Advertisement
০২ মে ২০২৪
Dengue

জ্বরে মৃত্যু আরও ১

এ দিকে দেবাশিসের ম্যাক এলাইজা পরীক্ষার রিপোর্ট এখনও এসে পৌঁছয়নি বলে নার্সিংহোম কর্তৃপক্ষ রোগীর পরিবারকে রবিবার জানিয়েছেন। নার্সিংহোমের সিইও এস সিংহ জানান, ওই পরীক্ষার রিপোর্ট আসতে ১০ দিন লাগছে।

রোগীর ভিড় শিলিগুড়ি হাসপাতালে। নিজস্ব চিত্র

রোগীর ভিড় শিলিগুড়ি হাসপাতালে। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
শিলিগুড়ি শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০১৭ ০৩:৫০
Share: Save:

শহরে ফের একজনের প্রাণ কাড়ল জ্বর। রবিবার প্রধাননগরের একটি নার্সিংহোমে মারা যান দেবাশিস সাহা (৩৯)।

মৃতের পরিবারের দাবি, দেবাশিস ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। কারণ চিকিৎসকেরা ডেঙ্গি সন্দেহেই তাঁর চিকিৎসা করছিলেন বলে পরিবারের দাবি। কিন্তু নার্সিংহোমের তরফে মৃত্যুর শংসাপত্রে মারা যাওয়ার কারণ হিসেবে ডেঙ্গি দেখানো হয়নি। ‘সেপ্টিসেমিয়ায়’, ‘সেপ্টিক শক’, ‘মাল্টি অর্গান ডিসফাংশন’-এ মৃত্যু হয়েছে দেবাশিসের, এমনটাই বলা হয়েছে ওই শংসাপত্রে। তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে মৃতের পরিবার।

শহরের শিবমন্দির ফাঁসিদেওয়া মোড় এলাকার বাসিন্দা দেবাশিস সাহাকে গত মঙ্গলবার জ্বর নিয়ে ওই নার্সিংহোমে ভর্তি করানো হয়। ওই দিনই রক্তের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। রোগীর ভাই শুভাশিস সাহা এবং বন্ধু মনোজিৎ নাথ, জয়দীপ দে’র দাবি শুরু থেকেই চিকিৎসকরা পরিষ্কার জানিয়েছিলেন, দেবাশিস ডেঙ্গিতে আক্রান্ত হয়েছে। কার্ড টেস্টে, এনএসওয়ান পরীক্ষায় দেবাশিসের রক্তে ডেঙ্গির জীবাণু মিলেছে বলে জানান তাঁরা। সেই মতো চিকিৎসাও হয়েছে। তাঁরা বলেন, ‘‘রোগীর প্লেটলেট ২০ হাজারে নামলে প্লেটলেট দিতে হয়েছে। তাতে প্লেটলেট বাড়ছিল।’’ শনিবার রাত থেকে শারীরিক অবস্থার অবনতি হয়ে এ দিন মারা যান দেবাশিস। অথচ মৃত্যুর শংসাপত্রে কেন ডেঙ্গির বিষয়টি উল্লেখ করা হয়নি তা স্পষ্ট নয় পরিবারের কাছে।

এ দিকে দেবাশিসের ম্যাক এলাইজা পরীক্ষার রিপোর্ট এখনও এসে পৌঁছয়নি বলে নার্সিংহোম কর্তৃপক্ষ রোগীর পরিবারকে রবিবার জানিয়েছেন। নার্সিংহোমের সিইও এস সিংহ জানান, ওই পরীক্ষার রিপোর্ট আসতে ১০ দিন লাগছে। অথচ শিলিগুড়ি হাসপাতাল বা উত্তরবঙ্গ মেডিক্যাল যেখানে ম্যাক এলাইজা পরীক্ষা হচ্ছে সেখান থেকে দু’দিনের মধ্যেই রিপোর্ট মিলছে বলে জেলা স্বাস্থ্য দফতর জানিয়েছে। সেই কারণে ডেঙ্গিতে মারা যাওয়ার বিষয়টি চাপা দেওয়ার চেষ্টা কি না তা নিয়ে সন্দেহ দানা বেঁধেছে মৃতের পরিবারের। এ দিকে নার্সিংহোমের ম্যানেজার অন ডিউটি বিকাশ সাহার কথায়, ‘‘চিকিৎসক জানিয়েছেন, রোগীর ‘শক সিনড্রোম’ নানা কারণে হতে পারে।’’ কী ভাবে ওই রোগী মারা গিয়েছেন তা জানা নেই। খোঁজ নিয়ে দেখবেন বলে জানিয়েছেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক অসিত বিশ্বাস।

দেবাশিসের বন্ধু মনোজিতের বলেন, ‘‘শিলিগুড়িতে ব্যাপক হারে ডেঙ্গি হচ্ছে। শহরের বাইরে মাটিগাড়ার বিভিন্ন এলাকায় ডেঙ্গি ছড়িয়ে পড়ছে। রোগ চাপা না দিয়ে বরং প্রতিরোধে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক।’’ ইতিমধ্যেই শিলিগুড়ি পুর এলাকায় ডেঙ্গিতে চার জনের মৃত্যু হয়েছে। শহরের বাইরেও ডেঙ্গি ছড়িয়ে পড়ছে বলে আতঙ্ক বাড়ছে। শিলিগুড়ি হাসপাতালের জরুরি বিভাগে এ দিনও প্রচুর রোগী জ্বর নিয়ে চিকিৎসা করাতে এসেছেন।

রবিবার ৬ ও ২২ নম্বর ওয়ার্ডে ডেঙ্গি সচেতনতা প্রচারে বের হন মেয়র। শিলিগুড়ি হাসপাতালে জ্বরে আক্রান্ত তৃণমূল কাউন্সিলর নিখিল সহানিকে দেখতে যান মেয়র। ডেঙ্গিতে আক্রান্ত কাউন্সিলর সুজয় ঘটক এবং তাঁর মেয়ে নার্সিংহোম থেকে বাড়িতে ফিরেছেন। ডেঙ্গিতে আক্রান্ত হয়ে সেবকরোডের একটি নার্সিংহোমে ভর্তি দলের নেতা সৌমিত্র কুণ্ডুকে এ দিন দেখতে যান পর্যটন মন্ত্রী গৌতম দেব।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE