিষয়ে জেলা পুলিশের সঙ্গে বিডিএসের যথাযথ সমন্বয়ের জন্য প্রতিটি জেলার এক-এক জন ডিএসপি-কে নোডাল অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। পুলিশকর্তারা বলছেন, ‘‘বিস্ফোরণ বা বোমা উদ্ধারের মতো ঘটনার ক্ষেত্রে বিডিএসের যে-ইউনিট অকুস্থলের কাছাকাছি থাকবে, তাদের কাছেও ওই অ্যাপের মাধ্যমে বার্তা যাবে। যাতে তারা দ্রুত সেখানে পৌঁছয়।’’

ভবানী ভবনের খবর, নভেম্বরে ওই অ্যাপ চালু করা হয়েছে। ন্যাশনাল বম্ব ডেটা সেন্টার (এনবিডিসি)-এর মডেলেই কাজ করে রাজ্য বম্ব ডেটা সেন্টার। রাজ্যের কোন বিস্ফোরণ বা বোমাবাজিতে কী ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছে, দেশের অন্য কোনও প্রান্তে একই ধরনের বিস্ফোরক ব্যবহৃত হয়েছে কি না,

তার সবিস্তার তথ্য রয়েছে তাদের হাতে। পুলিশ আধিকারিকেরা ওই অ্যাপের মাধ্যমে সেই সব তথ্য জানতে পারবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

App News Explosion News CID
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE