Advertisement
০৫ মে ২০২৪

বেসরকারি বাসের সঙ্গে পাল্লায় ব্যর্থ বাংলাশ্রী

যাত্রীরা জানান, দু’টি বাসের একই পরিষেবা। অথচ বালুরঘাট-কলকাতা রুটে বাংলাশ্রী বাসের ভাড়া ৯৪৫ টাকা। সেখানে বেসরকারি বাসের ভাড়া ৭৫০ টাকা। প্রায় ২০০ টাকার ফারাকই প্রতিযোগিতা থেকে বাংলাশ্রী ছিটকে পড়েছে বলে অভিযোগ।

বাংলাশ্রী বাস। নিজস্ব চিত্র

বাংলাশ্রী বাস। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
বালুরঘাট শেষ আপডেট: ০৩ অগস্ট ২০১৮ ০৪:২০
Share: Save:

ভাড়া না বাড়িয়েই ঠাসা যাত্রী নিয়ে বালুরঘাট থেকে কলকাতা ছুটছে বেসরকারি পরিবহণ সংস্থার এসি ভলভো বাস। অথচ একই যাত্রাপথে রাজ্য সরকারের বাংলাশ্রী এসি ভলভো বাসে ভিড় নেই। অধিকাংশ আসন ফাঁকা অবস্থায় রোজ বালুরঘাট থেকে রওনা দিচ্ছে বাংলাশ্রী। যাত্রীপিছু প্রায় ২০০ টাকা কম ভাড়ায় বেসরকারি ভলভো কলকাতায় পৌঁছে দিয়ে যাত্রী টানছে। আর শুরুতেই প্রতিযোগিতায় পিছিয়ে লোকসানের মুখে বাংলাশ্রী।

যাত্রীরা জানান, দু’টি বাসের একই পরিষেবা। অথচ বালুরঘাট-কলকাতা রুটে বাংলাশ্রী বাসের ভাড়া ৯৪৫ টাকা। সেখানে বেসরকারি বাসের ভাড়া ৭৫০ টাকা। প্রায় ২০০ টাকার ফারাকই প্রতিযোগিতা থেকে বাংলাশ্রী ছিটকে পড়েছে বলে অভিযোগ। পাশাপাশি, সরকার নির্ধারিত বর্ধিত বাস ভাড়ার নিয়ম না মেনে কেন কম ভাড়ায় ওই বেসরকারি সংস্থাটি বাস চালাচ্ছে, তা নিয়েও শাসকমহলে প্রশ্ন উঠেছে।

বাংলাশ্রী চালুর তিনমাস আগে থেকে বাংলাদেশের বেসরকারি পরিবহণ সংস্থার ওই বাসটি রোজ রাতে হিলি থেকে ছেড়ে বালুরঘাট হয়ে কলকাতা যাচ্ছে। এ-পারে ওই সংস্থার সঙ্গে যুক্ত এক কর্মী জানালেন, রাজ্য জুড়ে তাঁরা আগের ভাড়ায় দূরপাল্লার বাস চালাচ্ছেন। ট্রেনভাড়ার দিকে নজর রেখেই ভাড়া ঠিক করা হয়েছে। কেন না, বালুরঘাট-কলকাতা ট্রেন ভাড়ার চেয়ে বাসের ভাড়া বেশি হলে যাত্রী মিলবে না। মোট ৪৫ আসনের ওই গাড়িতে রোজ যাত্রী ভর্তি থাকায় তাঁদের পুষিয়ে যাচ্ছে। বালুরঘাট থেকে কলকাতা গৌড় এক্সপ্রেস ট্রেনে এসি থ্রি টিয়ারের ভাড়া ৭২৫ টাকা। তৎকাল ১০৪০ টাকা।

বালুরঘাট শহরের মঙ্গলপুর এলাকায় এনবিএসটিসি’র বাসস্ট্যান্ড থেকে রোজ রাত ৮টায় কলকাতার উদ্দেশ্যে রওনা হয় বাংলাশ্রী। চালকের কথায়, ‘‘ভাড়ার হেরফেরেই বাংলাশ্রী বাসে রোজ ৮-৯ জনের বেশি যাত্রী হয় না। ফলে তেলের খরচই উঠছে না। বাংলাশ্রীতে একজন যাত্রীর ৯৪৫ টাকা ভাড়া হলে বেসরকারি ওই বাসটির যাত্রীভাড়া ৭৫০ টাকা। তার উপর দু’টি বাসই এসি ভলভো। স্বাভাবিক ভাবে যাত্রীরা বেসরকারি বাসের দিকেই ঝুঁকছেন।’’ সরকার নির্ধারিত ভাড়া মেনে বাস চালানো উচিত বলে দাবি করে তৃণমূল জেলা সভাপতি বিপ্লব মিত্র বলেন, ‘‘বাংলাশ্রী বাসের ভাড়া কমানোর বিষয়ে চিন্তাভাবনা চলছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Banglasree Bus Fare
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE