—প্রতীকী চিত্র।
বর্ষা আসতে এখনও দেরি। অথচ, মালদহে ডেঙ্গি জাঁকিয়ে বসেছে। ইতিমধ্যে জেলায় ১১৪ জন ডেঙ্গিতে আক্রান্ত। আক্রান্তের নিরিখে রাজ্যে প্রথম স্থানে এই জেলা বলে স্বাস্থ্য দফতর সূত্রে খবর। গত এক সপ্তাহে জেলায় ১১ জন ডেঙ্গিতে আক্রান্ত হন, তাঁদের মধ্যে চার জন আপাতত মালদহ মেডিক্যালে চিকিৎসাধীন।
এই পরিস্থিতিতে ডেঙ্গি নিয়ন্ত্রণে উদ্যোগী স্বাস্থ্য দফতর। দফতরের পক্ষ থেকে ‘ভেক্টর কন্ট্রোল টিম’-এর সদস্যদের নামিয়ে এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা, বাড়ি-বাড়ি ঘুরে সচেতনতা প্রচার-সহ একাধিক কর্মসূচি শুরু হয়েছে। আজ, শনিবার ডেঙ্গিতে আক্রান্ত রোগীদের চিকিৎসা সংক্রান্ত বিষয়ে মালদহ-সহ ছ’টি স্বাস্থ্য-জেলার বিশেষজ্ঞ চিকিৎসকদের মালদহে প্রশিক্ষণ দেবেন রাজ্য স্বাস্থ্যকর্তাদের বিশেষজ্ঞ দল। ইংরেজবাজার পুরসভাতেও আজ, শনিবার বিকেলে ডেঙ্গি প্রতিরোধে সচেতনতায় শহরের ফ্ল্যাট মালিক ও কর্তৃপক্ষদের বৈঠক ডাকা হয়েছে।
গত বছর মালদহ জেলায় ডেঙ্গির প্রকোপ মারাত্মক আকার নিয়েছিল। ৪,৪২৭ জন ডেঙ্গিতে আক্রান্ত হন। যদিও কারও মৃত্যু হয়নি। এ বছরের শুরু থেকেই ফের ডেঙ্গির সংক্রমণ শুরু হয়েছে জেলা জুড়ে। পয়লা জানুয়ারি থেকে বৃহস্পতিবার পর্যন্ত জেলায় ১১৪ জন ডেঙ্গিতে আক্রান্ত হন। ৯-১৫ মে ১১ জন আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে কালিয়াচক ১ ব্লক ও পুরাতন মালদহ শহরে তিন জন করে আক্রান্ত হয়েছেন। চার জন মালদহ মেডিক্যালে চিকিৎসাধীন। এই পরিস্থিতিতে মালদহ জেলায় স্বাস্থ্য দফতর ও প্রশাসন ডেঙ্গি মোকাবিলায় একাধিক ব্যবস্থা নিতে উদ্যোগী হয়েছে। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, গ্রামীণ এলাকায় ১,৩১৪টি ‘ভিলেজ সুপারভাইজ়ার টিম’ (ভিএসটি), গ্রাম ও দুই শহর মিলিয়ে ৪১২টি ‘ভেক্টর কন্ট্রোল টিম’ (ভিসিটি), দুই শহরে ৫৯টি ‘পাল্স মোড টিম’ ও বাড়ি-বাড়ি ঘুরে সচেতনতা ও নজরদারির জন্য ২৬৪টি দল গড়া হয়েছে। দুই পুরসভা ও গ্রামীণ এলাকা মিলে প্রায় ১৫ লক্ষ গাপ্পি মাছ ছাড়া হবে। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুড়ি বলেন, ‘‘ডেঙ্গি সংক্রমণ নিয়ে গত বছরের অভিজ্ঞতার নিরিখে এ বছর একাধিক ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। পরিকল্পনা করে জেলা জুড়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্নতায় জোর দেওয়া হচ্ছে।’’
স্বাস্থ্য দফতর সূত্রে খবর, আজ, শনিবার মালদহের ইংরেজবাজার শহরের এক হোটেলে রাজ্য স্বাস্থ্য দফতরের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল ডেঙ্গির পাশাপাশি ম্যালেরিয়া ও স্ক্রাব টাইফাস রোগের চিকিৎসা সংক্রান্ত প্রশিক্ষণ দেবেন। মালদহ, দুই দিনাজপুর, মুর্শিদাবাদ ও বীরভূম জেলা এবং রামপুরহাট স্বাস্থ্য-জেলার বিশেষজ্ঞ চিকিৎসকদের সেই প্রশিক্ষণ দেওয়া হবে। মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম ও রামপুরহাট মেডিক্যাল কলেজের অধ্যক্ষদেরও ডাকা হয়েছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy